Wednesday, January 20, 2021

Class-29 (Auto Fill,Excel Password, Ms Excel)

  

Class - 29




Class-NoTopicsClass MaterialTypingHome Work
Day-29
1. 
Auto Fill,Excel Password, Ms Excel


বাংলা টাইপিং এবং ইংরেজি টাইপিং 


MS Excel এ বর্ণ বা অক্ষর এর ক্রমিক লিস্ট তৈরি করবো কিভাবে

বর্ণ বা অক্ষর এর ক্রমিক লিস্ট তৈরি করার নিয়মঃ

মাইক্রোসফট এক্সেল এ বর্ণ বা অক্ষর ব্যবহার করে ক্রমিক লিস্ট তৈরি করার জন্য প্রথমে আপনি  মাইক্রোসফ্ট এক্সেল প্রোগ্রামটি ওপেন করুন। এবার ধরুন আপনি ১ থেকে ১০০ নিবেন, A1 Cell এ 1 এবং A2 cell এ 2 লিখার পর দুটোই সিলেক্ট করে এবার A1 ও A2 cell select করে A2 সেলের নিচের কোনায় মাউস নিয়ে গেলে যে + সাইন আসে তাতে ক্লিক করে  নিচের দিকে টানলে দেখবেন যে ক্রম আকারে সংখ্যা আসবে । কিন্তু একই ভাবে a b লিখে টানলে দেখবেন আসছেনা ।

এক্সেলে একটি ফাংশন আছে char() যা নাম্বার কে বর্নে  রুপান্তর করে । আর char(65) এর আউটপুট হয় A, তো আমরা যদি  65 66 … 90 পর্যন্ত আগের মতো বের করে নেই এবং পরে সেই নাম্বার গুলো character এ convert করি তাহলে কেমন হয় ?

তো c1 cell এ   করে 65 থেকে 90 পর্যন্ত টেনে নিন খুব সহজেই । দেখে নিতে পারেন উপরের ১৬ সেকেন্ডের ছোট্ট ভিডিও টি ।



excel 1

ওপেন করার পর উপরে ছবিটির মতো বাম পাশে ৬৫ থেকে ৯০ পযন্ত সংখ্যা বসানো হয়ে গেলে উপরের লাল মার্ক করা D1 সেলে এ টাইপ করুন =CHAR(c1) এবং Enter চাপুন। Enter চাপলে সেখানে বড় হাতের A দেখা যাবে। এবার A to Z নিয়ে আসার জন্য  D1 সেলে ক্লিক করে অটো ফিল করুন D25 cell পর্যন্ত, পেয়ে যাবেন A to Z.  কিন্তু এরা C column এর ডাটার উপরে নির্ভরশিল । তাহলে কি করা যায় ?

 



A to Z using carh() function in ms excel.

প্রথমেই A to Z যেগুরো মাত্র তৈরি করলেন সেগুলো সিলেক্ট করুন । তার পর সেগুলোকে কপি করবার জন্য Ctrl + C চাপনু অথবা এর উপর রাইট ক্লিক করেও Copy করতে পারেন ।  এর পর ধরে নিলাম যে আপনি সেগুলো কে A কলামে নিবেন । তো A1 cell  এ রাইট ক্লিক করে Values আকারে সেভ করুন । নিচের ছবিতে দেখুন, এক্সেলে কোন লিখা বা ফরমুলা থেকে বের হওয়া রেজাল্ট গুলো কপি করে অন্য জায়গায় নেবার জন্য সেগুলো কপি করে অন্য জায়গায় ভেলু আকারে রাখা হয় । আর কপি থাকা অবস্থায় অন্য সেলে রাইট ক্লিক করলে 123 সহ একটি আইকন আসে Paste Options এ ।



save as value

 

 

