Thursday, August 23, 2018

Class - 19

মাল্টিমিডিয়া ট্রেনিং একাডেমী, ঝিনাইদহ

Class - 19


নিন্মোক্ত কিবোর্ড শর্টকাটগুলো Microsoft Word এর কাজকে দ্রুত করতে সাহায্য করবে।
Ctrl+A= ফাইলের সব কিছু সিলেক্ট করা।

Ctrl+B= সিলেক্ট করা টেক্সকে বোল্ড করা।

Ctrl+C= সিলেক্ট করা যে কোন কিছু কপি করা।

Ctrl+D= ফন্ট ডায়ালক বক্স দেখাবে।

Ctrl+E= সিলেক্ট করা টেক্সকে পৃষ্ঠার মাঝে নিতে।

Ctrl+F= ফাইন্ড এন্ড রিপ্লেস ডায়ালক বক্স থেকে কোন টেক্স খুজে বের করা।
Ctrl+G= নির্দিষ্ট পৃষ্ঠায় যাবার জন্য ব্যবহৃত হয়।
Ctrl+H= ফাইন্ড এন্ড রিপ্লেস ডায়ালক বক্স থেকে কোন টেক্স রিপ্লেস করার জন্য।
Ctrl+I= সিলেক্ট করা টেক্সকে ইটালিক/ বাঁকা করতে ব্যবহৃত হয়।
Ctrl+J= টেক্স জাস্টিফাই করতে ব্যবহৃত।
Ctrl+K= সিলেক্ট করা যে কোন কিছু লিংক করতে ব্যবহৃত হয়।
Ctrl+L= টেক্স পৃষ্ঠার/টেক্স বক্সের বাম দিকে নিতে।
Ctrl+M= টেক্স এর নির্দিষ্ট স্থান বাম দিকে ফাঁকা করতে ব্যবহৃত এটি ট্যাব এর ন্যায় কাজ করে।
Ctrl+N= নতুন ডকুমেন্ট ফাইল খুলতে ব্যবহৃত হয়।
Ctrl+O= পুরাতন বা সেভ করা ফাইল খুলতে
Ctrl+P= প্রিন্ট ডায়ালগ বক্স দেখাবার জন্য ব্যবহৃত।
Ctrl+Q= ***
Ctrl+R= টেক্স পৃষ্ঠার/টেক্স বক্সের ডান দিকে নিতে।
Ctrl+S= নতুন ফাইল সেভ বা পুরাতন ফাইলের সংযোজন অংশ সেভ করতে ব্যবহৃত।
Ctrl+T= সাধারণ টেক্স নাম্বারিং এর জন্য সাহায্যে করে বাম থেকে দ্বিতীয় লাইন থেকে নির্দিষ্ট স্থান দূরে সরে যাবে।
Ctrl+U= টেক্স এর নীচে দাগ দিতে ব্যবহৃত।
Ctrl+V= কপি করা যে কোন কিছু পেষ্ট করতে ব্যবহৃত।
Ctrl+W= প্রোগ্রাম বন্ধ না করে নির্দিষ্ট ডকুমেন্ট বন্ধ করতে ব্যবহৃত।
Ctrl+X= সিলেক্ট করা যে কোন কিছুকে কাট করতে ব্যবহৃত হয়।
Ctrl+Y= পরবর্তী কাজ সমূহে চলে যাবার জন্য।
Ctrl+Z= পূর্ববর্তী কাজ সমূহে চলে যাবার জন্য।

