মাল্টিমিডিয়া ট্রেনিং একাডেমী, ঝিনাইদহ।
ক্লাশ - ০৭
ক্লাশ - ০৭
৭.১ উইন্ডোজ চালু করে কোন প্রোগ্রামে যাওয়ার নিয়ম ঃ
* Start বাটন ক্লিক করতে হবে।
* Programs
এ ক্লিক করতে হবে।
* Programs
এর অধীনে অবস্থিত অতিরিক্ত প্রোগ্রাম ক্লিক করতে হবে।

৭.২ ফাইল তৈরী করা
* ডেস্কটপ স্ক্রিনের ফাঁকা জায়গায় মাউসের ডান বাটন ক্লিক করতে হবে।
* New এর অধীনে Text Document ক্লিক করতে হবে।
* যে কোন নাম টাইপ করে এন্টার চাপলে একটি ফাইল তৈরী হয়ে যাবে।

৭.৩ ফোল্ডার তৈরী করা ঃ
* ডেস্কটপ স্ক্রিনের ফাঁকা জায়গায় মাউসের ডান বোতাম ক্লিক করতে হবে।
* New এর অধীনে Folder ক্লিক করতে হবে।
* যে কোন নাম টাইপ করে এন্টার চাপলে একটি ফোল্ডার তৈরী হয়ে যাবে।

৭.৪ মিনিমাইজ, মেক্্িরমাইজ ও ক্লোজ বাটন ঃ
কোন প্রোগ্রাম রান করার পর উহা ক্লোজ করার প্রয়োজন হয়। তাছাড়াও কাজ করার ক্ষেত্রে প্রোগ্রাম গুলো মিনিমাইজ ও মেক্্িরমাইজ করার প্রয়োজন হতে পারে।
ক্লাজ বাটন ঃ কোন প্রোগ্রাম রান করার পর উহা বন্ধ করতে হলে এই বাটনের মাধ্যমে বন্ধ করা যাবে।
মেক্্িরমাইজ বাটন ঃ এই বাটন ক্লিক করে প্রোগ্রাম উইন্ডো ছোট/বড় করা যায়।
মিনিমাইজ বাটন ঃ এই বাটন ক্লিক করে কোন প্রোগ্রাম টাস্কবারে রাখা যায়। আবার টাস্কবার থেকে প্রোগ্রাম উইন্ডোতে আনা যায়।
ক্লাজ বাটন ঃ কোন প্রোগ্রাম রান করার পর উহা বন্ধ করতে হলে এই বাটনের মাধ্যমে বন্ধ করা যাবে।
মেক্্িরমাইজ বাটন ঃ এই বাটন ক্লিক করে প্রোগ্রাম উইন্ডো ছোট/বড় করা যায়।
মিনিমাইজ বাটন ঃ এই বাটন ক্লিক করে কোন প্রোগ্রাম টাস্কবারে রাখা যায়। আবার টাস্কবার থেকে প্রোগ্রাম উইন্ডোতে আনা যায়।
৭.৫ ডেস্কটপ স্ক্রিনে আইকন সাজানো t
* ডেস্কটপের ফাঁকা কোন জায়গায় মাউসের ডান বোতাম ক্লিক করতে হবে এবং শর্টকাট মেনু আসবে।
* শর্টকাট মেনুর Arrange
Icons এর সাব মেনু হতে By name ক্লিক করতে হবে।


