Thursday, August 23, 2018

Class - 20

 মাল্টিমিডিয়া ট্রেনিং একাডেমী, ঝিনাইদহ
ক্লাশ-(২০-২১)

টাইপ শিক্ষণ পদ্ধতি t
এম.এস.ওয়ার্ড প্রোগ্রামে প্রবেশ করে খালি পর্দায় টাইপ প্র্যাকটিস করুন। কম্পিউটারে কোন ডকুমেন্ট টাইপ করতে হলে কীবোর্ডের দিকে না তাকিয়ে ডকুমেন্ট দেখে দেখে আপনাকে টাইপ করতে হবে তাই কীবোর্ডের কীগুলোর বিন্যাস মুখস্ত জানা থাকতে হবে। নিচের দেয়া Lesson গুলো ধাপে ধাপে প্রাকটিস করুন। তাহলে আপনি অনায়াসেই না দেখে দ্রæতগতিতে টাইপ করতে পারবেন।

Lesson :1

কীবোর্ডের মধ্য সারি কীগুলোর উপর আপনার দুহাত আলতোভাবে রাখুন। ডান হাতের কাণী আংগুল ; লিখা কীতে তার পরের আংগুলগুলো ধারাবাহিকভাবে L K J কীগুলোর উপরে রাখুন। একইভাবে বামহাতের কাণী আংগুল কীগুলোর উপরে রাখুন। একইভাবে বামহাতের কাণী আংগুল S D F এর উপর রাখুন।

বাম হাত
ডান হাত
a s d f g
; l k j h
g f d s a
h j k l ;

এভাবে উপরের কীগুলো মোটামুটি মুখস্ত হলে কী-র দিকে না তাকিয়ে নিচের লিখাগুলো টাইপ করুন
as, add, slad, salad, shall, hall, ask, kajal, jalal, flags, dash, has, flasks, dhaka, khalada,

যদি প্রথম অক্ষর বড় হাতের এবং পরের সব ছোট হাতের লিখতে চান তাহলে Shift লিখা কী চেপে ধরে যে অক্ষরটি বড় হাতের চান তা টাইপ করুন। (হাতের কনিষ্ঠা আংগুল একটু বাড়িয়ে Shift কী চেপে ধরা শিখুন এবং নিচের লিখাগুলো টাইপ করুন)-
As, Add, Slad, Asad, Salad, Shall, Hall, Ask, Kajal, Flags, Dash, Has, Flasks, Flag, Dhaka, Alsh, Das, Jalal, Khalada, Halal,

Lesson :2

মনে রাখবেন, সব সময় হাতের আংগুলগুলো কীবোর্ডের মধ্যম সারিতেই (asdf....) রেখে আংগুলগুলো উপর নিচ করে কীবোর্ডের অন্যান্য কীগুলো টাইপ করে সেগুলোর বিন্যাস মুখস্ত করতে হবে। যেমন ঃ আপনার বাম হাতের কনিষ্ঠা আংগুj লিখা কী স্পর্শ করে আছে। আংগুলটি উপরে বাড়িয়ে লিখা কী চেপে টাইপ করতে হবে। এভাবে অন্যান্য আংগুলগুলো বাড়িয়ে নিচের কী চেপে কী-র অবস্থান মুখস্ত করুন।

বাম হাত
ডান হাত
q w e r t
p o i u y
t r e w q
y u i o p
কীগুলোর অবস্থান মুখস্ত হলে কী না দেখে নিচের লিখাগুলো টাইপ করুন t
we, wert, owert, your, youp, tree, treep, poit, report, popy, onil, one, row, owert, rew, yourt, tropy,
Shift চেপে অনুরূপভাবে উপরের লিখাগুলোর প্রথম অক্ষর বড় হাতের করে পুনরায় টাইপ করুন।
Lesson :3
পূর্বের Lesson যদি সম্পূর্নভাবে সম্পন্ন করে থাকেন তাহলে এ Lesson টি অনুশীলন করুন । দ্রুত কোন কাজেই সফলতা আসে না। ধৈর্যের সাথে অনুশীলন করুন ।