======================================================================
Create, save, view and print documents
Ctrl+N-
নতুন ডকুমেন্ট শুরু করা।
Ctrl+O-
ওপেন ডায়ালগ বক্স প্রদর্শন করা।
Ctrl+W-
অ্যাকটিভ ডকুমেন্ট বন্ধ করা।
Ctrl+S-
ডকুমেন্ট সংরক্ষণ বা সেভ করা।
Ctrl+P-
প্রিন্ট ডায়ালগ বক্স প্রদর্শন বা প্রিন্ট করার জন্য
Alt+Ctrl+I-
প্রিন্ট কত পেইজ থেকে কত পেইজ  হবে বা প্রিন্ট প্রিভিউ প্রদর্শন করার জন্য
Alt+Ctrl+P-
প্রিন্ট লেআউট প্রদর্শন করার জন্য।
Alt+Ctrl+O-
আউটলাইন ভিউ প্রদর্শন করার জন্য।
Alt+Ctrl+N-
ড্রাফট ভিউ প্রদর্শন করার জন্য।
Find, Replace and Browse through text
Ctrl+F -
কোন ওয়ার্ড সার্চ করার জন্য।
Alt+Ctrl+Y - 
আরেকটা ওয়ার্ড সার্চ করার জন্য(একটা সার্চ রিপ্লেস করার পর)
Ctrl +H -
রিপ্লেস ডায়ালগ বক্স প্রদর্শন করার জন্য।
Ctrl+G -
গো টু ডায়ালগ বক্স প্রদর্শন করার জন্য।
Alt+Ctrl+ Z -
আপনি শেষ চারটি জায়গায় সংশোধন করেছেন তা প্রদর্শন করবে।
Ctrl+PageUp -
পূর্বের সংশোধনের স্থানে যাওয়ার জন্য।
Ctrl+PageDown -
পরের সংশোধনের স্থানে যাওয়ার জন্য।
Edit and Move Text and Graphics
Backspace -
বামদিক থেকে একটি বর্ণ ডিলিট করার জন্য।
Ctrl + Backspace -
বামদিক  থেকে একটি শব্দ ডিলিট করার জন্য।
Delete -
ডানদিন থেকে একটি বর্ণ ডিলিট করার জন্য।
Ctrl + Delete -
ডানদিক থেকে একটি শব্দ ডিলিট করার জন্য।
Ctrl+ Z -
শেষ কাজটি বাতিল করার জন্য।
Ctrl + C -
নির্বাচিত টেক্সট কপি করার জন্য।
Ctrl + X -
নির্বাচিত টেক্সট কাট করার জন্য।
Ctrl+V -
কপি/কাট করা টেক্সট পেস্ট করার জন্য।
Alt+Shift +R - 
হেডার অথবা ফুটারের পূর্বের অংশ কপি করার জন্য।
Ctrl +Alt +V -
পেস্ট স্পেশাল ডায়ালগ বক্স প্রদর্শনের জন্য।
Ctrl + Shift + V -
শুধু ফরম্যাটিং পেস্ট করার জন্য।
Insert Special Characters
Ctrl+F9 -
খালি ফিল্ড ইনসার্ট করার জন্য।
Shift +Enter -
একটি প্যারাগ্রাফে একটি নতুন লাইন শুরু করার জন্য্।
Ctrl + Enter -
পেজ ব্রেক ইনসার্ট করার জন্য।
Ctrl + shift+ Enter-
কলাম ব্রেক ইনসার্ট করার জন্য।
Alt+Ctrl+Minus Sign -
একটি em ড্যাশ ইনসার্ট করার জন্য।
Ctrl+Minus Sign -
একটি en ড্যাশ ইনসার্ট করার জন্য।
Ctrl + Hyphen -
একটি অপশনাল হাইপেন ইনসার্ট করার জন্য।
Ctrl + Shift + Hyphen -
নন ব্রেকিং হাইপেন ইনসার্ট করার জন্য।
Ctrl + Shift + Spacebar -
নন ব্রেকিং স্পেস ইনসার্ট করার জন্য।
Alt + Ctrl + C -
কপিরাইট প্রতীক ইনসার্ট করার জন্য।
Alt+Ctrl+R -
রেজিষ্টার্ড ট্রেডমার্ক প্রতীক ইনসার্ট করার জন্য।
Alt+Ctrl+T -
ট্রেডমার্ক প্রতীক ইনসার্ট করার জন্য।
Alt+Ctrl+Full Stop -
