মাল্টিমিডিয়া ট্রেনিং একাডেমী, ঝিনাইদহ।
ক্লাশ-১৮
১৮.১ ইনসার্ট সিম্বল (Symbol)
অনেক সময় ডকুমেন্টে অনেক চিহ্ন প্রয়োজন হতে পারে যেগুলো কী-বোর্ডে নেই। যেমন কপিরাইট চিহ্নর্ । ওয়ার্ডে এ ধরনের বিভিন্ন চিহ্ন আছে। ডকুমেন্টের যেখানে চিহ্ন আনা দরকার কার্সর সেখানে রেখে -
:
Insert রিবন এর অধীন Symbol এ ক্লিক করুন। তারপর More symbols এ ক্লিক করুন।
:
Font: বক্্েরর ডান পাশের অ্যারো বাটনে ক্লিক করে যে ফন্টের নাম নির্বাচন করবেন সে ফন্টের উইন্ডো ওপেন হবে।
:
মাউস দিয়ে কোন চিহ্নের উপর ক্লিক করলে সে চিহ্নটি বড় করে প্রদর্শিত হবে।
:
এভাবে মাউস পয়েন্টার নিয়ে ক্লিক করে চিহ্ন সিলেক্ট করুন।
:
এখন Insert
বাটনে ক্লিক করলে চিহ্নটি ডকুমেন্টে চলে যাবে।
:
Cancel বাটনে ক্লিক করে উইন্ডো ক্লোজ করুন।

১৮.২ কলাম তৈরি করা
দৈনিক সংবাদপত্র, সাপ্তাহিক ও মাসিক ম্যাগাজিন এবং বিভিন্ন পত্র পত্রিকার লেখাসমূহ কলাম আকারে উপস্থাপন করা হয়। ওয়ার্ডে কলাম তৈরি করে টাইপ করা যায় অথবা টাইপ শেষে কলাম তৈরি করা যায়। কলাম তৈরির জন্য-
:
Page Layout রিবন এর Page Setup এর অধীন Columns এ ক্লিক করুন। তারপর প্রয়োজন অনুযায়ী কলাম সেট করুন অথবা More Columns এ ক্লিক করুন। পর্দায় কলাম ডায়ালগ বক্্র আসবে।

: Number of Columns : এ যত সংখ্যা দিবেন ততটি কলাম তৈরি হবে।
: Ok বাটনে ক্লিক করুন।
১৮.২.১ শিরোনাম কলাম মুক্ত রাখা
কোন একটি ডকুমেন্টকে কলামে বিন্যস্ত করলে ডকুমেন্টের সব লেখা কলাম আকারে উপস্থাপিত হয়। ওয়ার্ডে শিরোনামকে কলাম থেকে মুক্ত রেখে সুন্দরভাবে উপস্থাপন করা যায়। এরূপ কাজ করার জন্য-
:
ডকুমেন্টের একেবারে উপরে Technical School And College হেডিং লিখে লেখাটি বোল্ড, ইটালিক ও আন্ডারলাইন করে ফন্ট সাইজ বড় করুন এবং হেডিংটি সেন্টারে নিয়ে আসুন।
: হেডিং এর নিচে কার্সর নিয়ে আসুন।
:
Page Layout রিবন এর Page Setup এর অধীন Breaks এ ক্লিক করুন। তারপর Continuous এ ক্লিক করুন।
: Page Layout রিবন এর Page Setup এর অধীন Columns এ ক্লিক করুন। তারপর প্রয়োজন অনুযায়ী কলাম সেট করুন ।
১৮.২.২ কলাম থেকে কলামে স্থানান্তর
এক কলাম থেকে আর এক কলামে কার্সর স্থানান্তরের জন্য-
:
প্রথম কলামে লেখার শেষে কার্সর রাখুন।
:
Page Layout রিবন এর Page Setup এর অধীন Breaks এ ক্লিক করুন। তারপর Column এ ক্লিক করুন|
১৮.৩ ফাইলের কোন পৃষ্ঠা প্রিন্ট করার নিয়ম:
কম্পিউটারের কোন কাজ কাগজের মাধ্যমে বের করার নাম প্রিন্ট করা। তবে প্রিন্ট করতে হলে একটি প্রিন্টার থাকতে হবে এবং প্রিন্টারটি কমিউটারের ইন্সটল করা থাকেতে হবে। এই সবক থাকা অবস্থায় ফাইলের কোন পৃষ্ঠা প্রিন্ট করতে হলে প্রিন্টারটি অন করে-
: ফাইলের যে কোন স্থানে কারসর রেখে File মেনু অথবা অফিস বাটন থেকে Print.. ক্লিক করতে হবে।
: ফাইলের সকল পৃষ্ঠা প্রিন্ট করতে চাইলে Page Range এর All সিলেক্ট করে Ok করলে ফাইলের সকল পৃষ্ঠা প্রিন্ট হবে।
: ফাইলের যে পৃষ্ঠায় কারসর রয়েছে সেই পৃষ্ঠা প্রিন্ট করতে চাইলে Page Range এর Current
Page সিলেক্ট করে Ok করলে ফাইলের যে পৃষ্ঠায় কারসর রয়েছে সেই পৃষ্ঠা প্রিন্ট হবে।
: ফাইলের নির্দিষ্ঠ কোন পৃষ্ঠা প্রিন্ট করতে চাইলে Page
Range এর Pages : সিলেক্ট করে কোন পৃষ্ঠা বা কোন কোন পৃষ্ঠা প্রিন্ট দিব তা লিখে দিয়ে (দুই বা ততোধিক পৃষ্ঠার ক্ষেত্রে কমা (,) চিহ্ন দিয়ে পৃষ্ঠা নাম্বার দিতে হবে) Ok বাটন ক্লিক করলে ফাইলের নির্দিষ্ট পৃষ্ঠা প্রিন্ট হবে।
:
ফাইলের সিলেক্ট করা কোন অংশ প্রিন্ট করতে চাইলে Page Range এর Selection সিলেক্ট করে Ok করলে সিলেক্ট করা অংশ প্রিন্ট হবে। উপরোক্ত যে কোন উপায়ে প্রিন্ট করার ক্ষেত্রে প্রতিটি পৃষ্ঠা কতগুলো প্রিন্ট হবে তা নির্দিষ্ট করে দিতে হলে Copies এরিয়ার
Number of copies : বক্্ের উল্লেখ করে দিতে হবে।
৩৪১। রেজিস্টার হচ্ছে——
উঃ- কেন্দ্রীয় প্রক্রিয়া করণেরঅংশেঅস্থায়ী তথ্য ধারণের স্থান।
৩৪২।গাণিতিক ফলাফল সংরণের জন্য কোন রেজিস্টার ব্যবহার করা হয়?
উঃ- অ্যাকুমোলেটর রেজিস্টার।
৩৪৩।কমপিউটারের বাস গুলো কী?
উঃ- কন্ট্রোলবাস, ডাটাবাস, ফেসসাইকেল, PCI.
৩৪৪।র্যামের বৈশিষ্ট কি?
উঃ- বিদ্যুৎ চলে গেলে ডাটা মুছে যায়।
৩৪৫।প্রথম কমপিউটার প্রোগ্রামার কে?
উঃ- লেডি অগডা আগাস্ট।
৩৪৬। I.B.M এরপূর্ণরূপকোনটি?
উঃ- International Business Machine.
৩৪৭।কাজের প্রকৃতি অনুসারে কমপিউটার কে তিন ভাগে ভাগ করা হয় সেগুলো কী কী?
উঃ- এনালগ, ডিজিটাল, হাইব্রিড।
৩৪৮।প্রিন্টার তিন ধরনের হয় সেগুলো কী?
উঃ- লেজার, ইনকজেট, ডটম্যাট্রিক্স।
৩৪৯।লাইটপেনহলএক ধরনের——-কী?
উঃ- ইনপুটডিভাইস।
৩৫০। ডট মেট্রিক্স প্রিন্টারের মুদ্রণ হয় কিসের সাহায্যে
উঃ- পিন ও রিবণের সাহায্যে।
৩৫১। কোনটি উচ্চ ঘনত্বের মুদ্রণ যন্ত্র?
উঃ- লেজার প্রিন্টার।
৩৫২।প্লটার কোন ধরনের যন্ত্র?
উঃ- আউটপুট ডিভাইস।
৩৫৩।প্লটার কী?
উঃ- মানচিত্রও অন্যান্য নক্সা প্রিন্ট করার জন্য এক ধরনের প্রিন্টার যা পেন এর সাহায্যে প্রিন্ট হয়ে থাকে।
৩৫৪।মডেম কোন ধরনের যন্ত্র?
