Friday, August 24, 2018

Class - 04 (বাইনারী)

ক্লাস  - ৪     


৪.১ কম্পিউটারের সংগঠন

কম্পিউটার এমন একটি মেশিন যা ডেটা গ্রহণ করে এবং বিভিন্ন অংশের সমন্বয়ে ডেটা প্রসেস করে থাকে। ডেটাগুলো প্রসেসের পর ফলাফল আকারে দেখায়।




(A Simplified Representation of Computer)

কম্পিউটারের সাংগঠনিক অংশগুলোর মধ্যে প্রধান তিনটি অংশ হলো-

১। ইনপুট ডিভাইস

২। প্রসেসিং ইউনিট

৩। আউটপুট ডিভাইস

4.2 Basic Block Diagram of Computer System
৪.৩ সংখ্যা পদ্ধতির প্রকারভেদ ও আলোচনা

আমরা দৈনন্দিন যে হিসাব নিকাশের কাজ করে থাকি তাকে নাম্বার সিস্টেম বলে। মানুষ আদি কাল থেকে পাথরের নুড়ি দ্বারা গণনা শুরু করে। পরে মানুষ ধীরে ধীরে আধুনিক সংখ্যা পদ্ধতির মাধ্যমে গণনা শুরু করে। এ সংখ্যা প্রকাশ করা পদ্ধতি হল সংখ্যা পদ্ধতি। সংখ্যা প্রকাশ করার পদ্ধতি চার প্রকার ঃ

১। ডেসিমাল

২। বাইনারি

৩। অক্ট্যাল ও

৪। হেক্্রাডেসিমাল

ডেসিমাল ঃ যে সংখ্যা পদ্ধতিতে ০ থেকে ৯ এই দশটি অংক ব্যবহার করে সমস্ত সংখ্যা প্রকাশ করা হয় তাকে ডেসিমাল নাম্বারিং সিস্টেম বলে। এর বেজ ১০।



বাইনারি ঃ যে সংখ্যা পদ্ধতিতে ০ এবং ১ এই দুইটি অংক ব্যবহার করে সমস্ত সংখ্যা প্রকাশ করা হয় তাকে বাইনারি নাম্বারিং সিষ্টেম বলে। এর বেজ ২।



অক্ট্যাল ঃ যে সংখ্যা পদ্ধতিতে ০ থেকে ৭ এই আটটি অংক ব্যবহার করে সমস্ত সংখ্যা প্রকাশ করা হয় তাকে অক্ট্যাল নাম্বারিং সিস্টেম বলে। এর বেজ ৮।



হেক্্রাডেসিমাল ঃ যে সংখ্যা পদ্ধতিতে ০ থেকে ৯ এবং A,B,C,D,E,F এই দশটি অংক ব্যবহার করে সমস্ত সংখ্যা প্রকাশ করা হয় তাকে হেক্্রাডেসিমাল নাম্বারিং সিস্টেম বলে। এর বেজ ১৬।



৪.৪ এক পদ্ধতির সংখ্যাকে অন্য পদ্ধতিতে রূপান্তর

ডেসিমাল থেকে বাইনারি

উদাহরন ঃ ডেসিমাল ২৫ ও ৪০ কে বাইনারিতে রূপান্তর কর


   



৬২- অপারেটিং সিস্টেম হচ্ছে-
-মানুষের মসিত্মস্কের বুদ্ধি
৬৩Find কমান্ড কোন মেনুতে থাকে?- -Edit মেনুতে
৬৪কিসে Close কমান্ড দিলে ডাটাবেজের বিদ্যমান ফাইল বন্ধ হয়ে যায়? -File মেনুর Close  কমান্ডদিলে
৬৫নোটপ্যাড এর ব্যবহার নয় কোনটি? -ছবিআঁকা
৬৬উইন্ডোজ -৯৫বাজারেএসেছিল- -১৯৯৫সালের২৫সেপ্টেম্বর
৬৭জন্ম তারিখ হলো একটি- ফিল্ড
৬৮অক্ষরের আকার আকৃতি পরিবর্তনকরতেহয়-
-ফন্ট ডায়ালগ বক্সে
৬৯। মানুষের দেহকে যদি হার্ডওয়্যার ধরা হয় তাহলে সফটওয়্যার কি? উত্তর: প্রাণ।
৭০কম্পিউটারের বুদ্ধি মানুষের চেয়ে- -কম
৭১Binary Digit থেকে উৎপত্তি হয়- -Bit
৭২প্রোগ্রামের মূল লক্ষ্য কী?
-সমস্যার সমেত্মাষজনক সমাধান
৭৩কমপ্লেক্স কম্পিউটারের নক্সা তৈরী করেন-
-. স্টিবিজ
৭৪বিভিন্ন অক্ষরটাইপ করতে কী-বোর্ডের কোথায় চাপ দিতে হয়?-বোতামে
৭৫লেখালেখির জন্য তৈরী ব্যবহারিক প্যাকেজ প্রোগ্রাম কোনটি? -ওয়ার্ডপ্রোসের্সিপ্রোগ্রাম
৭৬যেসব প্রোগ্রাম ব্যবহার করে কম্পিউটারকে ভাইরাস হতে রক্ষা করা হয় তাকে কি বলে?
-এন্টিভাইরাস
৭৭মাইক্রো কম্পিউটারে সবকিছু একত্রে থাকাকে কি বলে? -লজিকবোর্ড
৭৮দুটি কম্পিউটার টেলিফোন লাইনের সাথে সংযুক্তকরে কে?-মডেম
৭৯কম্পিউটার গণনার একক কোনটি? -বাইট
৮০এক্সেল কোন ধরনের প্যাকেজ প্রোগ্রাম?-স্প্রেডশিট


No comments:

Post a Comment