Thursday, August 23, 2018

Class - 21

 মাল্টিমিডিয়া ট্রেনিং একাডেমী, ঝিনাইদহ
ক্লাশ-(২০-২১)

টাইপ শিক্ষণ পদ্ধতি t
এম.এস.ওয়ার্ড প্রোগ্রামে প্রবেশ করে খালি পর্দায় টাইপ প্র্যাকটিস করুন। কম্পিউটারে কোন ডকুমেন্ট টাইপ করতে হলে কীবোর্ডের দিকে না তাকিয়ে ডকুমেন্ট দেখে দেখে আপনাকে টাইপ করতে হবে তাই কীবোর্ডের কীগুলোর বিন্যাস মুখস্ত জানা থাকতে হবে। নিচের দেয়া Lesson গুলো ধাপে ধাপে প্রাকটিস করুন। তাহলে আপনি অনায়াসেই না দেখে দ্রæতগতিতে টাইপ করতে পারবেন।

Lesson :1

কীবোর্ডের মধ্য সারি কীগুলোর উপর আপনার দুহাত আলতোভাবে রাখুন। ডান হাতের কাণী আংগুল ; লিখা কীতে তার পরের আংগুলগুলো ধারাবাহিকভাবে L K J কীগুলোর উপরে রাখুন। একইভাবে বামহাতের কাণী আংগুল কীগুলোর উপরে রাখুন। একইভাবে বামহাতের কাণী আংগুল S D F এর উপর রাখুন।

বাম হাত
ডান হাত
a s d f g
; l k j h
g f d s a
h j k l ;

এভাবে উপরের কীগুলো মোটামুটি মুখস্ত হলে কী-র দিকে না তাকিয়ে নিচের লিখাগুলো টাইপ করুন
as, add, slad, salad, shall, hall, ask, kajal, jalal, flags, dash, has, flasks, dhaka, khalada,

যদি প্রথম অক্ষর বড় হাতের এবং পরের সব ছোট হাতের লিখতে চান তাহলে Shift লিখা কী চেপে ধরে যে অক্ষরটি বড় হাতের চান তা টাইপ করুন। (হাতের কনিষ্ঠা আংগুল একটু বাড়িয়ে Shift কী চেপে ধরা শিখুন এবং নিচের লিখাগুলো টাইপ করুন)-
As, Add, Slad, Asad, Salad, Shall, Hall, Ask, Kajal, Flags, Dash, Has, Flasks, Flag, Dhaka, Alsh, Das, Jalal, Khalada, Halal,

Lesson :2

মনে রাখবেন, সব সময় হাতের আংগুলগুলো কীবোর্ডের মধ্যম সারিতেই (asdf....) রেখে আংগুলগুলো উপর নিচ করে কীবোর্ডের অন্যান্য কীগুলো টাইপ করে সেগুলোর বিন্যাস মুখস্ত করতে হবে। যেমন ঃ আপনার বাম হাতের কনিষ্ঠা আংগুj লিখা কী স্পর্শ করে আছে। আংগুলটি উপরে বাড়িয়ে লিখা কী চেপে টাইপ করতে হবে। এভাবে অন্যান্য আংগুলগুলো বাড়িয়ে নিচের কী চেপে কী-র অবস্থান মুখস্ত করুন।

বাম হাত
ডান হাত
q w e r t
p o i u y
t r e w q
y u i o p
কীগুলোর অবস্থান মুখস্ত হলে কী না দেখে নিচের লিখাগুলো টাইপ করুন t
we, wert, owert, your, youp, tree, treep, poit, report, popy, onil, one, row, owert, rew, yourt, tropy,
Shift চেপে অনুরূপভাবে উপরের লিখাগুলোর প্রথম অক্ষর বড় হাতের করে পুনরায় টাইপ করুন।
Lesson :3
পূর্বের Lesson যদি সম্পূর্নভাবে সম্পন্ন করে থাকেন তাহলে এ Lesson টি অনুশীলন করুন । দ্রুত কোন কাজেই সফলতা আসে না। ধৈর্যের সাথে অনুশীলন করুন ।