ছোট হাতের বর্ণ বা অক্ষর এর ক্রমিক লিস্টঃ



a to z excel

ঠিক উপরের নিয়ম অনুসারে করতে হবে। কিন্ত এখানে ৬৫ স্থানে ৯৭ বসিয়ে দিন এবং এর পরের ঘরে ৯৮ বসিয়ে AutoFill করে ১২২ পর্যন্ত যান । এর পর D2 সেলে আগের মতোই ফরমুলা লিখে Autofill ব্যবহার করুন । পেয়ে যাবেন ছোট হাতের a – z এর  তালিকা ও ।


কিভাবে মাইক্রোসফট এক্সেলে পাসওয়ার্ড দিবেন – ওয়ার্কশিটে পাসওয়ার্ড

মাইক্রোসফট এক্সেলে পাসওয়ার্ড

মাইক্রোসফট এক্সেল দিয়ে গানিতিক, লজিক্যাল, পরিসংখ্যানিক বিভিন্ন হিসাব নিকাশে ব্যাবহার করা হয়ে থাকে। আমরা মাইক্রোসফট এক্সেলের ওয়ার্কশিটের ডাটাকে প্রোটেক্টেড বা নিরাপদে রাখার জন্য পাসওয়ার্ড ইউজ করবো। আমরা আসলে একটি ওয়ার্কশিটে পাসওয়ার্ড  দিবো ।  প্রথমে আপনি যে ফাইলটির ওয়ার্কশিটে পাসওয়ার্ড দিতে চাচ্ছেন সেটি ওপেন করে নিচের ছবিতে লক্ষ করুন।



Excel ওপেন করে Review থেকে Protect Sheet

উপরের ছবিটিতে ভালো ভাবে লক্ষ করুন। মাইক্রোসফট এক্সেল ওপেন করলে  উপরের বেশ কিছু সাব ট্যাব দেখা যায়, সেখান থেকে লাল মার্ক করা Review ট্যাবে ক্লিক করুন।  Review  ট্যাবে ক্লিক করলে নিচে অপশন দেখা যাবে, সেখানে লাল মার্ক করা Protect Sheet লেখা অপশনে ক্লিক করুন।  নিচের ছবিটির মতো একটি নতুন ট্যাব দেখা যাবে।



Excel এ Protect Sheet

উপরের ছবিটিতে ভালো ভাবে লক্ষ করুন। মাইক্রোসফট এক্সেলে সেল বা রো বা কলাম কিংবা শীট লক বা পাসওয়ার্ড দেওয়ার জন্য  ছবিটির লাল মার্ক করা বক্সে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে  নিচের OK লেখা বাটনে ক্লিক করুন।  OK বাটনে ক্লিক করলে নিচের ছবির মতো একটি ট্যাব ওপেন হবে। সেখানে আপনাকে একই পাসওয়ার্ড দিতে হবে। নিচের ছবিতে লক্ষ করুন।



উপরের ছবিটিতে লক্ষ করুন।  সেটি হচ্ছে আপনার কনফার্ম পাসওয়ার্ড। কনফার্ম পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে, আবার OK বাটনে ক্লিক করুন। আপনার মাইক্রোসফট এক্সেলে শিটে পাসওয়ার্ড লেগে যাবে।  এবার সদ্য পাসওয়ার্ড  শিট টির বিভিন্য সেল গুলোতে ক্লিক করে দেখুন,  কাজ করবেনা । নিচের ছবির মতো মেসেজ দিবে ।



Excel Sheet lock

ওয়ার্কশিটে পাসওয়ার্ড রিমুভ করবো কিভাবে 

ঠিক যে ভাবে পাসওয়ার্ড দিয়েছিলেন, একই ভাবে গিয়ে Review থেকে Unprotect Sheet এ গিয়ে ক্লিক করুন ।

 



Unprotect Sheet

সেখানে গিয়ে আবার সেই একটি পাসওয়ার্ড দিয়ে ওকে করলেই হল । আসা করছি আপনিও পারবেন আপনার এক্সেল শিট কে প্রটেক্টেড রাখতে ।


