Wednesday, January 20, 2021

Class-48 (Keyboard Shortcut)

Microsoft Excel এ বহুল ব্যবহৃত কীবোর্ড শর্টকার্ট

সাধারণত আমরা Office Program ব্যবহারের ক্ষেত্রে যেমনঃ MS Word, MS Excel ইত্যাদিতে বিভিন্ন ধরনের  কমান্ডের ব্যবহার করে থাকি। আর এ সকল অপশন কমান্ড ব্যবহার করার জন্য সাধারণত আমরা মাউস দ্বারা কমান্ড করে থাকি। কিন্তু এমন অনেক অপশন আছে যেগুলোকে মাউস দ্বারা কমান্ড করা ছাড়াও কীবোর্ডের মাধ্যমে কমান্ড করা যায়। কীবোর্ডে Short-Cut Key ব্যবহারের একটি বিশেষ গুণ হল এর মাধ্যমে দ্রুত কাজ করা যায় বা সময় বাচাতে এটি খুবই কার্যকরী। তাই আমাদের আজকের আলোচনার বিষয় Microsoft Excel এ বহুল ব্যবহৃত কীবোর্ড শর্টকার্ট কী গুলোর ব্যবহার। আসুন তাহলে  জেনে নেই Microsoft Excel এ বিভিন্ন কীবোর্ড শর্টকার্ট কী ব্যবহারের নিয়ম গুলো কি কি ?


 

