Thursday, August 23, 2018

Class - 08



মাল্টিমিডিয়া ট্রেনিং একাডেমী, ঝিনাইদহ।

ক্লাশ - ০৮

৮.১ What is MS-WORD ?
আমেরিকার বিখ্যাত মাইক্রোসফ্ট কর্পোরেশন কর্তৃক বাজারজাতকৃত Microsoft Word কে সংক্ষেপে MS-Word বলা হয়। MS-Word হচ্ছে একটি প্যাকেজ প্রোগ্রাম। IBM বা IBM Compatible কম্পিউটারে পূর্বে DOS ভিত্তিক বিভিন্ন প্যাকেজ প্রোগ্রাম প্রচলিত ছিল। যেমন Word Star 4 & 5 এবং Word Perfect 5.0, 5.1 ইত্যাদি। GUI (Graphical User Interfaceবা চিত্র ভিত্তিক উইন্ডোজ পরিবেশে লেখালেখির কাজ করার জন্য মাইক্রোসফ্ট কর্পোরেশন এমএস ওয়ার্ড প্রস্তুত করে। কমান্ড মুখস্ত না রেখে বিভিন্ন কমান্ডের প্রতিনিধিত্বকারী আইকন এবং মেনু ব্যবহার করে সহজেই কাজ কার যায় বলে ওয়ার্ড প্রসেসিং এর এ প্রোগ্রামটি বর্তমান বিশ্বে সবচেয়ে জনপ্রিয়তা অর্জন করতে পেরেছে।

৮.৩ এমএস ওর্য়াড চালূ করার নয়িম -
কম্পিউটার চালু করে ডেস্কটপে অবস্থান করুন।
: Click Start, তাহলে পর্দায় Start menu ওপেন হবে।
: Click Programs , তাহলে Programs Sub menu ওপেন হবে।
: তাহলেসাবমেনু হতে Microsoft Word অথবা MS Word নির্বাচন করে ক্লিক করুন। তাহলে পর্দায় এমএস ওয়ার্ড প্রোগ্রামটি চালু হবে।

৮.৪ ওয়ার্ডের ওপেনিং স্ক্রীনের পরিচিতি -
  ৮.২ মাইক্রোসফ্ট ওয়ার্ড দিয়ে আমরা যে সমস্ত কাজ করতে পারি -
ü   যে কোন ধরনের কম্পোজের কাজ করা।

ü  চিঠিপত্র, ডকুমেন্ট, বই পত্র প্রভৃতি লেখার কাজ সম্পাদন করা।

ü  বিভিন্ন ধরনের ফাইল পত্র তৈরী করা।

ü  যে কোন ডকুমেন্ট যে কোন নামে সংরক্ষণ করা।

ü  যে কোন ডকুমেন্টের বানান শুদ্ধ করা।

ü  লেখাকে বিভিন্ন আকৃতিতে উপস্থাপন করা এবং প্রিন্ট করা।

ü   বিভিন্ন ধরনের গানিতিক সমীকরণ তৈরী করা।

ü   ছবি সংযোজন করে ডকুমেন্টকে সৌন্দর্য বাড়ানো।

৮.৫ এমএস ওয়ার্ড বন্ধ করার নিয়ম -
কয়েকটি নিয়মে মাইক্রোসফট্ ওয়ার্ড থেকে বের হওয়া যায়। যেমন t
: File মেনু থেকে Exit ক্লিক করতে হবে।  অথবা,
:  টাইটেল বারের ক্লোজ বাটন ক্লিক করে।


১৪১Apple Computer কত সালে বাজারে আসে…–১৯৭৬সালে
১৪২MS word-এ New document নেয়ার জন্য কোন মেনুতে ক্লিক করতে হয়- – File
১৪৩পুরাতন ডকুমেন্ট Open করার জন্য কোন মেনুতে ক্লিক করতে হয়– File
১৪৪Save অর্থ কি? -সংরক্ষণ করা
১৪৫Pragraph কোন মেনুতে রয়েছে– Format
১৪৬MS word-Find এর শর্টকাট কমান্ড কি? – Ctrl+F
১৪৭MS word-Document কে বড় করে দেখার জন্য- – Zoom
১৪৮M.S Excel –এ কতটি রো আছে? -৬৫,৫৩৬টি
১৪৯M.S Excel –এ কতটি কলাম আছে?-২৫৬টি
১৫০M.S Excel –এ কতটি Cell আছে? -,৬৭,৭৭,২১৬টি
১৫১বেসিক ভাষা উদ্বোধন করেন?-জন কেমিনি ও টমাস কাটর্জ
১৫২পিসি তৈরীতে আবশ্যক নয় কোনটি?-প্রিন্টার
১৫৩। সাধারণ ডাটাবেজ হলো – একটি ফাইল বিশিষ্ট ডাটাবেজ
১৫৪লেখা-লেখির জন্য ব্যবহৃত প্রোগ্রাম কোনটি? -ওয়ার্ড প্রসের্সিং
১৫৫নোট বুক নামে পরিচিত কোনটি? -ল্যাপটপ
১৫৬পৃথিবীর প্রথম স্বয়ক্রিয় গণনার যন্ত্রের নাম- – MARK-1
১৫৭অ্যানিমেশন, গ্রাফিক্স ও সাউন্ডের সমষ্টিকে কি বলা হয়?-মাল্টিমিডিয়া
১৫৮ক্যাপস লক কী জন্য ব্যবহার হয়?- বড় হাতের লেখার জন্য
১৫৯নিচের কোনটি ইংরেজী ফন্ট নয়? –চন্দ্রাবতী
১৬০কীবোর্ডে এ্যারোকীএর সংখ্যা কয়টি? -টি।

No comments:

Post a Comment