উপবৃত্ত ইনসার্ট করার জন্য।
Select Text and Graphics
Shift + Right Arrow -
ডানদিক থেকে একটি লেটার নির্বাচিত করার জন্য।
Shift +Left Arrow -
বামদিক থেকে একটি লেটার নির্বাচিত করার জন্য।
Ctrl+Shift+RightArrow-
শব্দের শেষ পর্যন্ত সিলেক্ট করার জন্য।
Ctrl+Shift+Left Arrow-
শব্দের শুরু পর্যন্ত সিলেক্ট করার জন্য।
Shift+End -
লাইনের শেষে সিলেক্ট করার জন্য।
Shift + Home  -
লাইনের শুরুতে সিলেক্ট করার জন্য।
Shift + Down Arrow -
নিচের একটি লাইন সিলেক্ট করার জন্য।
Shift +Up Arrow -
উপরের একটি লাইন সিলেক্ট করার জন্য।
Ctrl+Shift+Down Arrow -
প্যারেগ্রাফের শেষ পর্যন্ত সিলেক্ট করার জন্য।
Ctrl+Shift+Up Arrow -
প্যারাগ্রাফের শুরু পর্যন্ত সিলেক্ট করার জন্য।
Shift+Page Down -
স্ক্রীনের নিচে পরবর্তী স্ক্রীনে সিলেক্ট করার জন্য।
Shift+Page Up -
স্ক্রীনের উপরে পূর্ববর্তী স্ক্রীনে সিলেক্ট করার জন্য।
Ctrl+Shift+Home -
কোন ডকুমেন্টের একদম শুরুতে যাওয়ার জন্য।
Ctrl+Shift+End -
কোন ডকুমেন্টের একদম শেষে যাওয়ার জন্য।
Ctrl + A -
সম্পূর্ণ ডকুমেন্ট সিলেক্ট করার জন্য।
Select Text in a Table 
Tab -
টেবলের পরবর্তী সেল সিলেক্ট করার জন্য।
Shift +Tab -
টেবলের পূর্ববর্তী সেল সিলেক্ট করার জন্য।
Shift+Alt+Page Down -
উপরের সেল থেকে পুরো কলাম সিলেক্ট করার জন্য।
Shift+Alt+Page Up -
নিচের সেল থেকে পুরো কলামসিলেক্ট করার জন্য।
Alt+5 on the numeric Keypad(with Num Lock off) -
পুরো টেবল সিলেক্ট করার জন্য।
Apply Paragraph Formatting
Ctrl+1-
সিঙ্গেল লাইন স্পেসিং সেট করার জন্য।
Ctrl + 2-
ডাবল লাইন স্পেসিং সেট করার জন্য।
Ctrl+5 -
দেড় লাইন স্পেসিং সেট করার জন্য।
Ctrl+0 -
এক লাইন স্পেস দেওয়ার জন্য ২টি প্যারাগ্রাফের মধ্যে।
Ctrl +E-
একটি প্যারাগ্রাফকে মাঝখানে সেট করে।
Ctrl+J-
একটি প্যারাগ্রাফকে জাস্টিফাইড  অ্যালাইনমেন্ট দেওয়ার জন্য।
Ctrl+R-
একটি প্যারাগ্রাফকে রাইট  অ্যালাইনমেন্ট দেওয়ার জন্য।
Ctrl+L- 
একটি প্যারাগ্রাফকে লেফট অ্যালাইনমেন্ট দেওয়ার জন্য।
Ctrl+M-
বাম দিক থেকে ইনডেন্ট দেওয়ার জন্য
Ctrl+Shift+M-
বামদিক থেকে প্যারাগ্রাফ ইনডেন্ট বাদ দেয়ার জন্য।
Ctrl+T-
হ্যাংগিং ইনডেন্ট দেওয়ার জন্য।
Ctrl+Shift+T-
হ্যাংগিং ইনডেন্ট কমানোর জন্য।
Ctrl+Q-
প্যারাগ্রাফ ফরম্যাটিং দূর করার জন্য।
Perform a Mail Merge
Alt+shift+K-
মেইল মার্জ প্রদর্শনের জন্য।
Alt+Shift+N-
ডকুমেন্ট মার্জড করার জন্য।
Alt+Shift+M-
মার্জড ডকুমেন্ট প্রিন্ট করার জন্য।
Alt+Shift+E-
মেইল মার্জড ডাটা ডকুমেন্ট এডিট করার জন্য।
Alt+shift+F-
একটি মার্জ ফিল্ড ইনসার্ট করার জন্য।


