Thursday, August 23, 2018

Class - 11


মাল্টিমিডিয়া ট্রেনিং একাডেমী
১১ ক্লাশ
PAGE LAYOUT: Page Setup, Paragraph, Arrange

১১.১  লাইন নাম্বারিং (Line Numbering) করা

কোন কিছু টাইপ করার পর প্রতিটি প্যারায় Line Number সংযোজন করতে চাইলে-
  • প্যারা/প্যারাগুলো সিলেক্ট করতে হবে।
  • Home রিবন  হতে Paragraph এর অধীন Number            বাটনে ক্লিক করলে সিলেক্ট করা প্যার/প্যারাগুলোতে নাম্বারিং হবে।


১১.২  লাইন নাম্বারিং (Line Numbering) রিমুভ করা
Line Number  রিমুভ করতে চাইলে-
  • প্যারা/প্যারাগুলো সিলেক্ট করতে হবে।
  • Home রিবন  হতে Paragraph এর অধীন Number 
  • বাটনে ক্লিক করলে সিলেক্ট করা প্যার/প্যারাগুলোতে নাম্বারিং রিমুভ হবে।
১১.৩  প্যারাগ্রাফ (Paragraph) তৈরি

কোন কিছু টাইপ করার পর এন্টার কী চাপলে একটি প্যারাগ্রাফ তৈরি হবে। টাইপর করার ক্ষেত্রে যতক্ষণ এন্টার কী চাপা হবে না ততক্ষন লেখাগুলো একটি প্যারাগ্রাফ হিসাবে ধরা হবে।

১১.৪  লাইন স্পেস (Line Space) বাড়ানোর নিয়ম
কোন কাজ করার সময় লাইনের মাঝে একটি স্পেস থাকে। প্রয়োজনে এই স্পেস বাড়ানো বা কমানো যায়।

  • প্রথমে লেখা সিলেক্ট করতে হবে।
·       Home রিবন  হতে Paragraph এর অধীন Line Spacing            বাটনে ক্লিক করলে লাইন স্পেসিং মেনু ওপেন হবে।





·       Spacing অংশের Line Spacing ড্রপডাউন বক্্র হতে প্রয়োজনীয় স্পেস সিলেক্ট করলেই লাইনের স্পেস পরিবর্তন হবে।


১১.৫  পৃষ্ঠার মাপ (Page Setup) নির্দ্ধারণ

ডকুমেন্টে পৃষ্ঠার মার্জিন, কাগজের সাইজ এবং প্রিন্টের ধরন ইত্যাদি ডিফল্ট করা থাকে। এ ক্ষেত্রে উহা পরিবর্তন করতে চাইলে-
·       Page Layout রিবন থেকে Page Setup এর অধিন মার্জিন, পেপার সাইজ, ওরিয়েন্টেশন ইত্যাদি পরিবর্তন করা যাবে।

১১.৫.১ মার্জিন বাড়ানো/কমানো

            Page Layout রিবন থেকে Page Setup এর অধিন Margins কমান্ড বাটন থেকে ক্লিক করে প্রয়োজন অনুসারে Left, Right, Top, Bottom এর মার্জিন বাড়ানো বা কমানো যাবে।

১১.৫.২ কাগজের সাইজ পরিবর্তন

ডকুমেন্টে বিভিন্ন ধরনের কাগজের সাইজ রয়েছে। যেমন Letter Size,
Legal Size, A4 ইত্যাদি। ডকুমেন্ট এর তথ্যগুলো কোন ধরনের কাগজে প্রিন্ট হবে 

তার উপর ভিত্তি করে কম্পিউটারে কাগজের সাইজ পরিবর্তন করা হয়ে থাকে। ইহার জন্য-
·       Page Layout রিবন থেকে Page Setup এর অধিন Size কমান্ড বাটন থেকে ক্লিক করে প্রয়োজন অনুসারে কাগজের সাইজ পরিবর্তন করা যাবে।


১১.৫.৩  প্রিন্টের ধরন নির্দ্ধারন করার জন্য (Paper Orientation)

            Margin ট্যাবে ক্লিক করে আড়াআড়ি প্রিন্ট করার জন্য Landscape এবং লম্বালম্বির জন্য Portrait সিলেক্ট করে বিভিন্ন ভাবে প্রিন্ট করা যাবে।
·       Page Layout রিবন থেকে Page Setup এর অধিন Orientation কমান্ড বাটন থেকে ক্লিক করে প্রয়োজন অনুসারে কাগজের ওরিয়েন্টেশন পরিবর্তন করা যাবে।

২০১LCD (Liquid Crystal Display) এর জনক কে? -সুইস পদার্থ বিদ মার্টিন সাউট
২০২বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি?-পিপীলিকা
২০৩মোবাইল ফোনে প্রথম কথা বলা হয় কবে?
-৩ এপ্রিল ১৯৭৩
২০৪২৭ জুন ২০১১ গুগল কোন সামাজিক যোগাযোগ সাইট চালু করেন?- গুগল পস্নাস
২০৫Quick Heal কী? –এন্টিভাইরাস সফ্টওয়ার
২০৬Twitter কী? –সামাজিক নেটওয়ার্কিং সাইট
২০৭২০১০ সালের ভারত প্রথম বারের মত কি নামে নিজস্ব ওয়েব ব্রাউজার চালু করেন? – Epic.
২০৮Zeus (জিয়ুজ) কী? কম্পিউটার ভাইরাস।
২০৯৫ জানুয়ারী ২০১০ গুগল প্রথম কোন মোবাইল ফোন বাজারে নিয়ে আসে? নেক্সাস-
২১০২০১২ সালের জুলাই মাসে বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কত? ২৫ লাখের বেশি
২১১ফেসবুকে মনের ভাব প্রকাশ কে কী বলে?
-স্ট্যাটাস
২১২ফেসবুকের স্ট্যাটাস কে টুইটারে কী বুঝানো হয়? -টুইট
২১৩কোন সামাজিক যোগাযোগ সাইটটি সবচেয়ে বেশি জনপ্রিয়? -ফেসবুক
২১৪জুন ২০১২ পর্যন্ত পৃথিবীতে Facebook ব্যবহার কারীদের সংখ্যা কত?-৯০কোটি।
২১৫গুগলের ছবি Upload করার সাইটের নাম কি?
-Picasa
২১৬কোন মেমোরি মুছে ফেলা খুব কঠিন?
-রমের মেমোরি
২১৭কোথায় কম্পিউটার চালু করার নির্দেশনাবলি সংরক্ষিত থাকে? -ROM
২১৮সর্বপ্রথম কোন কোম্পানি হার্ডডিস্ক তৈরী করেন?- আইবিএম
২১৯ডিজিটাল ক্যামেরা কি ধরনের ডিভাইস?
-ইনপুট ডিভাইস
২২০ল্যাপটপের কোন অংশটি মাউসের কাজ করে?–টাচপ্যাড

No comments:

Post a Comment