Lecture- (Query Table)
Make Query টেবিল-Microsoft Access 14
মাইক্রোসফট অ্যাক্সেস ২০১৬ টিউটোরিয়ালে আজকে আমরা Make Query Table সম্পর্কে জানবো । এর আগের পর্বের আমরা আলোচনা করেছি, Select কুয়েরি ও একাধিক টেবিল কুয়েরি সম্পর্কে । চলুন তাহলে নিচের অংশে দেখে নেই , Make Query টেবিল এর ব্যবহার সম্পর্কে ।
আগের যে টেবিল আছে সেটির উপর Make টেবিল কুয়েরি করার সময় অটোমেটিক নতুন টেবিল জেনারেট করা যায় মেক কুয়েরি দিয়ে । চলুন নিচের অংশে দেখে নেই, কিভাবে মেক টেবিল কুয়েরি করা যায় ।
আপনাদের সুবির্ধতে আমরা অনুশীলন করবার জন্য নিচের অংশে একটি Practice ডেটাবেস দিয়ে রেখেছি ।
মেক কুয়েরি টেবিল (Make Query Table)
আমি আমার ক্ষেত্রে আগের তৈরি করা ডাটাবেস এর একটি টেবিল ওপেন করে নিয়েছি । ঠিক নিচের ছবির মতো ।
Data Table
উপরের Table1 এ টেবিল ফিল্ডের সম্পূর্ণ রেকড আছে । এবার আমরা উপরের টেবিল ব্যবহার করে Make Query Table করবো ।
নিচের চিত্রে দেখুন ,
Create to Query Design
এবার আমরা Access Database এ Create মেনু থেকে Query Design লেখায় ক্লিক করবো । ঠিক উপরের ছবির লাল দাগ করা অংশে মতো ।
Query Design এ ক্লিক করার পর নিচের ছবির মতো ডাইলগ বক্স ওপেন হবে ।
Show Tableএবার Table1 টেবিল সিলেক্ট করে Add লেখায় ক্লিক করুন । দেখবেন নিচের ছবির মতো একটি অংশ ওপেন হবে । আপনার ক্ষেত্রে টেবিল নাম অন্যও হতে পারে ।
Click to Make Table
অর্থাৎ উপরের ছবির Query1 টেবিল ফিল্ড লিস্ট বের হবে । আমার ক্ষেত্রে টেবিল ফিল্ড থেকে Product, Quality এবং Price ফিল্ড ব্যবহার করবো ।
সেটি করার জন্য উপরের ছবির Design মেনুর আন্ডারে লাল দাগ করা Make Table লেখাতে ক্লিক করুন, দেখবেন নিচের ছবির মতো বক্স চলে আসবে ।
Make Table
এবার আপনি Current Database এ কুয়েরি করতে চান না Another Database দিয়ে মেক কুয়েরি করতে চান সেটি উপরের ছবি থেকে নির্ধারণ করে নিন । আমি Current Database ব্যবহার করবো, যেহতু আমরা একই টেবিল এ কাজ করছি । এরপর উপরের Table Name এর ঘরে নতুন একটি টেবিলের নাম দিন , যেমন Make Table Query । টেবিল নাম দেওয়ার পর OK লেখা বাটনে ক্লিক করুন । ক্লিক করার পর আপনার Make Table সেভ হবে । তাতক্ষনিক নতুন টেবিল ডেটাবেসে দেখাবে না ।
নিচের ছবিতে দেখুন,
Field Select
এবার কি কি ফিল্ড নিয়ে কাজ করবেন, সে ফিল্ড গুলো ড্রাগ করে Grid এ নিয়ে আসুন । আমার ক্ষেত্রে Product, quality এবং Price ফিল্ড ব্যবহার করবো । আপনার ক্ষেত্রে অন্যও হতে পারে ।
এরপর আমরা Price ফিল্ডের উপর শর্ত প্রয়গো করবো । যেমন ধরুন, ১০০০০ হাজার টাকার উপরের প্রোডাক্টগুলোর দাম লিস্ট বের করবো Price ফিল্ড থেকে । সেটি করার জন্য Criteria রো তে প্রাইজ কলামে আমরা লিখবো >10000 হাজার । উপরের ছবিতে দেখুন ।
প্রাইজ শর্ত প্রয়োগ করার পর এবার কুয়েরি রান করবো ।
Click to Run
ফিল্ডগুলো রান করার জন্য Design মেনু থেকে উপরের লাল দাগ করা Run লেখাতে ক্লিক করুন । Run এ ক্লিক করলে সেখানে নতুন একটি ট্যাব বের হবে, সেটির OK লেখা বাটনে ক্লিক করুন । ক্লিক করার পর আপনি চলে যাবেন পরের স্টেপে ।
