Thursday, August 23, 2018

Class - 14

মাল্টিমিডিয়া ট্রেনিং একাডেমী,
MICROSOFT WORD : HOME, INSERT, DESIGN, PAGE LAYOUT, REFERENCES, MAILING, REVIEW, VIEW, ADD-INS
ক্লাশ-১৪

১৪.১ টেক্্রট বক্্েরর মধ্যে লেখা (Text Box)

অনেক সময় দেখা যায় ডকুমেন্টের যে স্থানে কার্সর নিয়ে যাওয়া সম্ভব নয় অথচ সেখানে কোন কিছু লেখা প্রয়োজন হয়ে পড়ে সেক্ষেত্রে Text Box বাটন ব্যবহার করে লেখা সম্ভব হয়। এ ক্ষেত্রে...
: Insert রিবন Text এর অধীন Text Box বাটন ক্লিক করতে হবে।
: মাউস ড্রাগ করে Box তৈরী করে উক্ত বক্্ের লেখা যাবে। লেখাযুক্ত টেক্্র বক্্রটি সিলেক্ট করে লেখাসহ বক্্রটিকে বিভিন্ন স্থানে সরানো যাব্।ে
১৪.২ লেখার রঙ পরিবর্তন করা

Home রিবন এর Font এর অধীন Font Color : লেখার বামের ডাউন অ্যারো বাটনে ক্লিক করলে কালার বক্্র আসবে। কালার বক্্র থেকে রঙ নির্বাচন করে ফন্টের রঙ পরিবর্তন করা যায়। ফন্টের রঙ সাধারণত কালো থাকে। কালার প্রিন্টারে রঙিন করে প্রিন্ট করার জন্য কিংবা কালার মনিটরে শুধুমাত্র দেখার জন্য ফন্টের রঙ পরিবর্তন করা হয়। যে লেখার রঙ পরিবর্তন করা দরকার সে লেখাগুলো সিলেক্ট করে নিতে হবে।
: প্রথমে লেখা সিলেক্ট করতে হবে।
: Home রিবন এর Font এর অধীন Font Color এর ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করতে হবে। তারপর প্রয়োজনীয় কালার সিলেক্ট করতে হবে।
১৪.৩ ফন্ট কেইস পরিবর্তন করা
কীবোর্ডের Caps Lock কী-অফ করে লিখলে লিখা ইংরেজী ছোট হাতের এবং অন করে

লিখলে লেখা ইংরেজী বড় হাতের হয়। এম এস ওয়ার্ডে এরূপ আপার কেইস ও লোয়ার কেইস ছাড়াও
এ দুটির কম্বিনেশনে কেইস পরিবর্তন করা যায়।
: Home রিবন এর Font এর অধীন Change
Case এ ক্লিক করুন। পর্দায় Change Case
উইন্ডো আসবে।
: Sentence Case সিলেক্ট করলে প্রতিটি

বাক্যের প্রথম অক্ষর ক্যাপিটাল হবে।
: lowercase অপশনটি নির্বাচন করে Ok করলে

নির্বাচিত টেক্্রট এর সব অক্ষর ইংরেজী ছোট হাতের হয়ে যাবে।
: UPPERCASE অপশনটি নির্বাচন করে Ok করলে নির্বাচিত টেক্্রট এর সব অক্ষর ইংরেজী বড় হাতের হয়ে যাবে।
: Title Case অপশনটি নির্বাচন করে Ok করলে নির্বাচিত টেক্্রট এর সব শব্দের প্রথম অক্ষর ইংরেজী বড় হাতের হয়ে যাবে।
: tOGGLE cASE অপশনটি নির্বাচন করে OK করলে নির্বাচিত টেক্্রটের সব শব্দের প্রথম অক্ষর ইংরেজী ছোট হাতের ও অন্যান্য অক্ষর বড় হাতের হবে।
১৪.৪ সমীকরন সংযোজন করণ (Equation Editor)
          কী-বোর্ডের মাধ্যমে টেক্্রট বা বিশেষ চিহ্ন ডকুমেন্টে সংযোজন করা যায়। কিন্তু গাণিতিক ফর্মূলা কিংবা সমীকরণ কী-বোর্ডের মাধ্যমে সংযোজন করা যায় না । এজন্য ইকুয়েশন প্রোগ্রাম ব্যবহার করে গাণিতিক সমীকরণের সমস্যা সমাধান করা যায়। ইকুয়েশন প্রোগ্রাম ওপেন করে নিম্নে ন্যায় একটি সমীকরণ লেখার উদাহরণ দেয়া হলো-লেখার জন্য

