মাল্টিমিডিয়া ট্রেনিং একাডেমী
ক্লাশ-১৩
Page Border, Shading, Picture
১৩.১ পৃষ্ঠায় বর্ডার করা (Page Border
কোন লেখার/পৃষ্ঠার চারদিকে বর্ডার করার জন্য-
: প্রয়োজনীয় লেখা/পৃষ্ঠাকে সিলেক্ট করতে হবে।
:
Page Layout রিবন এর Page Background এর অধীন Page
Borders ক্লিক করলে নিম্নের ন্যায় অপশন বক্্র আসবে।

:
Page Border ট্যাব সিলেক্ট করে Box Buttons ক্লিক করতে হবে।
:
Ok ক্লিক করলে পৃষ্ঠায় বর্ডার হয়ে যাবে।
১৩.২ লেখা শেডিং করা (Shading)
কোন লেখাকে Shading অর্থ্যাৎ লেখার মাঝে Shade (ছায়া) দেয়ার জন্য-
: লেখা/পৃষ্ঠা সিলেক্ট করতে হবে।
:
Page Layout রিবন এর Page Background এর অধীন Page
Borders ক্লিক করতে হবে।
:
Shading ট্যাব ক্লিক করে Patern Style সিলেক্ট করতে হবে।
:
Apply to বক্্র থেকে Text বা Paragraph
সিলেক্ট করতে হবে।
:
Ok ক্লিক করলে লেখা/পৃষ্ঠায় Shade (ছায়া) হয়ে যাবে।
১৩.৩ ডকুমেন্টে ছবি (Picture) সংযোজন
ডকুমেন্টের যেখানে ছবি সংযোজন করবো সেখানে কার্সর রেখে-
: Insert
রিবন এর Illustrations এর অধীনে Clip Art বাটন ক্লিক করতে হবে।
তাহলে নিম্নের ন্যায় ডায়ালগ বক্্র আসবে। (চিত্র-১)
: Clip
Organizer এ ক্লিক করতে হবে। তাহলে নিম্নের ডায়ালগ বক্্র আসবে। (চিত্র-২)


:
Office Collection এর অধিন যেকোন Sub Folder এ ক্লিক করলে ডানপাশে বিভিন্ন ছবি প্রদর্শিত হবে।
:
তারপর Picture এর ড্রপডাউন মেনুতে ক্লিক করে Copy কমান্ডে ক্লিক করে উইন্ডো ক্লোজ করে দিতে হবে।
:
যেখানে Picture নিয়ে আসতে চান সেখানে কার্সর নিয়ে এসে Paste
Command- ctrl+V চাপতে হবে।

২৪১।শহিদ লিপি সফটওয়্যার কত সালে প্রবর্তন করা হয়? –১৯৮৫ সালে।
২৪২।এলাইনমেন্ট কয় ধরণের ?- ৪ ধরণের।
২৪৩।একটি কী-বোর্ডে কয়টি ফাংশন কী-থাকে?- ১২টি।
২৪৪।দুটি বর্ণ পরস্পরকে যুক্ত করতে সংযোগ কারী মধ্যবর্তী‘‘Key”কোনটি? -G
২৪৫।বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অনুমোদিত বাংলা কী-বোর্ড লেআউট এর নাম কী? -ন্যাশনাল কী-বোর্ড।
২৪৬।মাইক্রোসফট ওয়ার্ড চালুর সাথে সাথে স্বয়ংক্রিয় ভাবে কোনটি খোলে? –নতুন ডকুমেন্ট।
২৪৭।অভ্র কত সালে প্রবর্তিত হয়? -২০০৭ সালে।
২৪৮।ইংরেজি U বাটন দ্বারা বিজয় বাংলা কী-বোর্ডে কী লেখা যায়? –জওঝ
২৪৯।উইকিপিডিয়া তৈরী করেন কে?-সারা বিশ্বের মানুষ
২৫০।জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট কোনটি? - www.nu.edu.bd
২৫১।কম্পিউটার কে আবিস্কার করেন?- উঃ হাওয়ার্ড এইকিন।
২৫২।বিশ্বের প্রথম কম্পিউটারের নাম কি? উঃ ENIAC
২৫৩।বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেক্ট্রনিক কম্পিউটারের নাম কি? উঃ UNIVAC
২৫৪।প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম কি? উঃ Mark-1
২৫৫।প্রথম তৈরি পার্সোনাল কম্পিউটারের নাম কি? উঃএ্যালটেয়ার৮৮০০।
২৫৬।প্রথম মিনি কম্পিউটারের নাম কি? উঃপিডিপি-১
২৫৭।মিনি কম্পিউটারের জন্ম দাতা কে? উঃকেনেথ এইচ ওল সেন।
২৫৮।মানব মসিত্মষ্কের কোন বৈশিষ্ট্য কম্পিউটারে নেই? উঃবুদ্ধি বিবেচনা।
২৫৯।পাম টম কি? উঃএক ধরণের ছোট কম্পিউটার।
২৬০।বিশ্বের প্রথম ও একমাত্র কম্পিউটার যাদুঘর কোথায় অবস্থিত? উঃ যুক্তরাষ্ট্রের আটলান্টায়।
No comments:
Post a Comment