আপনার হাতের আংগুল কিন্ত কীবোর্ডের মধ্যম সারিতেই থাকবে। বাম হাতের কনিষ্ঠা আংগুল তে আছে। আংগুল নিচের দিকে বাড়িয়ে লিখা কী চেপে টাইপ করুন । একইভাবে দুই হাতের অন্যান্য আংগুলগুলো নিচের দিকে বাড়িয়ে অন্যান্য কী চেপে টাইপ করুন অর্থ্যাৎ
বাম হাত
ডান হাত
z x c v
b n m , .
v c x z
. , m n b

কীগুলোর অবস্থান মুখস্ত হলে কী না দেখে নিচের লিখাগুলো টাইপ করুন t
zxcm, mvn, vcxz, bcxz, bcx, zvmn, vcxz, ncm, xcv, mbxc, mxczG
Shift চেপে অনুরূপভাবে উপরের লিখাগুলোর প্রথম অক্ষর বড় হাতের করে পুনরায় টাইপ করুন ।






৩৮১। কোনটি ফাংশন কী ?
উঃ- F10.
৩৮২। মাইক্রো কমপিউটার হল———-
উঃ- ড্রাইভ ফোল্ডার।
৩৮৩। সফটওয়্যার কী?
উঃ-
এক বা একাধিক প্রোগ্রামের সমষ্টি।
৩৮৪BIOS কী ?
উঃ- একটি ফার্মায়্যার।
৩৮৫। তৃতীয় প্রজন্মর কমপিউটারের বৈশিষ্ট্য কী?
উঃ I.C.
৩৮৬। আকার ও আকৃতি অনুসারে কমপিউটার কত প্রকার ?
উঃ- চার প্রকার।
৩৮৬। আই.বি.এম ১৬২০ কমপিউটারটি কী ধরনের কমপিউটার ?
উঃ- মেইনফ্রেম কমপিউটার
৩৮৭। কোনটিকে রিডরেঞ্জ কমপিউটার বলা হয় ?
উঃ- মিনিফ্রেম কমপিউটার।
৩৮৮। কমপিউটার সংগঠন বা হার্ডওয়্যারের প্রধান অংশ কয়টি?
উঃ-  তিনটি।
৩৮৯। কেন্দ্রীয় প্রকৃয়াকরণের অংশগুলি কীকী?
উঃ- মেমোরি,লজিকইউনিট, কন্ট্রোল ইউনিট ইত্যাদি।
৩৯০। প্রথম গণনা যন্ত্রের নাম কী?
উঃ- অ্যাবাকাস।
৩৯১। পৃথিবীর প্রথম স্বয়ংক্রিয় গণনা যন্ত্রের নাম কী?
উঃ- MARK-1
৩৯২। মার্ক-১ এর দৈর্ঘ ছিল ?
উঃ-
৫১ফুটলম্বা।
৩৯৩। সংরতি প্রোগ্রামের ধারণা দেন কে?
উঃ- .জন ভন নিউম্যান।
৩৯৪। সর্বপ্রথম বাণিজ্যিক ভিত্তিতে তৈরি ইলেকট্রনিক কমপিউটার কোনটি?
উঃ- ইউনিভ্যাক।
৩৯৫। আমাদের দেশে কত সালে কপিরাইটার আইন প্রণয়ন করা হয়।
উঃ- ১৯৬২সালে।
৩৯৬। সিস্টেম সফ্টওয়্যার কত প্রকার?
উঃ-  
প্রকার।
৩৯৭। মিডিয়াপ্লেয়ার সফ্টওয়্যার কত প্রকার?
উঃ- ২ প্রকার।
৩৯৮
। কর্যগত দিক থেকে কমপিউটারের সফ্টওয়্যারকে কতভাগে ভাগ করা যায়?
উঃ-
৩ ভাগে।
৩৯৯। সফ্টওয়্যার কত প্রকার ?
উঃ- ২ প্রকার।
৪০০
। ডাটাবেজ সংক্রান্ত সফ্টওয়্যার কোনটি?
উঃ- D Base.


No comments:

Post a Comment