·      


Insert রিবন থেকে Symbols এর অধীন Equation ক্লিক করলে নিম্নের ন্যায় ডায়ালগ বক্্র আসবে।
·      উপরের ইকুয়েশন টুলবার থেকে প্রয়োজনীয় টুলস ব্যবহার করে ইকুয়েশনটি লিখতে হবে।
১৪.৫ ভুল বানান এবং বাক্য সংশোধন (Spelling & Grammer) 
ডকুমেন্টে ইংরেজি টাইপ করলে এবং তা কম্পিউটারের ভাষায় ভুল হলে ঐ শব্দের নিচে লাল দাগ দেখা দিয়ে থাকে। এক্ষেত্রে মেনুর মাধ্যমে সংশোধন করতে হলে-
·      প্রথমে কারসর রেখে Reviw রিবন এর Proffing এর অধীন Spelling & Grammer ক্লিক করলে নিম্নের ডায়ালগ বক্্র আসবে।
·      কম্পিউটার ডিকশোনারি অনুযায়ী ওয়ার্ড এর বানান ভুল থাকলে ঐ শব্দের পরিবর্তে সাজেশন বক্্ের কিছু শব্দ দেখা যাবে। এখন ঐ শব্দ পরিবর্তন করতে চাইলে বক্্েরর মধ্রেকার সঠিক শব্দকে সিলেক্ট করে Change ক্লিক করতে হবে।
·      একই জাতীয় শব্দ এক সাথে পরিবর্তন করতে চাইলে Change All ক্লিক করতে হ্েব।
·      কোন শব্দের বানান ঠিক থাকা সত্তে¡ও ভুল ধরলে ঐ শব্দকে পাশ কাটানোর জন্য Ignore এবং ঐরূপ একই জাতীয় শব্দ থাকলে Ignore All ক্লিক করতে হবে।


=================================================================


২৬১বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটারের নাম কি
      উঃ আইবিএম -১৬২০  সিরিজ।

২৬২। বাংলাদেশে প্রথম মেইন ফ্রেম কম্পিউটার কোথায় অবস্থায় করা হয়
      উঃ বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে।

২৬৩মাইক্রোসফট কি
      উঃ কম্পিউটার সফট্ওয়্যারজগতেনামকরাপ্রতিষ্ঠান।

২৬৪এনালগ ও ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে গঠিত  হয়
      উঃ হাইব্রিড কম্পিউটার

২৬৫‘CIH’ভাইরাস কত তারিখে কম্পিউটারে বিশ্বব্যাপী বিপর্যয় সৃস্টি করে?               : ২৬এপ্রিল১৯৯৯

২৬৬কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা কোনটি? উঃ ADA

২৬৭Which one is a graphics software? উঃ Adobe Photoshop.

২৬৮এক কিলোবাইটের বিটের সংখ্যা কত? উঃ 1024 byte

২৬৯Web Page কি
       উঃ সার্ভারে রাখা ফাইল।

২৭০। HTTP এর পূর্ণরূপ কি 
      উঃ hyper text transfer protocol.
২৭১। চার্লস ব্যাবেজকে কিসের জনক বলা হয়?
উঃ-
কমপিউটারের।
২৭২।ইনপুট ও আউটপুট কে সংক্ষেপে কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়?
উঃ- I/O
২৭৩।নিয়ন্ত্রণ ইউনিট কে কি বলে?
উঃ- Control Unit
২৭৪কার্যনীতির ভিত্তিতে কমপিউটারের শ্রেণি বিভাগ কয়টি ও কি কি?
উঃ-
তিনটি যথাঃক) অ্যানালগ।খ) ডিজিটাল) হাইব্রিড।
২৭৫কমপিউটার শব্দের  উৎপত্তি কোন শব্দ থেকে ?
উঃ-
কম্পুটার
২৭৬। কয়েকটি ইনপুট ডিভাইস লিখ।
উঃ- কী-বোর্ড, মাউস, স্ক্যানার, ডিজিটালক্যামেরাইত্যাদি।
 
২৭৭।কয়েকটি আউটপুট ডিভাইস লিখ।
উঃ- প্রিন্টার, প্লটার, মনিটর, প্রজেক্টরইত্যাদি।
২৭৮।কমপিউটার শব্দের অর্থ কী?
উঃ- গণনাকরা।
২৭কী-বোর্ডের কন্ট্রোল কী-র সংখ্যা কয়টি?
উঃ- টি।
২৮০।মাউসের কিক বলতে কী বুঝায়?
উঃ- মাউসের বাম বোতাম চাপা।
=================================================================

No comments:

Post a Comment