Wednesday, January 20, 2021

Class-15 (Page Layout Part-2)

Class - 15



Class-NoTopicsClass MaterialTypingHome Work
Day-151. Page Colour
2. Page Border
3. Paragraph Ribbon
4. Arrange Ribbon




মাইক্রোসফ্ট ওয়ার্ডে Page Number এর ব্যবহার

যে কোন ডকুমেন্ট এ লেখার ক্ষেত্রে Page Number একটি গুরুত্ব পূর্ণ ভুমিকা পালন করে । আসুন জেনে নেয়া যাক কিভাবে মাইক্রোসফ্ট ওয়ার্ডে এ Page Number ব্যবহার করতে হয়।

পেইজ নাম্বার নেবার পদ্ধতি

ডকুমেন্টের মধ্যে যদি অনেক পেইজ থাকে তাহলে প্রতি পেইজে আমরা পেইজ নাম্বার দিতে চাই। ডকুমেন্ট এ লেখার সময় এক পেইজ শেষ হলে এমনিতেই নতুন পেইজ চলে আসে । যদি ফাঁকা অনেকগুলো পেইজ নিতে চান, তাহলে কিবোর্ড থেকে কন্ট্রল বাটন ( Ctrl ) চেপে যতবার Enter ততগুলো নতুন পেইজ আসবে ।

ডকুমেন্টে Page Number দেয়ার জন্য প্রথমে Ribbon এর Insert Tab এ ক্লিক করতে হবে। এখানে Header & Footer নামক একটি অপশন দেখা যাবে। এ অপশন এর ভেতর একটি অপশন হল Page Number, সেখানে ক্লিক করলে এর ঠিক নিচেই একটি বক্স দেখা যাবে। এই বক্স এ Page Number এর বিভিন্ন অপশন যেমনঃ Top of Page, Bottom of Page, Page Margin, Current Position, Format Page Number রয়েছে। এখান থেকে আপনার প্রয়োজনীয় অপশন টি বাছাই করে ক্লিক করলে Page Numbering শুরু হয়ে যাবে।


পেইজ এর উপরের অংশে বা Header অংশে Page Number দেয়ার জন্য Top of Page এ ক্লিক করতে হবে। তাহলে সবগুলো Page এর উপরের অংশে Number বসবে। অনুরুপ ভাবে Footer বা নিচের অংশে Number দিতে চাইলে Bottom of Page এ ক্লিক করতে হবে। তাহলে সবগুলো Page এর নিচের অংশে Number বসবে। এবার “Close Header and Footer” এ ক্লিক করুন অথবা ডকুমেন্টের মাঝখানে ডাবল ক্লিক করুন ।

আমরা সাধারনত পেইজ নাম্বার গুলো পেইজের উপরে বা নিচেই দেখি । কিন্তু চাইলেই আপনি পেইজের ডানে বা বামেও নিতে পারেন পেইজ নাম্বার । আর তা করার জন্য   Insert এর Page Number এর  মধ্যে Page Margin এ ক্লিক করতে হবে। এখানে চারটি Option দেখা যাবে, যেমনঃ Accent Bar Left, Accent Bar Right, Vertical Left ও Vertical Right. এখান থেকে আপনার প্রয়োজনীয় টিতে ক্লিক করে তা নিতে পারেন।


Page Number ব্যবহার করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের Number যেমনঃ Capital Later, Small Later, Numeric, Roman ইত্যদি ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের Number ব্যবহার করার জন্য প্রথমে Page Number এ ক্লিক করতে হবে। এরপর Format Page Number এ ক্লিক করলে একটি ডায়ালগ বক্স দেখা যাবে। এরপর Number Format Option এর পাশে তীর চিহ্নে Click করতে হবে। এখানে বিভিন্ন ধরনের Number Option দেখা পাবেন। আপনার প্রয়োজনীয় Number Option টিতে ক্লিক করে OK ক্লিক করলে তা হয়ে যাবে।

আসুন জেনে নেওয়া যাক Page Number উঠিয়ে ফেলতে চাইলে কোন Command ব্যবহার করবেন। MS Word এ লেখার সময় Page Number এর প্রয়োজন নাও হতে পারে।

Page Number উঠিয়ে ফেলার জন্য প্রথমে Ribbon এর Insert Tab Click করুন। এরপর Header & Footer Option এর Page Number OptionClick করতে হবে তাহলে একটি বক্স দেখা যাবে। এরপর বক্স এর Option গুলোর মধ্যে Remove Page Number Click করলে Page এর Number Remove হয়ে যাবে বা উঠে যাব



