Wednesday, December 7, 2022

Class-01 ( কম্পিউটার পরিচিতি)

Class - 01 (প্রথম ক্লাস)

First Class: 01 
থিওরী-Theory
1.1: What is Computer? (কম্পিউটার কাকে বলে ?
উত্তরঃ কম্পিউটার একটি ইলেকট্রনিক্স যন্ত্র। কম্পিউটার শব্দিটি গ্রীক শব্দ থেকে এসেছে। 
1.2: Function of Computer (কম্পিউটারের কাজ)
উত্তরঃ কী কোর্ড, মাউস ইত্যাদি ইনপুট ডিভাইসের মাধ্যমে কোন ডেটা কম্পিউটারে ইনপুট করলে উহা প্রসেস করে থাকে।
     ক. তথ্য আদান প্রদান।
     খ. ডিজাইন করা যায়।
     গ. বিনোদন ও গেম খেলা যায়।
     ঘ. হিসাব নিকাশ রাখা যায়।
     ঙ. ফ্রিলান্সিং আউটসোর্সিং 
1.3: History of Computer (কম্পিউটারের ইতিহাস) 
উত্তরঃ কম্পিউটার
Computer শব্দটি গ্রিক শব্দ Compute শব্দ থেকে এসেছে। Compute শব্দের প্রাচীণ অর্থ হিসাবকরা, গণনাকরা, পরিমাপকরা বা ধারনাকরা। Computer শব্দের অর্থ গণনাকারীযন্ত্র।মূলতঃ এটি তৈরি করা হয়েছিল গণনার জন্য।কিন্তু বর্তমানে এটি জটিল ও কঠিন হিসাব নিকাশ
ছাড়া ও আরো অনেক কাজে ব্যবহার হচ্ছে। কম্পিউটারের কাজেরগতি হিসেবকরা হয় ন্যানো সেকেন্ডে।ন্যানো সেকেন্ড হল এক সেকেন্ডের একশ কোটি ভাগের একভাগ।ইলেকট্রনিক প্রবাহের মাধ্যমে এটি তার যাবতীয় কার্য সম্পাদন করে।
1.4: Computer Generation (কম্পিউটারের প্রজন্ম) 
উত্তরঃ
>> প্রথম প্রজন্ম (১৯৫১-১৯৫৯)
>>দ্বিতীয় প্রজন্ম (১৯৫৯-১৯৬৫)
>>তৃতীয় প্রজন্ম (১৯৬৫-১৯৭১)
>> চতুর্থ প্রজন্ম (১৯৭১- বর্তমান)
>> পঞ্চম প্রজন্ম (ভবিষ্যৎ প্রজন্ম)

কম্পিউটার দুটি প্রধান অংশ নিয়ে গঠিত: হার্ডওয়্যার এবং সফ্টওয়্যার। হার্ডওয়্যার হল কম্পিউটারের শারীরিক অংশগুলি, যেমন মাদারবোর্ড, প্রসেসর, মেমরি, স্টোরেজ ডিভাইস এবং ইনপুট এবং আউটপুট ডিভাইস। সফ্টওয়্যার হল কম্পিউটারকে কী করতে বলে তা নির্দেশাবলীর সেট।

 ইনপুট ডিভাইস :যেটির মাধ্যমে আদেশ করা হয় তাকে ইনপুট ডিভাইস বলে যেমন— মাউস,কিবোর্ড এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। 

 আউটপুট ডিভাইস:  আউটপুট ডিভাইস  হলো- CPU processing কাজ complied করে যার মাধ্যমে আমাদের দেখায় সেইসব ডিভাইস কেই আউটপুট ডিভাইস বলা হয়। যেমন-স্পিকার,মনিটর এবং প্রিন্টার। 

1.5: কম্পিউটারের শ্রেনীবিভাগ আলোচনা কর। 
উত্তরঃ আকার, আয়তন ও আকৃতি এবং ক্ষমতার ভিত্তিতে ডিজিটাল কম্পিউটারকে চারটি ভাগে ভাগ করা যায় -   
১. সুপার কম্পিউটার ।
২. মেইনফ্রেম কম্পিউটার।
৩. মিনি - কম্পিউটার।
৪. মাইক্রো - কম্পিউটার বা পারসোনাল কম্পিউটার।