এম এস এক্সেলে Auto Fill এর ব্যবহার

নিচে আমাদের আলোচনায় মনোযোগ রাখুন, আশা করা যায় খুব সহজেই এম এস এক্সেলে AutoFill এর ব্যবহার শিখে ফেলবেন।



For Example Use of Auto Fill Option in MS Excel

উপরের চিত্রে লক্ষ্য করলে দেখবেন, এখানে আমি একটি এক্সেল ওয়ার্কশীটের বিভিন্ন সেলে কিছু লিখেছি। লেখা গুলো লক্ষ্য করলে দেখবেন একটি সংখ্যা অর্থাৎ একটি সিরিয়াল নাম্বার, তারপর সময়, দিনের নাম, সংক্ষেপে মাসের নাম, মাসের পুরো নাম, লেসন সংখ্যা, সাল ইত্যাদি।

এখন আমরা এই এক্সেল ওয়ার্কশীটে বিভিন্ন সেলের লেখা গুলোর উপরে Auto Fill অপশন ব্যবহার করে দেখবো সেগুলো কি ধরনের আচরণ করে বা এক্সেলে Auto Fill অপশনটি ব্যবহারের সুবিধা কি ! এছাড়াও কিভাবে এই অপশনটি আপনার হিসাব তৈরির ক্ষেত্রে সময় বাঁচিয়ে দেয়।

Auto Fill Option টি ব্যবহার করার জন্য আপনাকে প্রথমে লিখিত বিষয়ের সব গুলো সেলকে সিলেক্ট করতে হবে। তারপর সিলেক্ট লাইনের ডানদিকে নিচের অংশে একটি ডার্ক সার্ক অংশ রয়েছে। এই ডার্ক সার্ক অংশে মাউস রাখলেই মাউসের আকারটি প্লাস আকার ধারণ করবে, তাহলে বুঝতে হবে এটি এখন Auto Fill অপশন ব্যবহার করার জন্য রেডি হয়েছে।

এবার মাউসে Left বাটন চেপে ধরে ডার্ক করুন অর্থাৎ নিচের দিকে প্রয়োজন মতো সেল গুলো পুরন করুন। নিচের ছবিতে লালদাগ চিহ্নিত অংশে লক্ষ্য করলে ডার্ক সার্ক অংশটি দেখতে পাবেন।

 



Fiend Dark Sark point For Use Auto Fill in MS Excel

উপরের ছবি থেকে নিশ্চয় ডার্ক সার্ক অংশটি চিনতে পেরেছেন। এখন এই ডার্ক সার্ক অংশে মাউস রাখলেই মাউসের আকার হবে প্লাস এর মতো। এখন আমরা দেখবো নিচের সেল গুলো ডার্ক করলে Auto Fill অপশন কি রেজাল্ট আমাদের দেয়। চলুন দেখিঃ

 



After Dark the Bellow Sells

উপরের চিত্রে দেখুন, নিচের সেল গুলো ডার্ক করা হয়েছে। ফলে Auto Fill Option এর কাজ আমরা দেখতে পাচ্ছি।

দেখুন কিছু বুঝতে পারছেন। ক্রমিক নাম্বার, সময়, দিন, মাসের সংক্ষিপ্ত নাম, মাসের পুরো নাম, লেসন সংখ্যা, সাল গুলো কেমন অটোম্যাটিক পর্যায়ক্রমে সজ্জিত হয়েছে। এই হল Auto Fill Option এর জাদু। কিন্তু এখানেই শেষ নয়। এই অপশনের আরও কিছু কাজ রয়েছে। এখন আমরা এই অপশনের আরও নানাবিধি কাজ গুলো সম্পর্কে জানবো।

