মাল্টিমিডিয়া ট্রেনিং একাডেমী , ঝিনাইদহ
ক্লাশ-০৯
ক্লাশ-০৯
ফাইল ওপেন (Open) করার নিয়ম
পূর্বে Save
করা কোন ফাইল Open করার জন্য -
- Office Button থেকে Open এ ক্লিক করতে হবে।
- Open ডায়ালগ বক্্র আসবে।

ফাইলের তালিকা থেকে যে ফাইল ঙঢ়বহ করতে হবে সেই ফাইল সিলেক্ট করে ঙঢ়বহ বাটন ক্লিক করলে ডকুমেন্ট ওপেন হবে।
নতুন ডকুমেন্টে (New Document) যাওয়ার নিয়ম t
কোন কিছু টাইপ করে ঐ লেখা সেভ করে অথবা সেভ না করেই যদি অন্য একটি নতুন ডকুমেন্টে যাওয়ার প্রয়োজন হয় তাহলে-
- Office
Button
থেকে New ক্লিক।

Blank
Document এ ক্লিক করতে হবে।
ফন্ট (Font)
আমরা যে সকল লেখা কম্পিউটারে ট্ইাপ করে থাকি তা বিভিন্ন ধরনের ফন্ট এর হতে পারে। সুন্দর কাজ করার জন্য কম্পিউটারে বিভিন্ন ধরনের ফন্ট আছে। যেমন- ইংরেজি লেখার জন্য Times New Roman/Arial এবং বাংলা লেখার জন্য Sutonny MJ/Sulekha T/Sutonny II ফন্টগুলো সচরাচর ব্যবহার হয়ে থাকে।
ফন্ট পরিবর্তন করা
ইংরেজি থেকে বাংলা এবং বাংলা থেকে ইংরেজি ফন্ট পরিবর্তন করতে হলে দুইটি অপশন পরিবর্তন করতে হবে।
ইংরেজি থেকে বাংলা এবং বাংলা থেকে ইংরেজি ফন্ট পরিবর্তন করতে হলে দুইটি অপশন পরিবর্তন করতে হবে।
- Font
Select (যেমন- ইংরেজি লেখার জন্য Times New Roman এবং বাংলা লেখার জন্য Sutonny
MJ)
- Interface
পরিবর্তন করার জন্য অর্থ্যাৎ কী-বোর্ড পরিবর্তন (Ctrl+Alt+B চেপে পরিবর্তন করতে হবে)।
ইংরেজি হতে বাংলা করতে হলে-
- Format মেনু হতে Font Click করে Font Tab হতে Sutonny MJ সিলেক্ট করতে হবে।
- Ctrl+Alt+B
চেপে কী-বোর্ড পরিবর্তন করতে হবে। এরপর লিখলে বাংলা লিখা আসবে।
বাংলা হতে ইংরেজি করতে হলে-
- Format মেনু হতে Font Click করে Font Tab হতে Times New Roman সিলেক্ট করতে হবে।
- Ctrl+Alt+B চেপে কী-বোর্ড পরিবর্তন করতে হবে। এরপর লিখলে ইংরেজি লিখা আসবে।
ফন্ট সাইজ পরিবর্তন করা-
কোন লেখাকে বড় বা ছোট করতে হলে-
- প্রথমে ঐ লেখাকে সিলেক্ট করে নিতে হবে।
- Formatting
Toolbar হতে Font Size ড্রপডাউন বক্্ের ক্লিক করে চাহিদা মোতাবেক সংখ্যা সিলেক্ট করলে ফন্ট সাইজ অর্থ্যাৎ লেখার সাইজ পরিবর্তন হবে।
লেখা মোটা (Bold) করা-
লেখাকে বোল্ড করার জন্য-
লেখাকে বোল্ড করার জন্য-
- প্রথমে ঐ লেখাকে সিলেক্ট করে নিতে হবে।
- Formatting
Toolbar হতে B ক্লিক করতে হবে। অথবা Ctrl+B চাপতে হবে।
- পুনরায় উক্ত বোল্ড করা লেখা সিলেক্ট করে Formatting Toolbar এর B
ক্লিক করলে বোল্ড উঠে যাবে।
লেখা বাঁকা (Italic) করা-
লেখাকে ইটালিক করার জন্য-
- প্রথমে ঐ লেখাকে সিলেক্ট করে নিতে হবে।
- Formatting
Toolbar হতে I ক্লিক করতে হবে। অথবা Ctrl+I চাপতে হবে।
- পুনরায় উক্ত বোল্ড করা লেখা সিলেক্ট করে Formatting Toolbar এর I
ক্লিক করলে বোল্ড উঠে যাবে।
১৬১।কি-বোর্ডে কয়টি Alt Key আছে? -২
১৬২।কি-বোর্ডে Windos Key কয়টি? -২
১৬৩।কি-বোর্ডে ESC কয়টি? -১
১৬৪।কি-বোর্ডে Home Key কয়টি? -১
১৬৫।কোন কম্পিউটারকে পার্সোনাল কম্পিউটার বলা হয়? –মাইক্রো কম্পিউটার।
১৬৬।অপারেটিং সিষ্টেম কি নিয়ন্ত্রণ করে থাকে? –পুরো কম্পিউটার সিষ্টেম
১৬৭।কোন কোম্পানি প্রথমে পার্সোনাল কম্পিউটার তৈরী করে? –অ্যাপল।
১৬৮।মেইনফ্রেম কম্পিউটারের ছোট সংস্করণ কোনটি? -মিনিফ্রেম
১৬৯।এনিমেশন শব্দের অর্থ কি? জীবন্ত করা।
১৭০।ই-ফোনকি?- ইন্টারনেট ফোন।
১৭১।পৃথিবীর প্রথম স্বয়ক্রিয় গণনা যন্ত্রের নাম-MARK-1
১৭২।মার্ক-১ এর দৈর্ঘ্য ছিল–৫১ ফুট লম্বা।
১৭৩।রাশিয়ার এ্যাবাকাশকে কী বলা হয়?-স্কোটিয়া
১৭৪।পিডিপি-৮কোন প্রজন্মের কম্পিউটার? -দ্বিতীয়
১৭৫।লাইটপেন হলো এক ধরণের- -ইনপুট ডিভাইস।
১৭৬।কোন ডিক্স সরাসরি ফরমেট করা যায় না।- ফ্লপিডিক্স।
১৭৭। RAM
Cache কিসের অংশ বিশেষ? -RAM
১৭৮।উইন্ডোজ এনটি/২০০০ এর বিটের সংখ্যা হলো- ৩২
১৭৯।কোন প্রজন্মের কম্পিউটারের সঙ্গে মনিটরের প্রচলন শুরু হয়? -তৃতীয় প্রজন্ম।
১৮০।বর্তমান ব্যবহৃত পিসি কোন প্রজন্মে? -চতুর্থ প্রজন্মের।
No comments:
Post a Comment