১) সুপার কম্পিউটার (Super Computer)
সুপার কম্পিউটার হচ্ছে সবচেয়ে শক্তিশালী, দ্রুতগতি সম্পন্ন ব্যয়বহুল কম্পিউটার। আকৃতিগত দিক হতে সবচেয়ে বড় আকৃতির এ শ্রেণীর কম্পিউটার গুলোর তথ্য সংরক্ষন ক্ষমতা, কার্য সম্পাদনের বা তথ্য প্রক্রিয়াকরনের দ্রুততা অবিশ্বাস্য রকমের। সুপার কম্পিউটারের সাহায্যে অত্যন্ত সূক্ষ্ম ও জটিল বৈজ্ঞানিক বিশ্লেষনকাজ করা যায়। বর্তমানে ব্যবহৃত সুপার কম্পিউটার গুলোতে একসঙ্গে একাধিক প্রসেসর ব্যবহার করা হয়। সূক্ষ্ম বৈজ্ঞানিক গবেষনা, বিপুল পরিমান তথ্য বিশ্লেষন, নভোযান, জঙ্গি বিমান এবং ক্ষেপনাস্ত্র নিয়ন্ত্রন, মহাকাশ গবেষনা, পরমাণু গবেষনা ইত্যাদি ক্ষেত্রে সুপার কম্পিউটার ব্যবহার করা হয়।
আমেরিকা ও জাপানের অনেকগুলো প্রতিষ্ঠান সুপার কম্পিউটার তৈরি করে। এদের মধ্যে আমেরিকার Cray Research Inc, Data Control Corporation  এবং জাপানের Nippon Electric Company  এর নাম উল্লেখযোগ্য। CRAY – 1, CYBER – 205 ইত্যাদি সুপার কম্পিউটারের উদাহরন।

২) মেইনফ্রেম কম্পিউটার (Mainframe Computer
মেইনফ্রেম হচ্ছে এমন একটি বড় কম্পিউটার যার সাথে টারমিনাল  (নেটওয়ার্কভুক্ত কম্পিউটার) যুক্ত করে এক সাথে অনেক মানুষ কাজ করতে পারে। এ কম্পিউটারে একাধিক প্রক্রিয়াকরণ অংশ থাকে। বড় বড় প্রতিষ্ঠান এ ধরনের কম্পিউটার ব্যবহার করে থাকে। যেমন ব্যাংক, বীমা, অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান, বৈজ্ঞানিক গবেষনার পরিচালনা নিয়ন্ত্রন ও বিশ্লেষণ এবং মূল্যায়নের জন্য মেইনফ্রেম কম্পিউটারের প্রয়োজন হয়ে থাকে। বাংলাদেশে সর্বপ্রথম ১৯৬৫ সালে পরমাণু শক্তি কমিশনে মেইনফ্রেম কম্পিউটার স্থাপন করা হয়। এরপর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি প্রভৃতি প্রতিষ্ঠানে স্থাপিত হয়। UNIVAC 1100/01, IBM 4341, NCR N 8370 ইত্যাদি কম্পিউটার এ শ্রেণীর অন্তর্ভুক্ত।

৩) মিনি কম্পিউটার (Mini Computer
মিনি - কম্পিউটারকে মিনি - ফ্রেম কম্পিউটারও বলা হয়। মেইনফ্রেম কম্পিউটারের চেয়ে ছোট আকারের এ কম্পিউটার টার্মিনালের মাধ্যমে একসঙ্গে অনেক ব্যবহারকারী ব্যবহার করতে পারে। এর কেন্দ্রীয় প্রক্রিয়াকরন অংশের জন্য সাধারনত এক বোর্ড বিশিষ্ট বর্তনী ব্যবহৃত হয়। বড় আকারের শিল্প ও গবেষনা প্রতিষ্ঠানে মিনি - কম্পিউটারের ব্যবহার উল্লেখযোগ্য অবদান রাখতে পারে। ব্যংকিং কার্যক্রমে এ ধরনের কম্পিউটারের সচারাচার ব্যবহার লক্ষ্য করা যায়। PDPII, IBM, S/34, NCR, S/9290 ইত্যাদি মিনি কম্পিউটারের উদাহরন।

৪) মাইক্রোকম্পিউটার (Microcomputer
মাইক্রোকম্পউটার হচ্ছে মাইক্রোপ্রসেসর দিয়ে সর্বাপেক্ষা বহুল ব্যবহৃত কম্পিউটার। সাধারনত একজন লোক একটি কম্পিউটার ব্যবহার করে বলে মাইক্রোকম্পিউটারকে পার্সোনাল কম্পিউটার বা পিসি বলা হয়। এ জাতীয় কম্পিউটার সহজে বহনযোগ্য, দাম তুলনামূলকভাবে কম এবং রক্ষনাবেক্ষনও সহজ হওয়ার ফলে ব্যবহাকারীদের মাঝ ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। ব্যক্তিগত, ব্যবসায়িক, দাপ্তরিক, সরকারি, সর্বোপরি বিনোদনমূলক কর্মকান্ডে এ ধরনের কম্পিউটার গুলোর ব্যবহার উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। IBM PC, APPLE Macintosh ইত্যাদি মাইক্রোকম্পিউটারের উদাহরন। প্রযুক্তির ক্রমাগত উন্নতির সাথে সাথে মাইক্রোকম্পিউটারের আকৃতিতে নানা রকম পরিবর্তন হয়েছে। মানষের ব্যবহারিক সুবিধার প্রতি লক্ষ্য রেখে বিভিন্ন আকৃতিতে মাইক্রোকম্পিউটার বাজারে এসেছে। যেমন -  
১. ডেস্কটপ কম্পিউটার।
২. ল্যপটপ কম্পিউটার।
৩. নোটবুক কম্পিউটার।