Ctrl + Plus (+)সেল, রো বা কলাম ইনসার্ট করার জন্য যে ডায়ালগ বক্স প্রয়োজন সেই ডায়ালগ বক্সটি পাবার জন্য এই শর্টকার্ট কী ব্যবহার করতে হয়।
 Ctrl + Minus (-)সেল, রো বা কলাম ডিলিট করার জন্য যে ডায়ালগ বক্সটি ব্যবহার করতে হয় সেই ডায়ালগ বক্সটি পেতে এই শর্টকার্ট কী ব্যবহার করতে হবে।
Ctrl + Shift + :যদি কোন সেলে তাৎক্ষণিক সময় ব্যবহার করতে চান তাহলে এই শর্টকার্ট কী ব্যবহার করতে হবে।
Ctrl + Shift + *কোন সক্রিয় সেলের পার্শ্ববর্তী সেলগুলোকে অর্থাৎ যে সেল গুলোতে কোন কিছু লিখা রয়েছে সে সেল গুলোকে একসাথে সিলেক্ট করতে এই এই শর্টকার্ট কমান্ডটি ব্যবহার করা হয়।
 Ctrl + Shift + @টাইম ফরম্যাট করার জন্য অর্থাৎ ঘন্টা, মিনিট , সেকেন্ড, AM ও PM ফরম্যাট করার জন্য এই শর্টকার্ট কী ব্যবহার করা হয়।
 Ctrl + Shift + #সাধারণত তারিখের ক্ষেত্রে অর্থাৎ দিন, মাস ও বছর ফরম্যাট করার জন্য এই শর্টকার্ট কমান্ডটি ব্যবহার করা হয়।
Ctrl + Shift + ^দুটি দশমিক স্থানের মধ্যে সাইন্টিফিক নাম্বার ব্যবহার করার জন্য এই শর্টকার্ট কী ব্যবহার করা হয়।
Ctrl + Shift + %দশমিক সংখ্যা ব্যতীত একক সংখ্যাতে পারসেনটেঞ্জ ( % ) ব্যবহার করার জন্য এই শর্টকার্ট কী ব্যবহার করা হয়।
Ctrl + Shift + $দুটি ডেসিম্যাল বা দশমিক সংখ্যার মাঝে কারেন্সি ইনসার্ট করার জন্য এই শর্টকার্ট কী ব্যবহার করা হয়।
Ctrl + Shift + _সিলেক্ট করা সেলের আউট লাইনে বর্ডার এই শর্টকার্ট কী ব্যবহার করা হয়।
Ctrl + Shift + &কোন সিলেক্ট করা সেলের আউট লাইনে বর্ডার ব্যবহার করার জন্য এই শর্টকার্ট কী ব্যবহার করা হয়।
Ctrl + Shift +(কোন হাইড করা বা লুকানো রো কে আনহাইড বা প্রকাশিত করার জন্য এই শর্টকার্ট কী ব্যবহার করা হয়।
Alt + =এক্সেলে SUM ফাংশন ব্যবহারের জন্য এই শর্টকার্ট কী ব্যবহার করতে পারেন।
 Ctrl + ; যদি কোন সেলে তাৎক্ষণিক তারিখ ব্যবহার করতে চান, তাহলে এই শর্টকার্ট কমান্ডটি ব্যবহার করতে হবে।
Ctrl + F10স্প্রেডশিটকে আংশিক মিনিমাইজ করতে এই শর্টকার্ট কী ব্যবহার করতে হয়।
Ctrl + F9স্প্রেডশিটকে সম্পূর্ণ মিনিমাইজ করতে এই শর্টকার্ট কী ব্যবহার করতে হয়।
Ctrl + F3স্প্রেডশিটে নাম পরিবর্তন করার জন্য যে ডায়ালগ বক্সটি ব্যবহার করা হয় এই শর্টকার্ট কী এর মাধ্যমে সেই ডায়ালগ বক্সটি দ্রুত আনা যায়।
Ctrl + Z কোন কমান্ড ভুল হলে যদি সেটি পুনরায় ফিরিয়ে আনতে চান অর্থাৎ আন্ডু করতে চান তাহলে এই শর্টকার্ট কী ব্যবহার করতে হয়।
Ctrl + Pকোন ডকুমেন্ট প্রিন্ট করতে প্রিন্টিং ডায়ালগ বক্সটি পাবার জন্য এই শর্টকার্ট কী ব্যবহার করতে হয়।
Ctrl + Dকোন একটি সেলের লেখাকে সেই সেলের নিচে একাধিক সেলে ব্যবহার করতে Fill Down অপশনটি ব্যবহার করতে হয়। তাই Fill Down অপশনটি ব্যবহার করতে এই শর্টকার্ট কী ব্যবহার করতে পারবেন। সে জন্যে যে কয়টি সেলে Fill Down অপশনটি ব্যবহার করবেন সে সেলগুলো প্রথমে সিলেক্ট করে এই শর্টকার্ট কী ব্যবহার করুন।
Ctrl + Uলেখাকে হাইলাইট করার জন্য লেখার নিচে আন্ডারলাইন ব্যবহার করতে এই শর্টকার্ট কী ব্যবহার করতে হয়।
Ctrl + Kলিংক ইনসার্ট করার জন্য এই শর্টকার্ট কী ব্যবহার করতে হয়।
Ctrl + Iলেখাকে ইটালিক ডিজাইনে লিখতে এই শর্টকার্ট কী ব্যবহার করতে হয়।
Ctrl + Bলেখাকে হাইলাইট করতে বা লেখার সেপ মোটা করতে এই শর্টকার্ট কী ব্যবহার করতে হয়।
Ctrl +  0কোন সিলেক্ট করা কলাম কে হাইড করতে বা লুকাতে এই শর্টকার্ট কী ব্যবহার করতে হয়।
Ctrl + C কোন সেলের লেখাকে কপি করতে চাইলে এই শর্টকার্ট কী ব্যবহার করতে হয়।
Ctrl + 1 সেল ফরম্যাটিং ডায়ালগ বক্সটি ব্যবহার করতে চাইলে এই শর্টকার্ট কী ব্যবহার করতে হবে।
Ctrl + 2 লেখাকে বোল্ড করতে এবং বোল্ড তুলে ফেলতে চাইলে এই শর্টকার্ট কী ব্যবহার করতে হবে।
Ctrl + 3ওয়ার্কশিটে যদি ইটালিক লেখা থাকে এবং আপনি যদি ইটালিক ডিজাইন তুলে ফেলতে চান তাহলে এই শর্টকার্ট কী ব্যবহার করতে হবে।
Ctrl + 4 যদি লেখার নিচে আন্ডার লাইন থাকে তাহলে সেটি তুলে ফেলতে চাইলে এই শর্টকার্ট কী ব্যবহার করতে হবে।
Ctrl + 9কোন সিলেক্ট করা রো কে হাইড করতে বা লুকাতে এই শর্টকার্ট কী ব্যবহার করতে হয়।
Ctrl + GGo To ডায়ালগ বক্সটি পেতে এই শর্টকার্ট কী ব্যবহার করতে পারবেন।
Ctrl + FFind and Replace ডায়ালগ বক্সটি পেতে এই শর্টকার্ট কী ব্যবহার করতে পারবেন।
Ctrl + L Create Table ডায়ালগ বক্সটি পেতে এই শর্টকার্ট কী ব্যবহার করতে পারবেন।
Ctrl + Nআপনি যদি নতুন ফাইল ওপেন করতে চান, তাহলে এই শর্টকার্ট কী ব্যবহার করে নতুন ওয়ার্কশীট নিতে পারবেন।
Ctrl + Oকোন ফাইল সেভ করার জন্য যে ডায়ালগ বক্সটি প্রয়োজন হয় সেটি এই শর্টকার্ট কী এর মাধ্যমে আনতে পারবেন।
Ctrl + S ডকুমেন্ট Save করার জন্য এই শর্টকার্ট কী ব্যবহার করতে হয়।
Ctrl + W ডকুমেন্ট ক্লোজ করতে চাইলে এই শর্টকার্ট কী ব্যবহার করতে পারবেন।
Ctrl + Space Barকোন কলামকে সম্পূর্ণ সিলেক্ট করতে চাইলে সেই কলামে মাউস পয়েন্টার রেখে এই শর্টকার্ট কী ব্যবহার করলে তা সম্পূর্ণ সিলেক্ট হয়ে যাবে।
Shift + Space Barকোন রো কে সম্পূর্ণ সিলেক্ট করতে চাইলে সেই রো তে সেল পয়েন্টার রেখে এই শর্টকার্ট কী ব্যবহার করলে তা সম্পূর্ণ সিলেক্ট হয়ে যাবে।
Ctrl + Home সেল পয়েন্টারটি ওয়ার্কশীটের প্রথম সেলে রাখতে চাইলে এই শর্টকার্ট কীব্যবহার করে তা করতে পারবেন। (ওয়ার্কশিটের যে যায়গায় কাজ করা হয়েছে )
Ctrl + Endসেল পয়েন্টারটি ওয়ার্কশীটের শেষের সেলে রাখতে চাইলে এই শর্টকার্ট কী ব্যবহার করে তা করতে পারবেন। (ওয়ার্কশিটের যে যায়গায় কাজ করা হয়েছে )
Ctrl + Page Upএকাধিক ওয়ার্কশীটে বাম থেকে ডানের ওয়ার্কশীটে যাওয়ার জন্য এই শর্টকার্ট কী ব্যবহার করা হয়।
Ctrl + Page Downএকাধিক ওয়ার্কশীটে ডান থেকে বামের ওয়ার্কশীটে যাওয়ার জন্য এই শর্টকার্ট কী ব্যবহার করা হয়।
Ctrl + Up Arrow Keyসেল পয়েন্টারটি ওয়ার্কশীটের সবচেয়ে উপরের রো তে নেবার জন্য এই শর্টকার্ট কী ব্যবহার করে তা করতে পারবেন।
Ctrl + Down Arrow Keyসেল পয়েন্টারটি ওয়ার্কশীটের সবচেয়ে নিচের রো তে নেবার জন্য এই শর্টকার্ট কী ব্যবহার করে তা করতে পারবেন।
Ctrl + Left Arrow Keyসেল পয়েন্টারটি ওয়ার্কশীটের সবচেয়ে বামদিকের অর্থাৎ সর্বপ্রথম কলামে নেবার জন্য এই শর্টকার্ট কী ব্যবহার করতে পারবেন।
Ctrl + Right Arrow Keyসেল পয়েন্টারটি ওয়ার্কশীটের সবচেয়ে ডানদিকের অর্থাৎ সর্বশেষ কলামে নেবার জন্য এই শর্টকার্ট কী ব্যবহার করতে পারবেন।

