Today we will learn: TOPICS
Module 24: Working with Objects
Shapes, Clipart and Picture, Word Art, Smart Art
Change the Order of Objects
Inserting slide header and footer
Inserting Text boxes
Inserting shapes, using quick styles
Inserting Word art
Inserting symbols
Inserting Chart
Module 25: Hyperlinks and Action Buttons
Inserting Hyperlinks and Action Buttons
Edit Hyperlinks and Action Button
Word Art and Shapes
Class - 64
কিভাবে Power Point এ স্লাইড ডিজাইন করতে হয়
পাওয়ার পয়েন্টে কোন প্রজেন্টেসন তৈরি করার জন্য যে স্লাইড গুলো ব্যবহার করা হয় সেই স্লাইড গুলোর সৌন্দর্যের উপরে প্রেজেন্টেশনের মান অনেক টুকু নির্ভর করে। সে ক্ষেত্রে স্লাইড গুলো সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আপনি স্লাইড গুলোকে প্রয়োজন মতো ডিজাইন দিতে পারবেন। তাই একটি সুন্দর প্রেজেন্টেশন তৈরি করার জন্য স্লাইড কিভাবে ডিজাইন করতে হয় সেটি জানা প্রয়োজন। আর আপনাদের এই জানার প্রয়োজন মেটাতেই আজ আমরা আলোচনা করবো, কিভাবে Power Point এ স্লাইড ডিজাইন করতে হয়। তাহলে আর দেরি না করে চলুন যেনে নেয়া যাক Power Point এ স্লাইড ডিজাইন কিভাবে করবেন ?
একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে স্লাইড ডিজাইন করার জন্য প্রথমে পাওয়ার পয়েন্ট প্রোগ্রামটি ওপেন করুন। তারপর প্রয়োজন অনুযায়ী স্লাইড ইনসার্ট করুন, তারপর যে স্লাইডটিতে ডিজাইন দিতে চান সেই স্লাইডটি সিলেক্ট করুন। তারপর রিবনের Design ট্যাবে ক্লিক করুন, তারপর সেখানে Thames গ্রুপের থিম গুলোর উপরে মাউস রাখলেই দেখবেন স্লাইডের থিম অর্থাৎ ডিজাইন পরিবর্তন হয়ে যাচ্ছে। এখন আপনার পছন্দ মতো থিমটি বাছাই করে তাতে ক্লিক করুন। তাহলে প্রেজেন্টেশনের জন্য সব গুলো স্লাইড সিলেক্ট করা থিম অনুযায়ী ডিজাইন ধারণ করবে।
Use of Design in Power Point Slide
উপরের চিত্রে লক্ষ্য করুন, স্লাইডে ডিজাইন পরিবর্তন করার জন্য থিম ব্যবহার করা হয়েছে এবং ডিজাইন ব্যবহারের কমান্ড গুলো লালদাগ দ্বারা চিহ্নিত করা হয়েছে।
যদি আরও বেশি ডিজাইন বা থিম পেতে চাইলে Thames গ্রুপের Drop Down Arrow তে ক্লিক করুন, যা উপরের ছবিতে লালদাগ দ্বারা চিহ্নিত করা হয়েছে। তাহলে দেখবেন সব গুলো থিম সেখানে চলে এসেছে।
All Thames in Design Tab
উপরের চিত্রে লক্ষ্য করুন, এখানে সব গুলো থিম দেখা যাচ্ছে।
স্লাইডের জন্য থিম সিলেক্ট করার পর এখন আপনি যদি স্লাইডের কালার পরিবর্তন করতে চান, সে ক্ষেত্রে Thames গ্রুপের Color অপশনে ক্লিক করুন। তাহলে একটি কালার চার্ট আসবে, আবার কালার চার্ট থেকে মানানসই কালারটি বাছাই করে সেটিতে ক্লিক করুন। তাহলে আপনার ব্যবহৃত স্লাইডগুলোতে সিলেক্ট করা থিম থাকবে কিন্তু কালার পরিবর্তন হয়ে যাবে।