(১)  ডেস্কটপ কম্পিউটার (Desktop Computer
ডেস্কে বা টেবিলে স্থাপন করে যে মাইক্রোকম্পিউটার ব্যবহার করা যায় তাকে ডেস্কটপ কম্পিউটার বলে। বিভিন্ন রকম কাজে অফিস Ñ আদালতে এ জাতীয় কম্পিউটার ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায়।

(২) ল্যাপটপ কম্পিউটার (Laptop Computer)
সহজে বহনযোগ্য এ ধরনের কম্পিউটার গুলোর বহ্যিক আকার ব্রিফকেসের মতো। ল্যাপ (খধঢ়) অর্থ হলো কোলের উপরে। কোলের উপরে রেখে ব্যবহার করা যায় বলে একে ল্যাপটপ কম্পিউটার বলে। বর্তমানে ল্যাপটপ কম্পিউটারের কার্যক্ষমতা পারসোনাল কম্পিউটার বা ডেস্কটপ কম্পিউটারের সমতুল্য বলা চলে।

(৩) নোটবুক কম্পিউটার (Notebook Computer
নোটবুকের মত ছোট আকৃতির ও হাতে রেখে ব্যবহার করা যায় বলে এ কম্পিউটার গুলোকে নোটবুক কম্পিউটার বলে। এ কম্পিউটার গুলোর আকার নোটবুকের মত।



প্রাকটিক্যাল - ০১ঃ
(১) নিজের সিভি/বায়োডাটা তৈরি করুন। নিজের নামে একটি ফোল্ডার তৈরি করুন এবং সেখানে নিজের নামে ফাইলটি সেভ করুন।
প্রশ্নসমূহ ঃ ১ থেকে ২০
১। কম্পিউটার শব্দের অর্থ কি? উত্তর ঃ গণনাকারী যন্ত্র।
২। আধুনিক কম্পিউটারের জনক কে? উত্তরঃ চর্লস ব্যাবেজ (ইংল্যান্ড)
৩। কম্পিউটারের স্মৃতি কত প্রকার? উত্তরঃ ২ প্রকার।
৪। L.C.D শব্দের অর্থ লিখ। উত্তরঃ Liquid Crystal Display
৫। পিসি অর্থ কি ? উত্তরঃ পাসসোনাল কম্পিউটার । Personal Computer.
৬। সিপিইউ - সেন্টাল প্রোসেসিং ইউনিট   Central Processing Unit
৭। ১কিলোবাইট সমান কত বাইট? 1024 বাইট।
৮। কম্পিউটারের স্থায়ী স্মৃতিকে কি বলে? উত্তরঃ রম
৯। কম্পিউটার এর আবিষ্কারক কে? উত্তরঃ হাওয়ার্ড এ্যাইকিন। (যুক্তরাষ্ট্র)
১০। কম্পিউটারের কোনটি নেই? উত্তরঃ নিজস্ব বুদ্ধি বিবেচনা।
১১। ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব এর আবিষ্কারক কে? উত্তরঃ স্টিভ চ্যাল ও জাভেদ করিম।
১২। ই-মেইল কি ? উত্তরঃ ইলেকট্রনিক্স মেইল।
১৩। কোনটি কম্পিউটারের সকল কার্য ক্রম নিয়ন্ত্রণ করে? উত্তরঃ সি.পি, ইউ
১৪। কম্পিউটারের ব্রেইন বলা হয় কাকে? উত্তরঃ মাইক্রো প্রোসেসর।
১৫। কম্পিউটার এর যন্ত্রাংশকে কি বলে? উত্তরঃ হার্ড ওয়্যার।
১৬। বর্তমান কম্পিউটার জগতে কিংবদন্তী কে?
১৭। কম্পিউটারের বায়োস কাকে বলে? BIOS= Basic Input and Output System
১৮। কম্পিউটারের প্রধান প্রিন্ডেড বোর্ডকে কি বলা হয়। উত্তরঃ মাদারবোর্ড।
১৯। কম্পিউটারের র‌্যাম কি? উত্তরঃ RAM-Random Access Memory.
২০। কম্পিউটার পদ্ধতির দুটি প্রধান অঙ্গ দুটি কি কি? উত্তরঃ হার্ডওয়্যার ও সফটওয়্যার।