 

আজকের আলোচনায় আমরা আপনাদের Microsoft Excel এ বহুল ব্যবহৃত কীবোর্ড শর্টকার্ট গুলোর ব্যবহার সম্পর্কে ধারণা দেবার চেস্টা করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আগামীতে আমরা আসব আরও নতুন কোন বিষয় নিয়ে, সে পর্যন্ত ধন্যবাদ

Microsoft Excel এ Clip Art এর ব্যবহার

অনেক সময় Excel ওয়ার্কশীটে কোন ডকুমেন্ট তৈরি করার সময় ডকুমেন্টের বিষয় বস্থুকে বিশেষ ভাবে উপস্থাপন করতে অথবা ডকুমেন্টকে আকর্ষণীয় করতে বিভিন্ন ধরনের গ্রাফিক্স ব্যবহার করার প্রয়োজন হতে পারে। সে ক্ষেত্রে আপনি Excel ওয়ার্কশীটে বিভিন্ন ধরনের Clip Art ব্যবহার করতে পারেন। তাই আজ আমরা আলোচনা করবো কিভাবে Microsoft Excel এ Clip Art ব্যবহার করতে হয়। চলুন তাহলে জেনে নেই Microsoft Excel এ Clip Art ব্যবহার করার নিয়ম সম্পর্কে।