আমরা অনেকে মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করি। কিন্তু কিছু কি বোর্ট শর্টকাট জানা থাকলে আপনি অতি সহজে এবং দ্রুত কাজ করতে পারবেন। আর এখন বিভিন্ন চাকুরীর পরীক্ষায় এই কিবোর্ট শর্টকাট থেকে প্রশ্ন করা হয়। তাই কথা না বাড়িয়ে দেখে নিন Microsoft office keyboard Shortcut গুলো
Create, save, view and print documents
Ctrl+N-
নতুন ডকুমেন্ট শুরু করা।
Ctrl+O-
ওপেন ডায়ালগ বক্স প্রদর্শন করা।
Ctrl+W-
অ্যাকটিভ ডকুমেন্ট বন্ধ করা।
Ctrl+S-
ডকুমেন্ট সংরক্ষণ বা সেভ করা।
Ctrl+P-
প্রিন্ট ডায়ালগ বক্স প্রদর্শন বা প্রিন্ট করার জন্য
Alt+Ctrl+I-
প্রিন্ট কত পেইজ থেকে কত পেইজ  হবে বা প্রিন্ট প্রিভিউ প্রদর্শন করার জন্য
Alt+Ctrl+P-
প্রিন্ট লেআউট প্রদর্শন করার জন্য।
Alt+Ctrl+O-
আউটলাইন ভিউ প্রদর্শন করার জন্য।
Alt+Ctrl+N-
ড্রাফট ভিউ প্রদর্শন করার জন্য।