Make Table Query
এবার উপরের ছবির বাম পাশে দেখুন, সেখানে সদ্য কুয়েরি করা 10000 এর পাইজ লিস্ট দেখা যাচ্ছে । এবার টেবিলটি ওপেন করুন , দেখবেন উপরের ছবির ডানের মতো টেবিল রেকর্ড দেখা যাচ্ছে ।
এভাবে আমরা একাধিক মেক টেবিল তৈরি করে তাতে নতুন নতুন শর্ত প্রয়োগ করতে পারি
Class - 50 [Power Point - 38]
sdfsd
টেক্স লে-আউট স্লাইড তৈরীর প্রক্রিয়াঃ কর্মপদ্ধতি- ১ মেনুবার থেকে Insert > New Slide অপশনে মাউসের পয়েন্টার দিয়ে ক্লিক করতে হবে। কর্মপদ্ধতি- ২ এই টাস্ক প্যানে ডিফল্ট হিসেবে দেয়া সকল লে-আউট দেখা যাবে। সব ধরনের লে আউট টাইপ দেবার জন্যে টাস্ক প্যানের স্ক্রলবক্সে মাউস পয়েন্টার চেপে ধরে উপর থেকে নীচে ধীরে ধীরে ড্রাগ করতে হবে। কর্মপদ্ধতি- ৩ যে লে-আউটটি পছন্দ হবে তার উপর মাউসের ক্লিক করলে লে-আউট স্লাইড প্যানে প্রদর্শিত হবে। প্লেস হোল্ডারে লেখার নিয়ম বা প্রক্রিয়াঃ টাইটেল প্লেস হোল্ডারে লেখার জন্য ঐ প্লেস হোল্ডারে কিক করতে হবে। ফলে Click to add title লেখাটি অদৃশ্য হয়ে যাবে এবং কার্সর দেখা যাবে। এবার কী বোর্ড থেকে কাঙ্খিত লেখাটি টাইপ করতে হবে। এবং লেখা সম্পাদনা করার জন্য ব্যবহার করতে হবে। লেখা শেষ হলে প্লেস হোল্ডারের বাইরে মাউসের কিক করলে কাজটি সম্পন্ন হবে। একই ভাবে অন্যান্য প্লেস হোল্ডারে কিক করে লিখতে হবে। টেক্স এর বানান পরীক্ষা করার প্রক্রিয়াঃ স্পেইলিং চেকার-এ ক্লিক করলে বা স্পেইলিং চেকারকে নিরীক্ষার আদেশ দিলে প্রেজেন্টেশনের সকল প্রেসহোল্ডারের লেখাকে একে এক পরীক্ষা করতে থাকবে এবং যে স্থানে লিখিত শব্দটিকে তার অভিধানে খুঁজে পাবে না সেখানে নিরীক্ষা বন্ধ করে থেমে গিয়ে বানান শুদ্ধ করার জন্য ডায়াগ বক্স ওপেন করে বার্তা পাঠাবে। শব্দের ভূল বানান শুদ্ধ করার প্রক্রিয়াঃ লেখার নীচে তরঙ্গের ন্যায় লাল দাগ টানা আছে এমন একটি শব্দের উপর মাউসের পয়েন্টার স্থির করে মাউসের ডান বার্টন ক্লিক করলে সম্ভাব্য এক বা একাধিক শুদ্ধ বানানসহ একটি লিষ্ট আসবে। সম্ভাব্য শুদ্ধ বানানের লিষ্ট থেকে সঠিক শব্দটি নির্বাচন করে তাতে কিক করলে বানান আপনা আপনি শুদ্ধ হয়ে যাবে।
সম্পূর্ণ প্রেজেন্টেশনের বানান পরীক্ষা করার প্রক্রিয়াঃ
প্রেজেন্টেশনটি খোলা অবস্থায় মেনুবার থেকে Tools > spelling অপশনে মাউসের কিক করতে হবে। যদি শব্দটির বানান ঠিক থাকে তবে Ignore বা Ignore All বার্টনে ক্লিক করতে হবে। ভুল বানানের জন্য Suggestions বক্সে সম্ভাব্য শুদ্ধ বানান তালিকা থেকে সঠিক বানানটি নির্বাচন করে কিক এবং পরিবর্তনের জন্য Change বা Change All বার্টনে কিক করতে হবে। তাহলে কাজটি সম্পন্ন হবে।
· HPFS: High Performance File System. · HT: Hyper Threading. · HTM: Hierarchical Temporal Memory. · HTML: Hypertext markup Language. · HTTP: Hypertext Transfer Protocol. · HTTPD: Hypertext Transfer Protocol Daemon. · HTX: Hyper Transport Expansion. · HURD: Hird of Unix-Replacing Daemons. · HVD: Holographic Versatile Disk. · HZ: Hertz.
Class - 58(Google)
গুগল GOOGLE
বিজ্ঞাপন
No comments:
Post a Comment