Use of Color in Power Point Slide
উপরের চিত্রে লক্ষ্য করুন, কালার সিলেক্ট করা কারনে স্লাইডে থিমের কালার পরিবর্তন হয়ে গেছে।
শুধু স্লাইডের থিম বা কালার নয় আপনি চাইলে স্লাইডের লেখার ধরনও পরিবর্তন করতে পারবেন। সে ক্ষেত্রে Thames গ্রুপের Fonts অপশনে ক্লিক করুন। একটি ফন্ট পরিবর্তনের চার্ট আসবে, সেখানে যে ফন্ট ডিজাইনের উপরে মাউস রাখলেইস্লাইডের ফন্ট গুলো পরিবর্তন হতে থাকবে। যে ফন্ট স্টাইলটি আপনার পছন্দ সেই ফন্টের উপরে ক্লিক করুন। তাহলে স্লাইডের উপরে ব্যবহৃত ফন্ট গুলোর স্টাইল পরিবর্তন হয়ে যাবে।
Change of Font Style in Power Point Slide
উপরের চিত্রে দেখুন, ফন্ট পরিবর্তনের অপশন দেখানো হয়েছে।
এছাড়াও আপনি স্লাইড গুলোতে ইফেক্ট দিতে পারবেন। সে ক্ষেত্রে Design ট্যাবের Thames গ্রুপ থেকে Effect অপশনে ক্লিক করুন। একটি ইফেক্ট চার্ট আসবে সেখান থেকে আপনার পছন্দ মতো ইফেক্টটিতে ক্লিক করুন। তাহলে আপনার স্লাইড গুলোতে সিলেক্ট করা ইফেক্ট অনুযায়ী আচরণ করবে।
Use of Effect in Power Point Slide
উপরের চিত্রে দেখুন, স্লাইডে ইফেক্ট ব্যবহার করার অপশনটি দেখানো হয়েছে।
আবার আপনি চাইলে স্লাইডে ব্যাকগ্রাউন্ড স্টাইল দিতে পারবেন। আমরা পূর্বে স্লাইডে Animation এর ব্যবহার নামের পোস্টে কিভাবে Power Point এ Background Style পরিবর্তন করতে হয় সে সম্পর্কে আলোচনা করেছি। ব্যাকগ্রাউন্ড স্টাইল পরিবর্তন সম্পর্কে জানতে চাইলে আমাদের লিঙ্কটিতে ক্লিক করুন।
এই ছিল আমাদের আজকের আলোচনা। আশা করি আমাদের নির্দেশনা অনুযায়ী কাজ করে আপনি সহজেই স্লাইড ডিজাইন করা শিখতে পারবেন। যদি আমাদের পোস্টটি আপনার ভালো লাগে তাহলে আমাদের উৎসাহিত করতে লাইক ও কমেন্ট করুন এবং শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে। পাওয়ার পয়েন্ট সম্পর্কে আরও খুঁটিনাটি জানতে আমাদের সাথেই থাকুন এবং চোখ রাখুন আমাদের পরবর্তী পোস্ট গুলোতে। ধন্যবাদ…
Power Point Slide এ Animation ব্যবহার করার নিয়ম
টিউটোরিয়াল বিষয়ক আমাদের এই সাইডটিতে আজ আমরা আলোচনা করবো Power Point Slide এ Animation ব্যবহার করার নিয়ম সম্পর্কে। বর্তমান এই যুগে Animation এর ব্যবহার অত্যন্ত ব্যাপক, পাওয়ার পয়েন্টে কোন প্রেজেন্টেশনের স্লাইডে Animation এর ব্যবহার দর্শকদের আগ্রহ বাড়াতে কার্যকরী একটি কৌশল। তাহলে চলুন জেনে নেয়া যাক কিভাবে Power Point এর স্লাইডে Animation ব্যবহার করবেন ?