Find, Replace and Browse through text
Ctrl+F –
কোন ওয়ার্ড সার্চ করার জন্য।
Alt+Ctrl+Y – 
আরেকটা ওয়ার্ড সার্চ করার জন্য(একটা সার্চ রিপ্লেস করার পর)
Ctrl +H –
রিপ্লেস ডায়ালগ বক্স প্রদর্শন করার জন্য।
Ctrl+G –
গো টু ডায়ালগ বক্স প্রদর্শন করার জন্য।
Alt+Ctrl+ Z –
আপনি শেষ চারটি জায়গায় সংশোধন করেছেন তা প্রদর্শন করবে।
Ctrl+PageUp –
পূর্বের সংশোধনের স্থানে যাওয়ার জন্য।
Ctrl+PageDown –
পরের সংশোধনের স্থানে যাওয়ার জন্য।

==================================================================
Edit and Move Text and Graphics
Backspace –
বামদিক থেকে একটি বর্ণ ডিলিট করার জন্য।
Ctrl + Backspace –
বামদিক  থেকে একটি শব্দ ডিলিট করার জন্য।
Delete –
ডানদিন থেকে একটি বর্ণ ডিলিট করার জন্য।
Ctrl + Delete –
ডানদিক থেকে একটি শব্দ ডিলিট করার জন্য।
Ctrl+ Z –
শেষ কাজটি বাতিল করার জন্য।
Ctrl + C –
নির্বাচিত টেক্সট কপি করার জন্য।
Ctrl + X –
নির্বাচিত টেক্সট কাট করার জন্য।
Ctrl+V –
কপি/কাট করা টেক্সট পেস্ট করার জন্য।
Alt+Shift +R – 
হেডার অথবা ফুটারের পূর্বের অংশ কপি করার জন্য।
Ctrl +Alt +V –
পেস্ট স্পেশাল ডায়ালগ বক্স প্রদর্শনের জন্য।
Ctrl + Shift + V –
শুধু ফরম্যাটিং পেস্ট করার জন্য।
Insert Special Characters
Ctrl+F9 –
খালি ফিল্ড ইনসার্ট করার জন্য।
Shift +Enter –
একটি প্যারাগ্রাফে একটি নতুন লাইন শুরু করার জন্য্।
Ctrl + Enter –
পেজ ব্রেক ইনসার্ট করার জন্য।
Ctrl + shift+ Enter-
কলাম ব্রেক ইনসার্ট করার জন্য।
Alt+Ctrl+Minus Sign –
একটি em ড্যাশ ইনসার্ট করার জন্য।
Ctrl+Minus Sign –
একটি en ড্যাশ ইনসার্ট করার জন্য।
Ctrl + Hyphen –
একটি অপশনাল হাইপেন ইনসার্ট করার জন্য।
Ctrl + Shift + Hyphen –
নন ব্রেকিং হাইপেন ইনসার্ট করার জন্য।
Ctrl + Shift + Spacebar –
নন ব্রেকিং স্পেস ইনসার্ট করার জন্য।
Alt + Ctrl + C –
কপিরাইট প্রতীক ইনসার্ট করার জন্য।
Alt+Ctrl+R –
রেজিষ্টার্ড ট্রেডমার্ক প্রতীক ইনসার্ট করার জন্য।
Alt+Ctrl+T –
ট্রেডমার্ক প্রতীক ইনসার্ট করার জন্য।
Alt+Ctrl+Full Stop –
উপবৃত্ত ইনসার্ট করার জন্য।
Select Text and Graphics
Shift + Right Arrow –
ডানদিক থেকে একটি লেটার নির্বাচিত করার জন্য।
Shift +Left Arrow –
বামদিক থেকে একটি লেটার নির্বাচিত করার জন্য।
Ctrl+Shift+RightArrow-
শব্দের শেষ পর্যন্ত সিলেক্ট করার জন্য।
Ctrl+Shift+Left Arrow-
শব্দের শুরু পর্যন্ত সিলেক্ট করার জন্য।
Shift+End –
লাইনের শেষে সিলেক্ট করার জন্য।
Shift + Home  –
লাইনের শুরুতে সিলেক্ট করার জন্য।
Shift + Down Arrow –
নিচের একটি লাইন সিলেক্ট করার জন্য।
Shift +Up Arrow –
উপরের একটি লাইন সিলেক্ট করার জন্য।
Ctrl+Shift+Down Arrow –
প্যারেগ্রাফের শেষ পর্যন্ত সিলেক্ট করার জন্য।
Ctrl+Shift+Up Arrow –
প্যারাগ্রাফের শুরু পর্যন্ত সিলেক্ট করার জন্য।
Shift+Page Down –
স্ক্রীনের নিচে পরবর্তী স্ক্রীনে সিলেক্ট করার জন্য।
Shift+Page Up –
স্ক্রীনের উপরে পূর্ববর্তী স্ক্রীনে সিলেক্ট করার জন্য।
Ctrl+Shift+Home –
কোন ডকুমেন্টের একদম শুরুতে যাওয়ার জন্য।
Ctrl+Shift+End –
কোন ডকুমেন্টের একদম শেষে যাওয়ার জন্য।
Ctrl + A –
সম্পূর্ণ ডকুমেন্ট সিলেক্ট করার জন্য।
Select Text in a Table 
Tab –
টেবলের পরবর্তী সেল সিলেক্ট করার জন্য।
Shift +Tab –
টেবলের পূর্ববর্তী সেল সিলেক্ট করার জন্য।
Shift+Alt+Page Down -
উপরের সেল থেকে পুরো কলাম সিলেক্ট করার জন্য।
Shift+Alt+Page Up –
নিচের সেল থেকে পুরো কলামসিলেক্ট করার জন্য।
Alt+5 on the numeric Keypad(with Num Lock off) -
পুরো টেবল সিলেক্ট করার জন্য।
Apply Paragraph Formatting
Ctrl+1-
সিঙ্গেল লাইন স্পেসিং সেট করার জন্য।
Ctrl + 2-
ডাবল লাইন স্পেসিং সেট করার জন্য।
Ctrl+5 –
দেড় লাইন স্পেসিং সেট করার জন্য।
Ctrl+0 –
এক লাইন স্পেস দেওয়ার জন্য ২টি প্যারাগ্রাফের মধ্যে।
Ctrl +E-
একটি প্যারাগ্রাফকে মাঝখানে সেট করে।
Ctrl+J-
একটি প্যারাগ্রাফকে জাস্টিফাইড  অ্যালাইনমেন্ট দেওয়ার জন্য।
Ctrl+R-
একটি প্যারাগ্রাফকে রাইট  অ্যালাইনমেন্ট দেওয়ার জন্য।
Ctrl+L- 
একটি প্যারাগ্রাফকে লেফট অ্যালাইনমেন্ট দেওয়ার জন্য।
Ctrl+M-
বাম দিক থেকে ইনডেন্ট দেওয়ার জন্য
Ctrl+Shift+M-
বামদিক থেকে প্যারাগ্রাফ ইনডেন্ট বাদ দেয়ার জন্য।
Ctrl+T-
হ্যাংগিং ইনডেন্ট দেওয়ার জন্য।
Ctrl+Shift+T-
হ্যাংগিং ইনডেন্ট কমানোর জন্য।
Ctrl+Q-
প্যারাগ্রাফ ফরম্যাটিং দূর করার জন্য।

