¯ মাল্টিমিডিয়া ট্রেনিং একাডেমী
¯ ১০ ক্লাশ
(Clipboard, Font, Paragraph, Styles)
(Clipboard, Font, Paragraph, Styles)
¯ ১০.১.৩ লেখা মাঝখানে (Center) নেয়া
o কোন লখোকে মাঝখানে আনতে হলে-
¯
প্রথমে লেখা সিলেক্ট করতে হবে।

¯
Home রিবন হতে Paragraph এর অধীন Center Align Button Click করতে হবে। অথবা Ctrl+E চাপতে হবে।
¯ ১০.১.২ লেখা ডানে (Right Align) নেয়া
o কোন লেখাকে ডানে আনতে হলে-
¯
প্রথমে লেখা সিলেক্ট করতে হবে।

¯
Home রিবন হতে Paragraph এর অধীন Right Align Button Click করতে হবে। অথবা Ctrl+R চাপতে হবে।
¯ ১০.১.১ লেখা বামে (Left Align) নেয়া
- কোন লেখাকে বামে আনতে হলে-
¯
প্রথমে লেখা সিলেক্ট করতে হবে।

¯
Home রিবন হতে Paragraph এর অধীন Left Align Button Click করতে হবে। অথবা Ctrl+L চাপতে হবে।
¯ ১০.১.৪ লেখা উভয় পার্শ্বে সমান (Justify) করা

¯
Home রিবন হতে Paragraph এর অধীন Justify Button
Click করতে হবে। অথবা Ctrl+J চাপতে হবে।
¯ ১০.২ লেখা কপি (Copy) করা
o
কোন লেখা বার বার ব্যবহার করার পদ্ধতিই হলো কপি করা। সুতরাং কপি করতে হলে-
¯ প্রথমে লেখা সিলেক্ট করতে হবে।
¯
Home রিবন হতে Clipboard এর অধীন Copy কমান্ড ক্লিক করতে হবে। অথবা Ctrl+C চাপতে হবে।
¯
ঐ লেখা যেখানে বসাতে হবে কার্সর সেখানে রেখে পুনরায় Home রিবন হতে Clipboard এর অধীন Paste কমান্ড ক্লিক করতে হবে। অথবা Ctrl+V চাপতে হবে।
¯ ১০.২ লেখা কাট (Cut) করা
o
কোন লেখাকে কেটে এক স্থান হতে অন্য স্থানে নেয়াই হলো লেখা কাট করা । সুতরাং কোন লেখা কেটে অন্য জায়গায় নেয়ার জন্য -
¯ লেখাকে সিলেক্ট করতে হবে।
¯
Edit Menu হতে Cut ক্লিক করতে হবে। অথবা Ctrl+X চাপতে হবে।
¯
ঐ লেখা যেখানে বসাতে হবে কার্সর সেখানে রেখে পুনরায় Edit
Menu হতে
Paste ক্লিক করতে হবে। অথবা Ctrl+V চাপতে হবে।
¯ ১০.৩ বুলেট (Bullet) এর ব্যবহার
o
কোন কিছু টাইপ করার পর প্রতিটি প্যারায় বুলেট করতে হলে-
¯
প্যারা/প্রারাগুলো সিলেক্ট করতে হবে।
¯
Format Menu হতে Bullets and Numbering এ ক্লিক করলে নিম্নের ডায়ালগ বক্্র আসবে।
¯
Bulleted ট্যাব ক্লিক করতে হবে।
¯
ডায়ালগ বক্্র হতে পছন্দনীয় Bullet Style সিলেক্ট করে OK ক্লিক করলে সিলেক্ট করা প্যারা/প্যারাগুলোতে বুলেট হবে।
¯ বুলেট (Bullet) উঠিয়ে দেওয়া
¯
প্যারা/প্রারাগুলো সিলেক্ট করতে হবে।
¯
Format Menu হতে Bullets and
Numbering এ ক্লিক করলে নিম্নের ডায়ালগ বক্্র আসবে।

¯ ডায়ালগ বক্্র হতে None সিলেক্ট করে OK ক্লিক করলে সিলেক্ট করা প্যারা/প্যারাগুলো থেকে বুলেট উঠে যাবে।
No comments:
Post a Comment