মাল্টিমিডিয়া ট্রেনিং একাডেমী
ক্লাশ-১২-
Header & Footer
Header & Footer
১২.১ পেজ নাম্বার করা
এই কমান্ডের মাধ্যমে ডকুমেন্টের প্রতি পৃষ্ঠার উপরে বা নিচের যে কোন Alignment এ নাম্বার দেয়া যেতে পারে। ডকুমেন্টের সকল পৃষ্ঠার উপরের ডানপাশের নাম্বার দিতে চাইলে-
: Insert
Ribon হতে
Header & Footer এর অধীন Page Number কমান্ডে ক্লিক করলে নিম্নের সাব-মেনু আসবে।

:
সাব মেনু থেকে প্রয়োজনীয় অপশন যেমন : Top Of Page,
Bottom of Page, Page Margin, Current Position সিলেক্ট করতে হবে।
১২.২ পেজ নাম্বার মুছা
:
Header অথবা Footer (পেজ এর উপর বা নিচ) এ প্রয়োগকৃত পেজ নাম্বার এর উপর ডাবল ক্লিক করতে হবে।
:
পৃষ্ঠা নাম্বার Select করে Delete
Key চেপে পৃষ্ঠা নাম্বার মুছতে হবে এবং শেষে Design Ribon এর Close Header and Footer ক্লিক করতে হবে।

১২.৩ পৃষ্ঠার উপরে শিরোনাম দেয়া (Page Header)
কোন ডকুমেন্টের প্রতি পৃষ্ঠায় শিরোনাম বা হেডার হিসাবে কিছু লিখে রাখতে চাইলে-
: ডকুমেন্টে কার্সর রেখে Insert Ribon হতে Header & Footer এর অধীন Header কমান্ডে ক্লিক করলে চিত্রের ন্যায় সাব-মেনু আসবে। সেখান থেকে পছন্দনুযায়ী অপশন সিলেক্ট করতে হবে।
:
Header হিসাবে যা লিখতে চাই তা টাইপ করতে হবে।
:
শেষে Design Ribon এর Close Header and Footer
ক্লিক করতে হবে।

:
Footer হিসাবে যা লিখতে চাই তা টাইপ করতে হবে।
: শেষে Design Ribon এর Close Header and Footer
ক্লিক করতে হবে।
১২.৫ হেডার/ফুটার মুছা
: Insert
Ribon হতে
Header & Footer এর অধীন Header অথবা
Footer কমান্ডে ক্লিক করলে উপরের চিত্রের ন্যায় সাব-মেনু আসবে।
:
সেখান থেকে Remove Header অথবা Remove Footer এ ক্লিক করতে হবে।
১২.৬ ট্যাব সেট করা
কোন ডকুমেন্ট টাইপ করার সময় যদি টেবিল তৈরি না করে টেবিলের মত কলাম করে কিছু লিখতে হলে অথবা লাইনগুলো সোজা আকারে লিখতে হলে Tab Setting করে লিখতে হয়।
ডকুমেন্টে ১", ২.৫", ৪" পর পর কলাম করে লিখতে হলে-
: Ruler এর উপর মাউস এর ডাবল ক্লিক করলে নিম্নের ন্যায় ডায়ালগ বক্্র আসবে।

২২১।পেন ড্রাইভ প্রথম কখন বাজারে আসে?
- ২০০০ সালে।
২২২।গেমস খেলার জন্য আলাদা পোর্টথাকে কোথায়?-গ্রাফিক্সকার্ডে
২২৩।কত সালে প্রথম হার্ডডিক্স তৈরী হয়?
– ১৯৫৬ সালে।
২২৪।কম্পিউটারের ভাষায় কয়টি অক্ষর আছে? –২টি
২২৫।পেনড্রাইভ এর অপর নাম কি? ফ্লাশ ড্রাইভ।
২২৬।১৯৮৩ সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষার বাহিনীর ওয়েবসাইটে ঢুকে পড়া হ্যাকারের বয়স কত ছিল?
-১৯বছর।
-১৯বছর।
২২৭।বিশ্বের বৃহত্তম মুক্ত জ্ঞান ভান্ডার কোনটি? -উইকিপিডিয়া
২২৮।কেউ যদি অপরের ওয়েবসাইটে ঢুকে কোন কিছু ক্ষতি না করে ফিরে আসে তাকে কী বলা হয়?
হোয়াইট হ্যাট হ্যাকার।
২২৯। Melissa ভাইরাস কবে কম্পিউটার ওয়ার্ল্ডকে আক্রমন করে? -১৯৯৯সালে।
২২৯। Melissa ভাইরাস কবে কম্পিউটার ওয়ার্ল্ডকে আক্রমন করে? -১৯৯৯সালে।
২৩০। Melissa-
এর আক্রমনের ভয়ে কোন কোম্পানি তাদের ই-মেইল সার্ভার বন্ধ রাখে?
-Microsoft.
২৩১। Melissa
Virus তৈরী করেন কে? –ডেভিডস্মিথ
২৩২। Melissa
Virus তৈরীর অপরাধে ডেভিড স্মিথের কী সাজা হয়েছিল? –১০বছরের জেল?
২৩৩। Mydoom
Worm কি? –কম্পিউটার ভাইরাস।
২৩৪।২০০৪ সালে কোন কম্পিউটার ভাইরাস টি সাইবার জগৎ কে ব্যাপক ক্ষতি সাধন করে?
– Mydoom Worm
২৩৫। Mydoom
Worm কম্পিউটার ভাইরাস একসাথে কয়টি কম্পিউটার কে আক্রমন করে?-২,৫০,০০০।
২৩৬।কেউ যদি অপরের ওয়েবসাইটে ঢুকে তারওয়েবসাইট এলো-মেলো করে ফেলে তাকে কী বলা হয়?
-ব্লাক হ্যাট হ্যাকার।
২৩৭।অন্যের ওয়েব সাইটের গোপন অংশে অবৈধ ভাবে ঢুকে পড়াকে কী বলা হয়?-হ্যাকিং
২৩৮।ইন্টারনেট থেকে কোনো তথ্য কপি করে হুবহু নিজের মতো চালিয়ে দেওয়াকে কী বলা হয়?
– পেস্নজারিজম।
২৩৯।কম্পিউটার ভাইরাস কি?-এক ধরণের প্রোগ্রাম।
২৪০।সর্বপ্রথম প্রবর্তিত বাংলা লেখা সফটওয়্যারের নাম কি? -শহিদ লিপি।
No comments:
Post a Comment