Thursday, April 2, 2020

Class - 40 (Access-Introduction)


Access Interface পরিচিতি :
===============================================================================
প্রশ্নঃ ডাটাবেস কাকে বলে?
    উত্তরঃ ডাটা শব্দের অর্থ হচ্ছে উপাত্ত এবং বেজ শব্দের অর্থ হচ্ছে ঘাঁটি বা সমাবেশ। তাই শাব্দিক অর্থে ডাটাবেস হচ্ছে কোন সম্পর্কীত বিষয়ের উপর ব্যাপক উপাত্তের সমাবেশ। 
                                                                                                                                                                                                                                                                                উদাহরণঃ ধরা যাক কোন কলেজ লাইব্রেরি থেকে বই পড়ার জন্য বই নির্দিষ্প্রট সময়ে ছাত্শ্নঃর-ছাত্রীদের বাড়িতে নিতে দেয়া হয়। এক্ষেত্রে পড়ার জন্য বাড়িতে বই নিয়ে যাওয়অ ছাত্র-ছাত্রীদের  জন্য দুটি ভিন্ন ফাইলের দুটি একটি ডাটাবেস তৈরি করা যেতে পারে। 

প্রশ্ন: বিভিন্ন প্রকার ডাটাবেস সফটওয়্যার গুলোর নাম লিখন। 
উত্তরঃ 
List of Database Software :
প্রশ্নঃ-02: মাইক্রোসফট একসিস ওপেন হওয়ার পর যে ইন্টারফেস আসে সেটি আলোচনা কর।
উত্তরঃ 
          Access Interface : 
  1.  MS Access - 2007িইন্টারফেসে একটি চাবির ছবি দেওয়া থাকে। 
  2. Opening Page - Templates 
  3. Automatic Form, Table, Report, Query 
প্রশ্নঃ নিচের শব্দগুলোর বিস্তারিত রূপ লিখ। 
PAN—Personal Area Network
PATA—Parallel ATA
PC—Personal Computer
PCB—Printed Circuit Board
PC DOS—Personal Computer Disk Operating System
PCI—Peripheral Component Interconnect
PCIe—PCI Express
PERL—Practical Extraction and Reporting Language
PGA—Pin Grid Array
PHP—PHP: Hypertext Preprocessor

No comments:

Post a Comment