Class-07 (Find, Replace, Goto, Select All)
Class - 07
লেখা Undo/Redo করার Command:
আমরা অনেক সময় ভুল করে অনেক লেখা Delete বা Paste করি । এ অবস্থা হতে আবার আগের অবস্থানে ফিরে যেতে চাইলে Undo করা হয় । আবার Undo করার পর যদি মনে হয় যে না যা ছিল তাই ঠিক ছিল । তাহলে Redo করে ফিরে যাওয়া যায় । শুধু Delete বা Paste এর ক্ষেত্রেই নয়, লেখাতে যেকোন Format দেবার পর যদি মনে হয় আগের টি ই ভাল ছিল, তবে Redo করে আগের অবস্থানে ফিরে যাবেন । Undo আর Redo মাইক্রোসফ্ট এর মোটামুটি সব প্রোগ্রামের ক্ষেত্রেই একই ।
৭.১ উইন্ডোজ চালু করে কোন প্রোগ্রামে যাওয়ার নিয়মঃ
* Start বাটন ক্লিক করতে হবে।
* Programs এ ক্লিক করতে হবে।
* Programs এর অধীনে অবস্থিত অতিরিক্ত প্রোগ্রাম ক্লিক করতে হবে।
৭.২ ফাইল তৈরী করাt
* ডেস্কটপ স্ক্রিনের ফাঁকা জায়গায় মাউসের ডান বাটন ক্লিক করতে হবে।
* New এর অধীনে Text Document ক্লিক করতে হবে।
* যে কোন নাম টাইপ করে এন্টার চাপলে একটি ফাইল তৈরী হয়ে যাবে।
৭.৩ ফোল্ডার তৈরী করাঃ
* ডেস্কটপ স্ক্রিনের ফাঁকা জায়গায় মাউসের ডান বোতাম ক্লিক করতে হবে।
* New এর অধীনে Folder ক্লিক করতে হবে।
* যে কোন নাম টাইপ করে এন্টার চাপলে একটি ফোল্ডার তৈরী হয়ে যাবে।
৭.৪ মিনিমাইজ, মেক্সিমাইজ ও ক্লোজ বাটনঃ
৭.৫ ডেস্কটপ স্ক্রিনে আইকন সাজানো t
* ডেস্কটপের ফাঁকা কোন জায়গায় মাউসের ডান বোতাম ক্লিক করতে হবে এবং শর্টকাট মেনু আসবে।
* শর্টকাট মেনুর Arrange Icons এর সাব মেনু হতে By name ক্লিক করতে হবে।
৭.৬ কোন ফোল্ডার ও ফাইলের নাম পরিবর্তন করা t
* ফোল্ডার/ফাইল সিলেক্ট করে মাউসের ডান বোতাম ক্লিক করতে হবে।
* শর্টকাট মেনু হতে Rename অপশনে ক্লিক করতে হবে।
* পরিবর্তিত নাম টাইপ করে এন্টার কী চাপতে হবে।
৭.৭ কোন ফোল্ডার ও ফাইল মুছাt
ফোল্ডার/ফাইল সিলেক্ট করে Delete কী চাপলে ফোল্ডার/ফাইল মুছে যাবে। মুছে যাওয়া ফোল্ডার/ফাইল রিসাইকেল বিন ফোল্ডারে চলে যাবে।
৭.৮ মুছা ফোল্ডার/ফাইল রিসাইকেল বিন হতে ফেরত আনাt
৭.৯ ফোল্ডার/ফাইল রিসাইকেল বিন হতে স্থায়ীভাবে মুছাt
৭.১০ কোন ফোল্ডার/ফাইলের প্রোপারটিজ দেখাt
৭.১১ হার্ডডিস্কের কোন ফাইল/ফোল্ডার পেন ড্রাইভে কপি করাt
Set your Finger & Type
১২১। কম্পিউটার প্রধানত কয় প্রকার?
- ৩
১২২। ওয়ার্ড প্রসেসিং প্যাকেজ নয় কোনটি?
- ওয়ার্ড প্রসেসর
১২৩। ৫৩ D কোন ধরনের সংখ্যা?
- হেক্সাডেসিমাল
১২৪। সংখ্যা পদ্ধতি মোট কত প্রকার?
- ৪ প্রকার
২৫। ফাংশন কি কোন গুলি?
- F1-F12
১২৬। 0-09 পর্যন্ত Key গুলোর নাম কী?
– Numeric Key
১২৭। কোনটি স্পেশাল Key।
- Space bar
১২৮। একটি Antivirus সফ্টওয়্যারের নাম লিখ?
– Norton
১২৯। MS word-এ Select All এর শর্টকাট কমান্ড কি?
– Ctrl+A
১৩০। LAN এর পূর্ণনাম লিখ?
– Local Area Network
১৩১। WWW এর পূর্ণনাম লিখ?
- World Wide Web
১৩২। Save কোন মেনু তে রয়েছে?
- File
১৩৩। মেনুবারে কয়টি মেনু আছে।
– ৯টি
১৩৪। Save এর শর্টকাট কমান্ড লিখ।
- Ctrl+S
১৩৫। MS word-এ Symbol কোন মেনু তে আছে।
– Insert
১৩৬। File অর্থ কি?
– নথিপত্র
১৩৭। Data Processing কয় প্রকার?
- ৩
১৩৮। জ্জ্ব কিভাবে লিখতে হয়…
– জ+G+জ+G+ব
১৩৯। IBM PC প্রথম বাজারে আসে…
- ১৯৮১ সালে
No comments:
Post a Comment