আগামী ক্লাসের জন্য নির্ধারিত নৈবর্ক্তিক প্রশ্নসমূহ - 

২৮১। সি.পি.ইউ. এর অংশ নয় কী?
উঃ- মেমোরি।
২৮২। কখন প্রথম মাইক্রো-প্রসেসর প্রযুক্তির আবির্ভাব ঘটে?
উঃ- ১৯৮১ সালে।
২৮৩। কম্পিউটার পেরিফেরাল কত ভাগে ভাগ করা যায়?
উঃ- তিন ভাগে।
২৮৪। ডিফারেন্স ইঞ্জিন বা বিয়োগকরণ যন্ত্র তৈরী হয় কত সালে?
উঃ- ১৭৮৬ সালে।
২৮৫। নির্গমন মুখ সরঞ্জাম কী?
উঃ- আউটপুট ডিভাইস।
২৮৬। কমপিউটার স্মৃতিব্যবস্থা কে প্রধানত কত ভাগে ভাগ করা যায়?
উঃ- দুই ভাগে।
২৮৭। কম্পিউটারের প্রধান বৈশিষ্ট্য কী?
উঃ- ক্লান্তিহীনতা।
২৮৮। প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম কী?
উঃ- ইউনিভ্যাক।
২৮৯। কম্পিউটারের প্রধান ভাষা কোনটি?
উঃ- ইংরেজি।
২৯০।কম্পিউটারের প্রথম প্রজন্ম কত সালের মধ্যে?
উঃ- ১৯৫১-১৯৫৮ সাল।
২৯১। বাংলাদেশে প্রথম স্থাপিত কম্পিউটারের নাম কী?
উঃ- আই.বি.এম. ১৬২০ মেইনফ্রেম।
২৯২। কত সালে বাংলাদেশে কম্পিউটার স্থাপিত হয়?
উঃ- ১৯৬৪ সালে।
২৯৩। কাজের ধরণ ও প্রকৃতির উপর নির্ভর করে কম্পিউটারকে কত ভাগে ভাগ করা যায়?
উঃ- ৩ ভাগে।

২৯৪। মাউস একটি কোন ধরনের ডিভাইস?

উঃ- ইনপুট ডিভাইস।

২৯৫। মাউসে কয়টি বাটন থাকে?

উঃ- ২টি।

২৯৬। কম্পিউটারের হার্ডওয়ার কে কত ভাগে ভাগ করা যায়?

উঃ- পাঁচ ভাগে।

২৯৭। কমপিউটার কেমন করে কাজ করে?

উঃ- ইনপুট-সিপিইউ-আউটপুট।

২৯৮। সি.পি.ইউ. এর পূর্ণরূপ হচ্ছে-
 
উঃ- Central Processing Unit.

২৯৯। মাইক্রো প্রসেসর আবিষ্কারের সাল-

উঃ- ১৯৭১।

৩০০। কোন কমপিউটার পরিমাপন পদ্ধতিতে কাজ করে?

উঃ- অ্যানালগ কম্পিউটার।

3 comments:

  1. Home Work:
    ১। মোট ২০টি প্রশ্ন পড়তে হবে (২৮১ থেকে ৩০০)
    ২। এই ২০টি প্রশ্ন টাইপ করতে হবে। ফাইলটির মধ্যে আজকের ক্লাসের যাবতীয় সবকিছু থাকতে হবে। ফাইলটি অবশ্যই ডি ড্রাইভে থাকবে। নিজের নামের ফোল্ডারের মধ্যে সেভ করতে হবে।
    ৩। এরেঞ্জ রিবন - এর কাজগুলো বাসায় করবো অথবা আগামী ক্লাসে প্রাকটিক্যাল হিসাবে তৈরি করবো।
    ৪। বায়োডাটা - তৈরি করতে হবে - এবং উক্ত বায়োডাটা মেইল করতে হবে - mtajnd@gmail.com
    ৫। একটি প্যারাগ্রাফ লিখতে হবে - Tree Plantation. (Computer - MS Word )

    ReplyDelete
  2. Facebook Group Post:
    Group Name: Multimedia Training Academy
    Post;
    Name:-
    Class Number: -15
    Batch:-Afternoon A8
    Course Name: Basic
    Lecturer: - Ripon Mia
    Date: -30.7.2022
    Topics:

    ReplyDelete
  3. I have took the class for ( 02:00 - 02:30 )

    ReplyDelete