Thursday, August 23, 2018

Class - 16

মাল্টিমিডিয়া ট্রেনিং একাডেমী, ঝিনাইদহ
ক্লাশ-১৬

১৬.১ কোন টেবিলকে অটোফরমেট করা (Auto Format)

         কোন টেবিল তৈরি করার পর টেবিলটিকে অটো ডিজাইন করার জন্য
: টেবিলটি সিলেক্ট করতে হবে।
: Insert রিবন Table ক্লিক করলে একটি সাব মেনু ওপেন হবে।
: সাব-মেনু থেকে Quick Table এর অধীন যে কোন অপশন এ ক্লিক করলে অপশন অনুযায়ী টেবিল ফরমেট হবে।

১৬.২ একটি টেবিলকে ভাগ করা (Split Table)

          যে রো থেকে টেবিল ভাগ করবো সেই রো এর যে কোন স্থানে কারসর রেখে-
: Layout রিবন এর  Megre এর অধীন Split Table ক্লিক করলে টেবিলটি ভাগ হয়ে যাবে।

১৬.৩ টেবিলের সারি/কলাম/সেলকে Select বা Block করা

         টেবিলের একটি সারি/কলাম/সেলকে সিলেক্ট করার জন্য কারসর কে ঐ সারি/কলাম/সেলে রেখে
: Layout রিবন এর  Table এর অধীন Select ক্লিক করে প্রয়োজনীয় সারি/কলাম/সেল/টেবিল বøক করা যাবে।

১৬.৪ টেবিলে সূত্রের সাহায্যে যোগফল বের করা

         টেবিলে সূত্রের সাহায্যে বিভিন্ন গাণিতিক যোগ সহজে করা যায়। নিম্নে একটি টেবিল তৈরি করে সূত্র ব্যবহার করে যোগ করার পদ্ধতি দেখানো হলো।

Name
Basic
H_Rent
Medical
Total
Mobin
4500
2200
500

Mukta
3400
1700
500

Rashida
4560
2230
500

Hasan
6000
2500
500


: উপরের ন্যায় টেবিলটি তৈরি করুন।
: টেবিলের ডান পাশে Total সেলের নিচে কারসর রাখুন।
: Layout wieb Gi  Data এর অধীন Formula ক্লিক করলে নি¤েœর ডায়ালগ বক্স আসবে। যাবে।

: Ok বাটন ক্লিক করলে টোটালের নিচের সেলে ঐ রো’এর যোগফল বের হবে।


১৬.৫ ফাইন্ড (Find)
: WKz‡g‡›Ui cÖ_‡g G‡m Home রিবন এর Editing এর অধীন Find এ ক্লিক করুন। পর্দায় Find ডায়ালগ বক্্র আসবে।

 : Find What : বক্্ের যে ওয়ার্ড ফাইন্ড করতে হবে তা লিখতে হবে। বকে&ª Dhaka লিখুন।
: Find Next এ ক্লিক করলে ডকুমেন্টের যেখানে Dhaka লিখা আছে সেখানে কার্সর গিয়ে থেমে যাবে।
: আবার Find Next ক্লিক করলে ডকুমেন্টের পরের Dhaka খুজে বের করবে, এভাবে শব্দ খুঁজা সমাপ্ত হলে পর্দায় বার্তা আসবে। Ok বাটন ক্লিক করুন।

১৬.৬ রিপ্লেস (Replace)

ডকুমেন্টের কোন শব্দকে খুঁজে বের করে অন্য শব্দ দ্বারা প্রতিস্থাপন করার জন্য এ কমান্ড অপশনটি ব্যবহার করা হয়।
: ডকুমেন্টের উপরে চলে আসুন।
: ডকুমেন্টের প্রথমে এসে Home রিবন এর Editing এর অধীন Find এ ক্লিক করুন। পর্দায় Find ডায়ালগ বক্্র আসবে। Replace ট্যাবে ক্লিক করুন।


     : Find What : টেক্্রট বক্্ের Dhaka টাইপ করুন।
: Replace With : টেক্্রট বক্্ের Jhenaidah টাইপ করুন।
: Replace বাটনে ক্লিক করলে Dhaka লেখা শব্দটি Jhenaidah দ্বারা প্রতিস্থাপিত হবে।
: Replace All এ ক্লিক করলে সকল Dhaka লেখা শব্দটি Jhenaidah দ্বারা প্রতিস্থাপিত হবে।






?
উঃ- প্রকার।
৩০২।সবচেয়েশক্তিশালীকমপিউটারহলÑ
উঃ- সুপারকমপিউটার।
৩০৩।বাংলাদেশেকয়টিসুপারকমপিউটাররয়েছে?
উঃ- একটিওনয়।
৩০৫বাংলাদেশেরপ্রথমকম্পিউটারটিকিছিল?
উঃ-
মেইনফ্রেম।
৩০৬।মাইক্রোশব্দেরঅর্থকী?
উঃ- ুদ্র।
৩০৭।পি.সি (P.C) শব্দেরঅর্থকি?
উঃ- পার্সোনালকমপিউটার।
৩০৮PDA কোনধরনেরকমপিউটার?
উঃ-
মাইক্রোকমপিউটার।
৩০৯।চার্লসব্যাবেজকোনযন্ত্রতৈরিকরেন?
উঃ- িফারেন্সইঞ্জিন।
৩১০সর্বপ্রথমবাণিজ্যিকভিত্তিতেতৈরিইলেকট্রনিককমপিউটারকি?
উঃ-
ইউনিভ্যাক।
৩১১।প্রথমমাইক্রোপ্রসেসরতৈরিকরেকোনপ্রতিষ্ঠান?
উঃ- অ্যাপল।
৩১২।কমপিউটারেরপ্রজন্মকয়টি?
উঃ- টি।
৩১৩।কমপিউটারেরসথেঅন্যসকলইলেকট্রোনিকযন্ত্রেরসবচেয়েবড়পার্থক্যকি?
উঃ- প্রোগ্রামিংযন্ত্র।
৩১৪কমপিউটারেরপ্রধানবৈশিষ্টকয়টি?
উঃ-
টি।
৩১৫।বর্তমানযুগকেকীবলাহয়?
উঃ- তথ্যপ্রযুক্তিরযুগ।
৩১৬।কমপিউটারেরকাজকরারগতিহিসাবকরাহয়কীহিসেবে?
উঃ- ন্যানোসেকেন্ডে।
৩১৭মিলিসেকেন্ডেসেকেন্ডেরএকভাগেরসমানকত?
উঃ- একহাজার।
৩১৮ন্যানোসেকেন্ডহলএকসেকেন্ডেরকতভাগ?
উঃ- একশতকোটিভাগেরএকভাগসময়।
৩১৯কমপিউটারেভুলফলাফলপ্রদর্শনকরলেকিবুঝতেহবে?
উঃ-
ডাটাইনপুটকরাভুলহয়েছে।
৩২০ন্যানোসেকেন্ড = কতসেকেন্ড?
উঃ-
সে.




No comments:

Post a Comment