Wednesday, January 20, 2021

Class-8 (Cover Page, Blank Page, Break Page, Table)

Multimedia Training Academy 
Class - 08



Class-NoTopicsClass MaterialTypingHome Work
Day-81. Cover page
2. Blank Page
3. Page Break
4. Table
Letter increase=Ctrl+]
Letter decrease = Ctrl+[
Undo: Ctrl+Z
Redo : Ctrl+Y
zxcvbnm,.


(Start Typing)


Set your Finger & Type

1. ZXCV NM,.
2. .,MN VCXZ 
3. ZXCVBNM,.
4. .,MNBVCXZ
5. Man
6. Cab
7. Cash
8. Sad
9. Black

আগামী ক্লাসের জন্য নির্ধারিত নৈবর্ক্তিক প্রশ্নসমূহ - 

১৪১। Apple Computer কত সালে বাজারে আসে ?

- ১৯৭৬ সালে

১৪২। MS word-এ New document নেয়ার জন্য কোন মেনুতে ক্লিক করতে হয় ?

 - File

১৪৩।পুরাতন ডকুমেন্ট Open করার জন্য কোন মেনুতে ক্লিক করতে হয় ?

File

১৪৪। Save অর্থ কি?

- সংরক্ষণ করা

১৪৫। Paragraph কোন মেনুতে রয়েছে ?

- Format

১৪৬। MS word-এ Find এর শর্টকাট কমান্ড কি ? 

- Ctrl+F

১৪৭। MS word-এ Document কে বড় করে দেখার জন্য – 

- Zoom

১৪৮। M.S. Excel –এ কতটি রো আছে ?

- ৬৫,৫৩৬ টি

১৪৯। M.S. Excel –এ কতটি কলাম আছে ?

- ২৫৬ টি

১৫০। M.S. Excel –এ কতটি Cell আছে? 

- ১,৬৭,৭৭,২১৬ টি

১৫১। বেসিক ভাষা উদ্বোধন কে করেন ?

- জন কেমিনি ও টমাস কাটর্জ

১৫২।পিসি তৈরীতে আবশ্যক নয় কোনটি ?

- প্রিন্টার

১৫৩। সাধারণ ডাটাবেজ হলো–

- একটি ফাইল বিশিষ্ট ডাটাবেজ

১৫৪। লেখালেখির জন্য ব্যবহৃত প্রোগ্রাম কোনটি ? 

- ওয়ার্ড প্রসের্সিং

১৫৫। নোটবুক নামে পরিচিত কোনটি ? 

- ল্যাপটপ

১৫৬। পৃথিবীর প্রথম স্বয়ক্রিয় গণনার যন্ত্রের নাম- 

- MARK-1

১৫৭। অ্যানিমেশন, গ্রাফিক্স ও সাউন্ডের সমষ্টি কে কি বলা হয় ?

- মাল্টিমিডিয়া

১৫৮। ক্যাপস-লক কী জন্য ব্যবহার হয় ?

- বড় হাতের লেখার জন্য

১৫৯। নিচের কোনটি ইংরেজী ফন্ট নয় ? 

- চন্দ্রাবতী

১৬০। কীবোর্ডে এ্যারো কী-এর সংখ্যা কয়টি? 

- ৪টি।


1 comment:

  1. ক্লাসে উপস্থিত সকলের নাম, রোল, প্রিয় ফল, প্রিয় রং, প্রিয় স্থান, স্বপ্ন দিয়ে একটি টেবিল তৈরী করে ডিজাইন করতে হবে।

    ReplyDelete