Thursday, August 23, 2018

Class - 09


মাল্টিমিডিয়া ট্রেনিং একাডেমী , ঝিনাইদহ

ক্লাশ-০৯

ফাইল ওপেন (Open) করার নিয়ম

পূর্বে Save করা কোন ফাইল Open করার জন্য -
  • Office Button থেকে Open এ ক্লিক করতে হবে।
  • Open ডায়ালগ বক্্র আসবে।



ফাইলের তালিকা থেকে যে ফাইল ঙঢ়বহ করতে হবে সেই ফাইল সিলেক্ট করে ঙঢ়বহ বাটন ক্লিক করলে ডকুমেন্ট ওপেন হবে।

নতুন ডকুমেন্টে (New Document) যাওয়ার নিয়ম t

কোন কিছু টাইপ করে ঐ লেখা সেভ করে অথবা সেভ না করেই যদি অন্য একটি নতুন ডকুমেন্টে যাওয়ার প্রয়োজন হয় তাহলে-
  • Office Button থেকে New ক্লিক।
Blank Document এ ক্লিক করতে হবে।

ফন্ট (Font)
            আমরা যে সকল লেখা কম্পিউটারে ট্ইাপ করে থাকি তা বিভিন্ন ধরনের ফন্ট এর হতে পারে। সুন্দর কাজ করার জন্য কম্পিউটারে বিভিন্ন ধরনের ফন্ট আছে। যেমন- ইংরেজি লেখার জন্য Times New Roman/Arial এবং বাংলা লেখার জন্য Sutonny MJ/Sulekha T/Sutonny II ফন্টগুলো সচরাচর ব্যবহার হয়ে থাকে।

ফন্ট পরিবর্তন করা
ইংরেজি থেকে বাংলা এবং বাংলা থেকে ইংরেজি ফন্ট পরিবর্তন করতে হলে দুইটি অপশন পরিবর্তন করতে হবে।
  • Font Select (যেমন- ইংরেজি লেখার জন্য Times New Roman এবং বাংলা লেখার জন্য Sutonny MJ)
  • Interface পরিবর্তন করার জন্য অর্থ্যাৎ কী-বোর্ড পরিবর্তন (Ctrl+Alt+B চেপে পরিবর্তন করতে হবে)।

ইংরেজি হতে বাংলা করতে হলে-
  • Format মেনু হতে Font Click করে Font Tab হতে Sutonny MJ সিলেক্ট করতে হবে।
  • Ctrl+Alt+B চেপে কী-বোর্ড পরিবর্তন করতে হবে। এরপর লিখলে বাংলা লিখা আসবে।
বাংলা হতে ইংরেজি করতে হলে-
  • Format মেনু হতে Font Click করে Font Tab হতে Times New Roman সিলেক্ট করতে হবে।
  • Ctrl+Alt+B চেপে কী-বোর্ড পরিবর্তন করতে হবে। এরপর লিখলে ইংরেজি লিখা আসবে।
ফন্ট সাইজ পরিবর্তন করা-

কোন লেখাকে বড় বা ছোট করতে হলে-

  • প্রথমে ঐ লেখাকে সিলেক্ট করে নিতে হবে।
  • Formatting Toolbar হতে Font Size ড্রপডাউন বক্্ের ক্লিক করে চাহিদা মোতাবেক সংখ্যা সিলেক্ট করলে ফন্ট সাইজ অর্থ্যাৎ লেখার সাইজ পরিবর্তন হবে।

লেখা মোটা (Bold) করা-
লেখাকে বোল্ড করার জন্য-

  • প্রথমে ঐ লেখাকে সিলেক্ট করে নিতে হবে।
  • Formatting Toolbar হতে B ক্লিক করতে হবে। অথবা Ctrl+B চাপতে হবে।
  • পুনরায় উক্ত বোল্ড করা লেখা সিলেক্ট করে Formatting Toolbar এর B ক্লিক করলে বোল্ড উঠে যাবে।

লেখা বাঁকা (Italic) করা-

লেখাকে ইটালিক করার জন্য-

  • প্রথমে ঐ লেখাকে সিলেক্ট করে নিতে হবে।
  • Formatting Toolbar হতে ক্লিক করতে হবে। অথবা Ctrl+I চাপতে হবে।
  • পুনরায় উক্ত বোল্ড করা লেখা সিলেক্ট করে Formatting Toolbar এর I ক্লিক করলে বোল্ড উঠে যাবে।



১৬১কি-বোর্ডে কয়টি Alt Key আছে? -
১৬২কি-বোর্ডে Windos Key কয়টি? -
১৬৩কি-বোর্ডে ESC কয়টি? -
১৬৪কি-বোর্ডে Home Key কয়টি? -
১৬৫কোন কম্পিউটারকে পার্সোনাল কম্পিউটার বলা হয়? –মাইক্রো কম্পিউটার।
১৬৬অপারেটিং সিষ্টেম কি নিয়ন্ত্রণ করে থাকে? –পুরো কম্পিউটার সিষ্টেম
১৬৭কোন কোম্পানি প্রথমে পার্সোনাল কম্পিউটার তৈরী করে? –অ্যাপল।
১৬৮মেইনফ্রেম কম্পিউটারের ছোট সংস্করণ কোনটি? -মিনিফ্রেম
১৬৯এনিমেশন শব্দের অর্থ কি? জীবন্ত করা।
১৭০-ফোনকি?ইন্টারনেট ফোন।
১৭১পৃথিবীর প্রথম স্বয়ক্রিয় গণনা যন্ত্রের নাম-MARK-1
১৭২ার্ক-১ এর দৈর্ঘ্য ছিল৫১ ফুট লম্বা।
১৭৩রাশিয়ার এ্যাবাকাশকে কী বলা হয়?-স্কোটিয়া
১৭৪পিডিপি-কোন প্রজন্মের কম্পিউটার? -দ্বিতীয়
১৭৫লাইটপেন হলো এক ধরণের- -ইনপুট ডিভাইস।
১৭৬কোন ডিক্স সরাসরি ফরমেট করা যায় না।- ফ্লপিডিক্স।
১৭৭RAM Cache কিসের অংশ বিশেষ? -RAM
১৭৮উইন্ডোজ এনটি/২০০০ এর বিটের সংখ্যা হলো- ৩২
১৭৯কোন প্রজন্মের কম্পিউটারের সঙ্গে মনিটরের প্রচলন শুরু হয়? -তৃতীয় প্রজন্ম।
১৮০বর্তমান ব্যবহৃত পিসি কোন প্রজন্মে? -চতুর্থ প্রজন্মের।

No comments:

Post a Comment