স্লাইডে যে বিষয় গুলো ব্যবহার করা হয় যেমনঃ Text, Picture, Clip Art, Chart, Shapes ইত্যাদিতে সাধারণত Animation ব্যবহার করা হয়ে থাকে। পাওয়ার পয়েন্ট প্রোগ্রামে স্লাইডে বিভিন্ন ধরনের Animation এর ব্যবহার রয়েছে। আপনি চাইলে বিভিন্ন ভাবে স্লাইড গুলোতে Animation ব্যবহার করতে পারবেন। যদিও লিখিত আলোচনার মাধ্যমে Animation এর এতো সব ব্যবহার দেখানো সম্ভব নয়। সে ক্ষেত্রে আমরা Animation ব্যবহারের অপশন গুলো নিয়ে আলোচনা করবো, কারন স্ক্রিনশটের মাধ্যমে Animation দেখানো সম্ভব নয়। তাই আমরা একটি স্লাইডে সম্পূর্ণ Animation এর ব্যবহার দেখাতে পারছিনা, সে কারনে আমরা আন্তরিক ভাবে দুঃখিত। কিন্তু আমরা আমাদের আলোচনায় চেষ্টা করবো, যাতে আপনারা কিভাবে স্লাইডে Animation ব্যবহার করতে হয় সে সম্পর্কে ধারণা নিতে পারেন।
স্লাইডে Animation দেয়ার জন্য প্রথমে যে স্লাইডে Animation দিবেন সেটি সিলেক্ট করুন, তারপর রিবনের Animation ট্যাবে ক্লিক করুন। তারপর Animation গ্রুপ থেকে আপনার পছন্দ মতো Animation Option টি বাছাই করে তাতে ক্লিক করুন। তাহলে সিলেক্ট করা স্লাইডে Animation চলে আসবে।
Use of Animation in Power Point Slide
উপরের চিত্রে দেখুন, স্লাইডে Animation ব্যবহার করার অপশন গুলো লালদাগ দ্বারা চিহ্নিত করা হয়েছে।
আবার আপনি যদি স্লাইডে একই বিষয়ের উপরে দুটি Animation ব্যবহার করতে চান, তাহলে বিষয়টিতে প্রথম Animation দেয়ার পর পুনরায় সেই বিষয়টি সিলেক্ট করে Add Animation এ ক্লিক করুন একটি Animation চার্ট আসবে। এবার সেই চার্ট থেকে আপনার পছন্দ মতো Animation টি বাছাই করে তাতে ক্লিক করুন, তারপর Preview অপশলনে ক্লিক করুন। তাহলে দেখবেন সিলেক্ট করা বিষয়টিতে একসাথে দুটি Animation কাজ করবে। আপনি চাইলে একই নিয়মে একটি বিষয়ের উপরে দুই এর অধিক Animation দিতে পারবেন।
Use of Double Animation in a Power Point Slide
উপরের চিত্রে দেখুন, স্লাইডের একটি বিষয়ের উপরে একাধিক Animation দেয়ার কমান্ড গুলো চিহ্নিত করা হল।
আবার ধরুন আপনি কোন স্লাইডে একটি বিষয়ের উপরে যে Animation দিয়েছেন সেই একই Animation অন্য একটি বিষয়ের উপরে দিতে চান। সে ক্ষেত্রে প্রথম Animation কৃত বিষয়টি সিলেক্ট করুন, তারপর Advance Animation গ্রুপের Animation Painter অপশনে ক্লিক করুন। এবার যে বিষয়ের উপরে প্রয়োগ করবেন অর্থাৎ দ্বিতীয় বিষয়টির উপরে ক্লিক করুন, তাহলে দ্বিতীয় বিষয়টিতেও একই রকন Animation কাজ করবে। Preview অপশনে ক্লিক করে সেটি চেক করে নিতে পারেন।
Use of Animation Painter in Power Point Slide
উপরের চিত্রে লক্ষ্য করুন, নতুন একটি বিষয়ের উপরে একই ধরনের Animation Apply করা হয়েছে।
এখানে একটি বিষয় জানা প্রয়োজন, সেটি হল নতুন যে বিষয়ের উপরে পূর্বের ব্যবহৃত Animation ব্যবহার করবেন সেই নতুন বিষয়টি একই স্লাইডে অথবা ভিন্ন কোন স্লাইডেও থাকতে পারে।এছাড়াও আপনি Animation Pain অপশনটি ব্যবহার করে স্লাইড গুলো ইচ্ছা মতো আগে বা পরে Animation effect সাজাতে পারেন।
আমাদের আজকের আলোচনায় আমরা আপনাদের Power Point Slide এ Animation ব্যবহার করতে হয় সে সম্পর্কে ধারণা দেবার চেষ্টা করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন স্লাইডে Animation দিতে চাইলে কোন কমান্ড গুলোর মাধ্যমে স্লাইডে ব্যবহৃত বিষয় গুলোতে Animation ব্যবহার করতে পারবেন। যদি আমাদের প্রচেষ্টা আপনাদের কাজে লাগে তাহলেই আমাদের সার্থকতা, আমাদের উৎসাহিত করতে অবশ্যই পোস্ট গুলোতে লাইক ও কমেন্ট করবেন। অন্যের সাথে শেয়ার করে অন্যকেও জানাতে সাহায্য করুন, এর পাওয়ের পয়েন্টের বিভিন্ন খুঁটিনাটি জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ…
No comments:
Post a Comment