Wednesday, January 20, 2021

Class-05 (Description of Windows, Taskbar & Desktop)





Class-NoTopicsClass MaterialTypingHome Work
Day-51. Description of windows(Folder, File, My Computer, My document, Recycle bin, Start button).
2. What Is Taskbar, Desktop, Window?
3. Use of Mouse. 
4. MS-Word Font( 
Bullets, Numbering, Multilevel List, Decrease Indent, Sort)  

Write Something about The Earth within 200 Words.



 উইন্ডোজের বিভিন্ন অংশের বর্ণনা :

ফোল্ডার
ফোল্ডারের মধ্যে ফাইল রাখা হয়। তাছাড়াও ফোল্ডারের মধ্যে ফোল্ডারও রাখা যায় একে সাব-ফোল্ডার বলে।


ফাইল -
ফাইলের মধ্যে তথ্য সংরক্ষন করা হয়।

মাই কম্পিউটার
 মাই কম্পিউটার আইকন ক্লিক করলে কম্পিউটারের রক্ষিত ড্রাইভগুলো প্রদর্শিত হবে। প্রদর্শিত ড্রাইভে ক্লিক করে উহার মধ্যেকার ফাইল ফোল্ডারগুলো দেখা যাবে।

মাই ডকুমেন্ট

 এই ফোল্ডারে ক্লিক করলে বিভিন্ন প্রোগ্রামে সেভ করা ফাইলগুলো দেখা যাবে। আমরা সাধারণত কোন প্রোগ্রামে কাজ করার পর সেভ করলে মাই ডকুমেন্টে সেভ হয়ে থাকে।

রিসাইকেল বিন (Recycle Bin) -  কোন ফাইল বা ফোল্ডার ডিলেট করলে রিসাইকেল বিন চলে যায়। আবার প্রয়োজনীয় কোন ফাইল রিসাইকেল বিন হতে রিষ্টোর করে পূর্বের ন্যায় ব্যবহার উপযোগী করা যায়। পরবর্তীতে ফাইল ফোল্ডারগুলো স্থায়ীভাবে রিসাইকেল বিন থেকে মুছাও যায়।

স্টার্ট বাটন (Start Button) t

এই বাটনের সাহায্যে যে কোন প্রোগ্রামে যাওয়া যায়। তাছাড়াও এই বাটনের মাধ্যমে কম্পিউটার বন্ধ করা যায়।


টাস্কবার :
 কোন প্রোগ্রাম/ফাইল/ফোল্ডার ওপেন করলে প্রোগ্রামের নাম টাস্কবার স্ক্রিনে দেখা যায়। এক বা একাধিক প্রোগ্রামে কাজ করলে টাস্কবারে দেখা যাবে। এক্ষেত্রে টাস্কবারে অবস্থিত যে কোন প্রোগ্রামে ক্লিক করলে সেই প্রোগ্রাম রান হবে।

ডেস্কটপ :
মনিটরের ব্যাকগ্রাউন্ড এরিয়াই হলো ডেস্কটপ স্ক্রিন।

উইন্ডো :
উইন্ডো একটি আয়তক্ষেত্র যা স্ক্রীনের উপরে থেকে তথ্য প্রদর্শন করে।

মাউসের ব্যবহার :

মাউসের সাহায্যে ক্লিক করে কোন প্রোগ্রাম রান করানো যায়। মাউসের ডানে বামে মোট দুইটি বাটন থাকে। মাউসের বাম বাটনকে অ্যাকশন বাটন বলা হয়। ইহা কোন ফাইল/ফোল্ডার/ড্রাইভ ক্লিক করে রান করানো যায়। মাউসের ডান বাটনকে বিশেষ ধরনের বাটন বা প্রোগ্রাম বাটন বলা হয়। ফাইল/ফ্ল্ডোার/ড্রাইভ এর উপর মাউসের ডান বাটন ক্লিক করলে কতকগুলো প্রোগ্রাম অপশন দেখা যায়। কোন কোন মাউসের মাঝখানে একটি স্ক্রল বাটন রয়েছে। ইহার সাহায্যে স্ক্রীন উঠা নামা করানো যায়।

ক্লিক :
ক্লিক বলতে সাধারণত মাউসের বাটনে হালকাভাবে চাপ দেয়া বুঝায়। ক্লিক করে ফাইল/ফোল্ডার সিলেক্ট করা যায়।

ডাবল ক্লিক :
ডাবল ক্লিক করে ফাইল/ফোল্ডার ওপেন করা যায়।



ড্রাগ :
কোন ফাইল/ফোল্ডার চেপে ধরে স্থানান্তর করাকে ড্রাগ বলে

আগামী ক্লাসের জন্য নির্ধারিত নৈবর্ক্তিক প্রশ্নসমূহ - 

৮১। কম্পিউটারে ব্যবহৃত প্রোগ্রাম সমষ্টিকে কি বলে? 

- সফটওয়্যার

৮২। কম্পিউটারের কাজের গতি কি দ্বারা প্রকাশ করা হয়? 

- ন্যানো-সেকেন্ড

৮৩। কোনটি ছাড়া হার্ডওয়্যার কাজ করেনা? 

- সফ্টওয়্যার

৮৪। কোন কাজ করার জন্য কম্পিউটার কে কি প্রদান করতে হয়? 

-তথ্য বা ডাটা

৮৫। কম্পিউটার কিভাবে তথ্য প্রক্রিয়ার কাজ করে? 

- নির্দেশ অনুযায়ী

৮৬। কম্পিউটার যন্ত্র কোন ভাষা বোঝে? 

- নিজস্ব ভাষা

৮৭। কম্পিউটারের আউটপুট যন্ত্র নয় কোনটি?

- স্ক্যানার

৮৮। সবচেয়ে শক্তিশালী কম্পিউটার হলো -

- সুপার কম্পিউটার

৮৯। কম্পিউটার কার নির্দেশ অনুযায়ী কাজ করে?

- মানুষের

৯০। শুরতে কম্ম্পিউটার দিয়ে কোন কাজ টি করানো হত? 

- গণনার

৯১। সফ্টওয়্যার শিল্পে বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে কোন দেশ? 

- ভারত

৯২। ইন্টারনেটের একাউন্ট গ্রহণকারীদের কি বলে?

- নেটিজেন

৯৩। ইন্টারনেটের উদ্ভব হয় কোন দেশে? 

- যুক্তরাষ্ট্রে

৯৪। বর্তমান যোগাযোগের সবচেয়ে সহজ মাধ্যম কোনটি? 

- ইন্টারনেট

৯৫। Ok এবং Cancel অথবা Close বোতাম কোথায় থাকে? 

-ডায়ালগ বক্সে।

৯৬। কোন মেনুতে প্রিন্ট কমান্ড থাকে?

- File

৯৭। File, Edit, Help, View ইত্যাদি শব্দ গুলো কোথায় লেখা থাকে?

- মেনুবারে

৯৮। ফাইল সেফ করার জন্য কোন মেুনর প্রয়োজন?

- ফাইল মেনুর

৯৯। ইংরেজী বড় হাতের অক্ষর টাইপ করতে কোন বোতাম প্রয়োজন? 

- CapsLock

১০০। F1 থেকে F12 পর্যন্ত কী-গুলোকে একসাথে বলা হয় -

- ফাংশন কী


No comments:

Post a Comment