৭.৬ কোন ফোল্ডার ও ফাইলের নাম পরিবর্তন করা t
* ফোল্ডার/ফাইল সিলেক্ট করে মাউসের ডান বোতাম ক্লিক করতে হবে।
* শর্টকাট মেনু হতে Rename অপশনে ক্লিক করতে হবে।
* পরিবর্তিত নাম টাইপ করে এন্টার কী চাপতে হবে।
৭.৭ কোন ফোল্ডার ও ফাইল মুছা ঃ
ফোল্ডার/ফাইল সিলেক্ট করে Delete কী চাপলে ফোল্ডার/ফাইল মুছে যাবে। মুছে যাওয়া ফোল্ডার/ফাইল রিসাইকেল বিন ফোল্ডারে চলে যাবে।
৭.৮ মুছা ফোল্ডার/ফাইল রিসাইকেল বিন হতে ফেরত আনা ঃ
* রিসাইকেল বিন আইকন ডবল ক্লিক করে ওপেন করতে হবে।
* যে ফোল্ডার/ফাইল ফেরত আনা হবে তা সিলেক্ট করতে হবে।
* ফাইল মেনু হতে রিষ্টোর ক্লিক করলে মুছা ফোল্ডার/ফাইল যথাস্থানে চলে যাবে।
* যে ফোল্ডার/ফাইল ফেরত আনা হবে তা সিলেক্ট করতে হবে।
* ফাইল মেনু হতে রিষ্টোর ক্লিক করলে মুছা ফোল্ডার/ফাইল যথাস্থানে চলে যাবে।
৭.৯ ফোল্ডার/ফাইল রিসাইকেল বিন হতে স্থায়ীভাবে মুছা ঃ
* Recycle Bin আইকন ডাবল ক্লিক করে ওপেন করতে হবে।
* File মেনু হতে Empty Recycle Bin ক্লিক করতে হবে।
* File মেনু হতে Empty Recycle Bin ক্লিক করতে হবে।
৭.১০ কোন ফোল্ডার/ফাইলের প্রোপারটিজ দেখা ঃ
* ফোল্ডার/ফাইল সিলেক্ট করে মাউসের ডান বোতাম ক্লিক করতে হবে।
* শর্টকাট মেনু হতে Properties ক্লিক করতে হবে।
* শর্টকাট মেনু হতে Properties ক্লিক করতে হবে।
৭.১১ হার্ডডিস্কের কোন ফাইল/ফোল্ডার পেন ড্রাইভে কপি করা ঃ
* হার্ডডিস্কের যে ফোল্ডার/ফাইল কপি করব তা সিলেক্ট করে Copy কমান্ড দিতে হবে।
* পেন ড্রাইভটি ওপেন করে পেষ্ট কমান্ড দিতে হবে।
* পেন ড্রাইভটি ওপেন করে পেষ্ট কমান্ড দিতে হবে।
১২১।কম্পিউটার প্রধানত কয় প্রকার?-৩
১২২।ওয়ার্ডপ্রসেসিং প্যাকেজ নয় কোনটি?-ওয়ার্ডপ্রসেসর
১২৩।৫৩D কোন ধরনের সংখ্যা? -হেক্সাডেসিমাল
১২৪।সংখ্যাপদ্ধিতি মোট কত প্রকার? -৪প্রকার
২৫।ফাংশন কি কোন গুলি?- F1-F12
১২৬। 0-09
পর্যমত্ম Key গুলোর নাম কী? – Numeric Key
১২৭।নিচের কোনটি স্পেশাল
Key।- Space bar
১২৮।একটি Antivirus
সফ্টওয়্যারের নাম লিখ?
– Norton
১২৯। MS
word-এ Select All এর শর্টকাট কমান্ড কি? – Ctrl+A
১৩০। LAN
এর পূর্ণ নাম লিখ? – Local Area Network
১৩১। WWW
এর পূর্ণ নাম লিখ?- World Wide- Web
১৩২। Save
কোন মেনুতে রয়েছে?- File
১৩৩।মেনুবারে কয়টি মেনু আছে।–৯টি
১৩৪।Saveএর সর্টকাট কমান্ড লিখ।
-Ctrl+S
১৩৫। MS
word-এ Symbol কোন মেনুতে আছে।– Insert
১৩৬। File
অর্থ কি? –নথিপত্র
১৩৭। Data
Processing কয় প্রকার?-৩
১৩৮।জ্জ্ব কিভাবে লিখতে হয়…–জ্জ্ব
১৩৯। IBM
PC প্রথম বাজারে আসে…- ১৯৮১সালে
১৪০।মাইক্রোসফ্ট উইন্ডোজ 3.1 বাজারে আসে…–১৯৯২সালে
No comments:
Post a Comment