উঃ- ইনপুট ও আউটপুট যন্ত্র যা তথ্য আদান-প্রদান করে থাকে।
৩৫৫।কোন যন্ত্রের সাহায্যে কমপিউটার ভাষা কে টেলিফোনের ভাষায় এবং টেলিফোনের ভাষাকে কমপিউটারের ভাষায় রুপান্তর করে তথ্যপ্রেরণ ও গ্রহণ করা যায়।
উঃ- মডেম।
৩৫৬। Modulator ও Demodulator এর সংক্ষিপ্ত রূপ কী?
উঃ- MODEM.
৩৫৭।ডিজিটাল ক্যামেরাতে কী প্রয়োজন হয় না?
উঃ- ফিল্ম।
৩৫৮।পোস্ট স্ক্রিপ্ট কী?
উঃ- প্রিন্টারের ভাষা।
৩৫৯।পারসোনাল কমপিউটার এর কারিগরি নাম কী?
উঃ- মাইক্রো কমপিউটার।
৩৬০। ক্লোন কী?
উঃ- আই.বি.এম পিসির নকল।
৩৪১। রেজিস্টার হচ্ছে——
উঃ- কেন্দ্রীয় প্রক্রিয়া করণেরঅংশেঅস্থায়ী তথ্য ধারণের স্থান।
৩৪২।গাণিতিক ফলাফল সংরণের জন্য কোন রেজিস্টার ব্যবহার করা হয়?
উঃ- অ্যাকুমোলেটর রেজিস্টার।
৩৪৩।কমপিউটারের বাস গুলো কী?
উঃ- কন্ট্রোলবাস, ডাটাবাস, ফেসসাইকেল, PCI.
৩৪৪।র্যামের বৈশিষ্ট কি?
উঃ- বিদ্যুৎ চলে গেলে ডাটা মুছে যায়।
৩৪৫।প্রথম কমপিউটার প্রোগ্রামার কে?
উঃ- লেডি অগডা আগাস্ট।
৩৪৬। I.B.M এরপূর্ণরূপকোনটি?
উঃ- International Business Machine.
৩৪৭।কাজের প্রকৃতি অনুসারে কমপিউটার কে তিন ভাগে ভাগ করা হয় সেগুলো কী কী?
উঃ- এনালগ, ডিজিটাল, হাইব্রিড।
৩৪৮।প্রিন্টার তিন ধরনের হয় সেগুলো কী?
উঃ- লেজার, ইনকজেট, ডটম্যাট্রিক্স।
৩৪৯।লাইটপেনহলএক ধরনের——-কী?
৩৫০। ডট মেট্রিক্স প্রিন্টারের মুদ্রণ হয় কিসের সাহায্যে
উঃ- পিন ও রিবণের সাহায্যে।
৩৫১। কোনটি উচ্চ ঘনত্বের মুদ্রণ যন্ত্র?
উঃ- লেজার প্রিন্টার।
৩৫২।প্লটার কোন ধরনের যন্ত্র?
উঃ- আউটপুট ডিভাইস।
৩৫৩।প্লটার কী?
উঃ- মানচিত্রও অন্যান্য নক্সা প্রিন্ট করার জন্য এক ধরনের প্রিন্টার যা পেন এর সাহায্যে প্রিন্ট হয়ে থাকে।
৩৫৪।মডেম কোন ধরনের যন্ত্র?
উঃ- ইনপুট ও আউটপুট যন্ত্র যা তথ্য আদান-প্রদান করে থাকে।
৩৫৫।কোন যন্ত্রের সাহায্যে কমপিউটার ভাষা কে টেলিফোনের ভাষায় এবং টেলিফোনের ভাষাকে কমপিউটারের ভাষায় রুপান্তর করে তথ্যপ্রেরণ ও গ্রহণ করা যায়।
উঃ- মডেম।
৩৫৬। Modulator ও Demodulator এর সংক্ষিপ্ত রূপ কী?
উঃ- MODEM.
৩৫৭।ডিজিটাল ক্যামেরাতে কী প্রয়োজন হয় না?
উঃ- ফিল্ম।
৩৫৮।পোস্ট স্ক্রিপ্ট কী?
উঃ- প্রিন্টারের ভাষা।
৩৫৯।পারসোনাল কমপিউটার এর কারিগরি নাম কী?
উঃ- মাইক্রো কমপিউটার।
৩৬০। ক্লোন কী?
উঃ- আই.বি.এম পিসির নকল।
No comments:
Post a Comment