আপনার হাতের আংগুল কিন্ত কীবোর্ডের মধ্যম সারিতেই থাকবে। বাম হাতের কনিষ্ঠা আংগুল তে আছে। আংগুল নিচের দিকে বাড়িয়ে লিখা কী চেপে টাইপ করুন । একইভাবে দুই হাতের অন্যান্য আংগুলগুলো নিচের দিকে বাড়িয়ে অন্যান্য কী চেপে টাইপ করুন অর্থ্যাৎ
বাম হাত
ডান হাত
z x c v
b n m , .
v c x z
. , m n b

কীগুলোর অবস্থান মুখস্ত হলে কী না দেখে নিচের লিখাগুলো টাইপ করুন t
zxcm, mvn, vcxz, bcxz, bcx, zvmn, vcxz, ncm, xcv, mbxc, mxczG
Shift চেপে অনুরূপভাবে উপরের লিখাগুলোর প্রথম অক্ষর বড় হাতের করে পুনরায় টাইপ করুন ।








৪০১ প্রজেন্টেশন সফ্টওয়্যার কোনটি?
উঃ- MS power point.
৪০২। কমপিউটারের প্রাণ/ কমপিউটার হার্ডওয়্যার গুলোর প্রাণ কী?
উঃ- সফটওয়্যার।
৪০৩। কমপিউটারের যে ডিস্কে সিস্টেম সফ্টওয়্যার থাকে তাকে কীবলে?
উঃ- র‌্যামের স্পেস।
404। আধুনিক সিস্টেম সফ্টওয়্যার নিউকিয়াস কোনটি?
উঃ-
কারনেল।
405। কিসের উপর ভিত্তি করে সিস্টেম সফ্টওয়্যার গড়ে উঠে?
উঃ- কারনেল।
406
। টাইম শেয়ারিং সফ্টওয়্যার কো নেেত্র ব্যবহৃত হয়?
উঃ-
লোকাল এরিয়া নেটওয়ার্ক।
407। কমপিউটারের জন্য অপরিহার্য সফ্টওয়্যার কোনটি?
উঃ-
সিস্টেম সফ্টওয়্যার।
408।কোনটি সিস্টেম সফ্টওয়্যার এর অন্তরর্ভুক্ত নয়।
উঃ-
প্যাকেজ সফ্টওয়্যার।
409এম.এস ওয়ার্ড কী ধরনের সফ্টওয়্যার?
উঃ- প্যাকেজ প্রোগ্রাম।
410
Windows NT কত বিটের?
উঃ- ৩২ বিটের।
411।সফ্টওয়্যার হচ্ছে————

উঃ- কমপিউটারের একটি প্রকৃয়াকরণ অংশ।
412।কোন সফ্টওয়্যারের সাহায্যে প্রফেশনাল নিউজলেটার ও রিপোর্ট তৈরি করা যায়?
উঃ- Word Processor.
413
ওয়্যার্ড প্রসেসিংসফটওয়্যার ট্যাব কী একবার চাপলে কতটুকু জায়গা সরে?
উঃ- আধা ইঞ্চি।
414
বাংলা সফ্টওয়্যার শহীদ লিপি ব্যবহার করা হয় কোন কমপিউটারে।
উঃ-
মেকিনটোশ কমপিউটারে।
415।বাংলায় কাজ করার জন্য উল্লেখযোগ্য সফ্টওয়্যার কী কী?
উঃ-
বিজয়, লেখনী, প্রবর্তন ইত্যাদি।
416।মাইক্রো কমপিউটারের আদর্শ ডাটাবেজ সফ্টওয়্যার কী?
উঃ- এক্সেস
417
ডাটাবেজ ব্যবস্থাপনা সফ্টওয়্যার কোনটি?
উঃ-
লোটাস১ --
418।মেইন ফ্রেম কমপিউটারের সবচেয়ে জনপ্রিয় ও বহুল ব্যবহৃত ডাটাবেজ সফ্টওয়্যার কোনটি?
উঃ- ওরাকল।
419
।অ্যাপ্লিকেশন সফ্টওয়্যার কত প্রকার?
উঃ-
দুই প্রকার।
420OS/2 কত বিটের অপারেটিং সিস্টেম?
উঃ- ৩২ বিটের।



No comments:

Post a Comment