Perform a Mail Merge
Alt+shift+K-
মেইল মার্জ প্রদর্শনের জন্য।
Alt+Shift+N-
ডকুমেন্ট মার্জড করার জন্য।
Alt+Shift+M-
মার্জড ডকুমেন্ট প্রিন্ট করার জন্য।
Alt+Shift+E-
মেইল মার্জড ডাটা ডকুমেন্ট এডিট করার জন্য।
Alt+shift+F-
একটি মার্জ ফিল্ড ইনসার্ট করার জন্য।
===================================================================

৩৬১মাইক্রোপ্রসেসরের৮০৮০ভিত্তিককমপিউটারেরনামকীছিল।
উঃ-
আলতেয়ার।
৩৬২কোনসালেআই.বি.এমপিসিনামেমাইক্রোকমপিউটারবাজারেছাড়ে?
উঃ- ১৯৮১সালে।
৩৬৩
মাইক্রোসফ্ট কোম্পানির এর প্রধান সফ্টওয়্যার স্থপতির নাম কী / প্রতিষ্ঠাতারনামকী?
উঃ- বিলগেটস।
৩৬৪ সামরিকরণ কৌশল নির্ণয়, আবহাওয়া পূর্বাভাস, তেল   গ্যাস অনুসন্ধান প্রভৃতি কাজে ব্যবহৃত হয় কোন কমপিউটার?
উঃ- সুপারকমপিউটার।
৩৬৫ মাদারবোর্ডের সাথে সংযুক্ত থাকে কি?
উঃ- প্রসেসর র‌্যাম।
৩৬৬ফার্মওয়ারসংরতিথাকেকোথায়।
উঃ-
রমে।
৩৬৭ কমপিউটারেরযাবতীয়গাণিতিকওযুক্তিমূলকসমস্যাসমাধানকরে…….
উঃ- ALU
৩৬৮কোনটি অপারেটিং সিস্টেমের কাজ নয়?
উঃ-
ডটিাপ্রসেসিংকরা।
৩৬৯মাইক্রো প্রসেসর কত সালে আবি®কৃত হয়?
উঃ- ১৯৭১ সালে।
৩৭০
। ইউনিভ্যাক মার্ক-১ কোন প্রজন্মের কমপিউটার ?
উঃ-
প্রথম প্রজন্মের।
৩৭১। কত সালে ট্রানজিস্টার উদ্ভাবন করা হয় ?
উঃ- ১৯৪৮সালে।
৩৭২ইন্টেল কোন দেশের কোম্পানি?
উঃ- যুক্তরাষ্ট্র।
৩৭৩ কোন প্রজন্মের কমপিউটারের সঙ্গে মনিটরের সংযোগ শুরু হয়।
উঃ- তৃতীয় পজন্মের। 
৩৭৪ মাইক্রোপ্রসেসর প্রচলন হয় কোন প্রজন্মের কমপিউটারে?
উঃ- চতুর্থ।
৩৭৫ কমপিউটারের প্রধান বৈশিষ্ট কী ?
উঃ- নির্ভুলতা।
৩৭৬ মাই কমপিউটার হল——–
উঃ- ডকুমেন্টর ফোল্ডার।
৩৭৭ কোনটি স্টোরেজডিভাইস?
উঃ- হার্ডডিস্ক।
৩৭৮ নেটওয়ার্কিং এর সুবিধাকী?
উঃ- একসাথে অনেক লোক ব্যবহার করতে পারে।
৩৭৯কমপিউটার কার্যমকরার জন্য কী প্রয়োজন?
উঃ- Operating System.
৩৮০। হাইব্রিড কমপিউটার কী কাজে ব্যবহার করা হয়?
উঃ- নভোযান-এ।

No comments:

Post a Comment