ধরুন আপনি একটি অফিসিয়াল ডকুমেন্ট তৈরি করবেন এবং সেখানে অফিস সংক্রান্ত একটি ছবি সংযোগ করতে চান।

 



A Table for Example Clip Art in Excel

উপরের ছবিতে একটি প্রতিষ্ঠানের বিভিন্ন পদের কর্মকর্তাদের পদবি এবং ইনকাম বিষয়ের একটি টেবিল উধারন হিসেবে ব্যবহার করা হল।

এখন যদি আপনি এই টেবিলের পাশে একটি Clip Art Graphic ব্যবহার করতে চান তাহলে, প্রথমে রিবনের Insert ট্যাবে ক্লিক করুন। তারপর Illustration গ্রুপের Clip Art অপশনে ক্লিক করুন, তাহলে ওয়ার্কশীটের ডান পাশে একটি অপশন আসবে। সেখানে Go লেখা অপশনে ক্লিক করুন, তারপর লক্ষ্য করুন ক্লিপ আর্ট বক্সে Clip Art এর কিছু লিস্ট আসবে। সেখান থেকে আপনার প্রয়োজনীয় Clip Art টি বাছাই করে তার উপরে ডাবল ক্লিক করুন। তাহলে সেই ক্লিপ আর্টটি ওয়ার্কশীটে চলে আসবে।

 



Use of Clip Art in Excel

উপরের ছবিতে লক্ষ্য করুন, এখানে টেবিল অনুসারে একটি মিটিং এর ছবি সংযোগ করা হয়েছে।

এখন আ০পনি চাইলে ছবিটি ওয়ার্কশীটের যে কোন স্থানে ব্যবহার করতে পারবেন। সে জন্যে ছবির উপরে Left ক্লিক করে ছবিটিকে প্রয়োজন মতো স্থানান্তর করতে পারবেন। এবার আপনি চাইলে ছবির আকার বড় অথবা ছোট করতে পারবেন। সে জন্যে ছবির উপরে ক্লিক করুন, তাহলে ছবির চারদিকে বর্ডার আসবে সেখানে প্রয়োজনীয় দিকে বর্ডারের মাঝ বরাবর মাউস রেখে Left ক্লিক করে টেনে ছবিটি সেই দিকে বড় অথবা ছোট করতে পারবেন। যদি ছবিটিকে সমান ভাবে বড় অথবা ছোট করতে চান তাহলে বর্ডারের কর্নারে মাউস রেখে Left ক্লিক করে টেনে ছবিটিকে সমান ভাবে বড় অথবা ছোট করতে পারবেন।

 



Change of Clip Art Size and Location in Excel

উপরের ছবিতে লক্ষ্য করুন, ছবির স্থান পরিবর্তন করা হয়েছে এবং ছবির আকার পরিবর্তন করার জন্য যে নিয়ম ব্যবহার করতে হয় সেগুলিকে লালদাগ দ্বারা চিহ্নিত করা হয়েছে।

বিভিন্ন ধরনের ক্লিপ আর্ট ব্যবহার করতে চাইলে Clip Art অপশনের Church for অপশনে লিখে Go তে ক্লিক করলে ক্লিপ আর্ট লিস্ট বক্সে আপনার সার্চ অনুযায়ী Clip Art চলে আসবে।

 



Search of many other Clip Art in Excel

বিভিন্ন Clip Art পাবার জন্য সার্চ অপশনটি লালদাগ দ্বারা চিহ্নিত করা হল।

যদি আপনি ছবিতে বিভিন্ন স্টাইল ব্যবহার করতে চান, তাহলে Clip Art Format অপশন থেকে আপনার পছন্দ মতো স্টাইল ক্লিক আর্টে ব্যবহার করতে পারবেন।






Use of Clip Art Styles in Excel

উপরের ছবিতে লক্ষ্য করুন, ক্লিপ আর্টে স্টাইল ব্যবহার করার অপশনটি লালদাগ দ্বারা চিহ্নিত করা হয়েছে।

 

আজকের আলোচনায় আমরা আপনাদের কিভাবে Microsoft Excel এ Clip Art এর ব্যবহার করতে হয় তার একটি ধারণা দেবার চেষ্টা করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে, ধন্যবাদ।

 

No comments:

Post a Comment