Wednesday, January 20, 2021

Class-10 (Shape, Smart Art)

Class-10

 Multimedia Training Academy:




Class-NoTopicsClass MaterialTypingHome Work
Day-101. Shape
2. Smart Art



abcdefghijklmnopqrstuvwxyz
write down 200 words paragraph



Set your Finger & Type


1. abcdefghijklmnopqrstuvwxyz
2. zyxwvutsrqponmlkjihgfedcba
3. multimedia
4. atlantic
5. programme
6. saturday
7. register
8. write down 200 words

আগামী ক্লাসের জন্য নির্ধারিত নৈবর্ক্তিক প্রশ্নসমূহ -

১৮১। ইনপুট হিসেবে আসা তথ্য গুলো জমা হয় কোথায় ? 

- র‌্যামে।

১৮২। মডেম হচ্ছে- 

- তথ্য আদান-প্রদানের যন্ত্র।

১৮৩। বাইনারী অংকের সংক্ষিপ্ত নাম হচ্ছে- 

- বিট।

১৮৪। একটি ফিল্ডে কতটি বর্ণ হতে পরে ?

- ৬৪ টি।

১৮৫। কোনটি কম্পিউটারের কাঁচামাল ? 

- তথ্য।

১৮৬। প্রথম আবিস্কৃত ব্রাউজারের নাম কি ?

- মোজাইক।

১৮৬। সি-ল্যাঙ্গুয়েজের জনক কে ? 

- ডেনিস রিচি

১৮৭। সুপার কম্পিউটার কে আবিস্কার করেন ?

- সেয়মোর ক্রে

১৮৮। প্রথম প্রজন্মের প্রথম কম্পিউটারের নাম কি ?

- ইউনিভ্যাক-১

১৮৯। মডেমের গতি পরিমাপের একক কি ?

- KBPS

১৯০। সফটওয়্যার কি ধরণের শক্তি ? 

- অদৃশ্য শক্তি।

১৯১। হোমপেজ কি ? 

- এক ধরণের ব্যক্তিগত বিজ্ঞাপন।

১৯২। নিচের কোনটি ডাটাবেজ প্যাকেজ নয় ? 

- জাভা।

১৯৩। ইউপিএস কত প্রকার ? 

- ২ প্রকার।

১৯৪। এইচটিএমএল একটি-

- প্রোগ্রাম

১৯৫। কে এইচটিএমলএল ভাষার রূপদান করেন ?

- বার্নার্সলী

১৯৬। শিক্ষার্থীরা সহজে আয়ত্ত করতে পারে কোন প্রোগ্রাম ? 

- বেসিক প্রোগ্রাম।

১৯৭। কোনটি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ? 

- সি

১৯৮। ওরাকল কোন ধরনের প্রোগ্রাম ? 

- ডাটাবেজ

১৯৯। ০ ও ১ এই দুটি সংখ্যার প্রত্যেকটি-কে কি বলে?

- বিট

২০০। কম্পিউটার ইনপুট দেয়ার জন্য ব্যবহৃত যন্ত্র-কে কি বলে?

- ইনপুট ডিভাইস


1 comment:

  1. আজকের জন্য নির্ধারিত কাজসমূহ -
    ১. সবাই পিসির সকল ক্যাবলগুলো খুূলে ফেলুন এবং সেগুলো পুনরায় সঠিকভাবে লাগিয়ে পিসিটি অন করুন।
    ২. Shape ব্যবহার করে গ্রামের একটি বাড়ীর ছবি আকুন।
    ৩. নিজের সম্পর্কে ইংরেজীতে ২০০ শব্দ টাইপ করুন।

    ReplyDelete