Wednesday, January 20, 2021

Class-18 (Review Menu)

 

Class - 18




Class-NoTopicsClass MaterialTypingHome Work
Day-181. Proofing Ribbon
2. Comments Ribbon
3. Tracking Ribbon
4. Changes Ribbon
5. Compare Ribbon
6. Protect Ribbon



ওয়ার্ড ডকুমেন্টে Symbol এর ব্যবহার

সিম্বল হল এক বিশেষ ধরনের প্রতীক বা চিহ্ন যেমনঃ ©,£,,±,≤,≥,™,®,¥, এছাড়াও আলফা, বিটা, গামা ইত্যাদি চিহ্ন গুলো মাঝে মাঝে লেখার মধ্যে ব্যবহার করা হয়।  ডকুমেন্ট অথবা যে কোন কিছু লেখার সময় Symbol বা এই বিশেষ চিহ্ন ব্যবহারের প্রয়োজন হতে পারে। আমরা অন্য একটি পোষ্টে আলোচনা করেছি কিভাবে MS Word এ গাণিতিক সমীকরন নিতে হয় । আর এ্খানে আলোচনা করছি কিভাবে মাইক্রোসফ্ট ওয়ার্ড ডকুমেন্টে Symbol Insert করতে বা নিয়ে আসতে হয়।

Symbol ব্যবহারের Command: 

সাধারণত কিবোর্ডে সবরকম সিম্বল বা চিহ্ন গুলো থাকে না। MS Word এ লেখার মাঝে সিম্বল ব্যবহার করতে চাইলে প্রথমে Insert Ribbon এ ক্লিক করতে হবে। এবার Ribbon এ একটি Symbols অপশন দেখতে পাবেন যার মধ্যে Equation এবং Symbol নামের দুটি আলাদা অপশন আছে (ডান কোনাতে )। এবার Symbol অপশনে ক্লিক করুন, তাহলে Symbol List Box আসবে। এখান থেকে আপনার প্রয়োজনীয় সিম্বলটিতে ক্লিক করলে তা Word Page এ চলে আসবে। যদি আরও সিম্বলের প্রয়োজন হয় তাহলে Symbol List Box এর নিচে More Symbols এ ক্লিক করুন।

MS Word Picture Insert এবং Formatting এর ব্যবহার

MS Word  ডকুমেন্টে  কিছু লেখার মাঝে প্রায়ই ছবি সংযোগ করতে হয়। এ ক্ষেত্রে ডকুমেন্টে ছবি সংযোগ করার জন্য  Insert Picture অপশন টি ব্যবহার করে যেকোনো  ছবি সংযোগ করা যায়। আসুন আজ আমরা জানবো কিভাবে MS Word  ডকুমেন্টে  ছবি সংযোগ করতে হয়।

Image Insert:


ওয়ার্ড ডকুমেন্টে  ইমেজ ইনসার্ট বা ছবি সংযোগ করার জন্য প্রথমে যে জায়গায়  ইমেজ ইনসার্ট করতে চান সে জায়গায় কারসর পয়েন্ট রাখুন। এরপর রিবনের Insert Tab এ ক্লিক করে Illustrations গ্রুপ এর Picture অপশন এ ক্লিক করুন।   Insert Picture নামে একটি ডায়ালগ বক্স আসবে,  সেখান থেকে যে লোকেশনে আপনার প্রয়োজনীয় ইমেজটি আছে সে লোকেশন এ গিয়ে ইমেজটি সিলেক্ট করুন। এরপর  Insert এ  ক্লিক করুন, তাহলে ইমেজ বা ছবিটি ওয়ার্ড ডকুমেন্টে  চলে আসবে এবং ইমেজটি সিলেক্ট অবস্থায় থাকবে। ডকুমেন্টের ফাঁকা জায়গায় ক্লিক করুন, তাহলে ইমেজটি ডিসিলেক্ট হয়ে যাবে।

 


আগামী ক্লাসের জন্য নির্ধারিত নৈবর্ক্তিক প্রশ্নসমূহ -

৩৪১। রেজিস্টার হচ্ছে ——
উঃ-  কেন্দ্রীয় প্রক্রিয়াকরণের অংশে অস্থায়ী তথ্য ধারণের স্থান।

৩৪২। গাণিতিক ফলাফল সংরক্ষণের জন্য কোন রেজিস্টার ব্যবহার করা হয় ?
উঃ- অ্যাকুমোলেটররেজিস্টার।

৩৪৩। কম্পিউটারের বাসগুলো কী?
উঃ- কন্ট্রোলবাস, ডাটাবাস, ফেসসাইকেল, PCI.

৩৪৪। র‌্যামের বৈশিষ্ট কি ? 
উঃ- বিদ্যুৎ চলে গেলে ডাটা মুছে যায়।

৩৪৫। প্রথম 
কম্পিউটার প্রোগ্রামার কে ?
উঃ- লেডি এ্যাডা অগাস্টা।

৩৪৬। I.B.M এর পূর্ণরূপ কোনটি ?
উঃ- International Business Machine.

৩৪৭। কাজের প্রকৃতি অনুসারে 
কম্পিউটারকে তিন ভাগে ভাগ করা হয় সেগুলো কী কী ?

উঃ- এনালগ, ডিজিটাল, হাইব্রিড।


৩৪৮। প্রিন্টার তিন ধরনের হয় সেগুলো কী ?
উঃ- লেজার, ইনকজেট, ডটম্যাট্রিক্স।


৩৪৯। লাইটপেন হল এক ধরনের ——-কী ?
উঃ- ইনপুট ডিভাইস।

৩৫০। ডটমেট্রিক্স প্রিন্টারের মুদ্রণ হয় কিসের সাহায্যে ?
উঃ- পিন ও রিবণের সাহায্যে।

৩৫১। কোনটি উচ্চ ঘনত্বের মুদ্রণ যন্ত্র ?
উঃ- লেজার প্রিন্টার।

৩৫২। প্লটার কোন ধরনের যন্ত্র ?
উঃ- আউটপুট ডিভাইস।

৩৫৩। প্লটার কী ?
উঃ- মানচিত্র ও অন্যান্য নক্সা প্রিন্ট করার জন্য এক ধরনের প্রিন্টার যা পেন এর সাহায্যে প্রিন্ট হয়ে থাকে।

৩৫৪। মডেম কোন ধরনের যন্ত্র ?
উঃ- ইনপুট ও আউটপুট যন্ত্র যা তথ্য আদান-প্রদান করে থাকে।

৩৫৫। কোন যন্ত্রের সাহায্যে 
কম্পিউটার ভাষাকে টেলিফোনের ভাষায় এবং টেলিফোনের ভাষাকে কম্পিউটারের ভাষায় রুপান্তর করে তথ্য প্রেরণ ও গ্রহণ করা যায় ?
উঃ- মডেম।
৩৫৬। Modulator ও Demodulator এর সংক্ষিপ্ত রূপ কী ?
উঃ- MODEM.

৩৫৭। ডিজিটাল ক্যামেরা তে কী প্রয়োজন হয়না ?
উঃ- ফিল্ম।

৩৫৮। পোস্ট স্ক্রিপ্ট কী?
উঃ- প্রিন্টারের ভাষা।

৩৫৯। পারসোনাল 
কম্পিউটার এর কারিগরি নাম কী ?
উঃ- মাইক্রো 
কম্পিউটার

৩৬০। ক্লোন কী ? 

উঃ- আই.বি.এম. পিসির নকল ।

No comments:

Post a Comment