আপনি চাইলে এই Auto Fill Option প্রয়োগ করে আরও বিভিন্ন ধরনের ফরম্যাটিং করতে পারবেন। সে ক্ষেত্রে আপনাকে Auto Fill অপশনে ক্লিক করতে হবে, তাহলে দেখবেন একটি অপশন মেনু আসবে। এই অপশন মেনু থেকে আপনি চাইলে Fill Copy করতে পারবেন, ফিল করার সাথে সাথে ফরম্যাটিং করতে পারবেন, ফরম্যাটিং ব্যাতিত ফিল করতে পারবেন, এবার শুধু মাত্র কোন নির্দিষ্ট সেলের ডাটা ফিল করতে পারবেন। নিচের ছবিতে দেখুনঃ



Use of Fill Option For Others Formatting Command

উপরের চিত্রে লক্ষ্য করলে দেখবেন কিভাবে Fill Option প্রয়োগ করে ফরম্যাটিং করবেন সেই অপশন গুলো দেখানো হয়েছে। এখানে একটি বিষয় আমরা প্রথমে যে ডাটা গুলোতে Auto Fill Option ব্যবহার করেছি সেগুলো Fill Series অবস্থায় থাকার কারনে প্রত্যেকটি ডাটার সিরিজ আকারে রেজাল্ট দিয়েছে।

যদি কপি করতে চান তাহলে Copy Cells, ফরম্যাটিং এর জন্য Fill Formatting, ফরম্যাটিং ছাড়া ফিল করতে চাইলে Fill Without Formatting, শুধু মাত্র দিনের ডাটা গুলো ফিল করতে চাইলে Fill Days এই ভাবে আপনার প্রয়োজন মতো এই অপশনটি ব্যবহার করতে পারবেন।

এছাড়াও আপনি যখন কোন হিসাব তৈরির ক্ষেত্রে ফর্মুলা প্রয়োগ করবেন এবং ফর্মুলা প্রয়োগের পর যে রেজাল্ট আসবে সেই একই ফর্মুলাই প্রয়োজনীয় সকল সেলের ডাটা গুলো নতুন করে তৈরি করার প্রয়োজন হবেনা। এই Auto Fill Option এর মাধ্যমে আপনি খুব সহজেই একই ফমুলাই ডার্ক সার্ক করে প্রয়োজনীয় সেলের রেজাল্ট বের করতে পারবেন। এটি এই অপশনটির একটি জাদুকরী বৈশিষ্ট যা আপনার অনেক সময় ধরে হিসেব তৈরির কাজকে এক নিমেষেই নির্ভুল ভাবে করে দেবে।

যেমন ধরুন আমরা যে ডাটা গুলোতে Auto Fill Option প্রয়োগ করলাম, সেই একই ডাটা প্রতিটি সেলে লিখতে কতো সময়ের প্রয়োজন হত। তাহলে বুঝতেই পারছেন এই অপশনটি ব্যবহারের সুবিধা কতটুকু। এ পর্যন্ত আমরা Auto Fill Option এর কাজ শুধু মাত্র মাউসের মাধ্যমে দেখিয়েছি। রিবন থেকেও আপনি Auto Fill Option টি ব্যবহার করতে পারবেন। সে ক্ষেত্রে আপনাকে Home ট্যাবের Editing গ্রুপে Fill অপশনটি দেখতে পাবেন।

 



Use of Fill Option in Home Tab of Ribbon

উপরের চিত্রে রিবন থেকে ফিল অপশনটি দেখানো হয়েছে।

বন্ধুরা আশা করি এক্সেল প্রোগ্রামের এই জাদুকরী অপশন সম্পর্কে মোটামুটি ভাবে কিছু ধারণা পেয়েছেন। এখন নিশ্চয় এই অপশনটি প্রয়োগ করে এক্সেলে দ্রুত কাজ করতে পারবেন। আমরা চেষ্টা করেছি আপনাদের ধারণা দেবার কিভাবে এম এস এক্সেলে Auto Fill এর ব্যবহার করতে হয়। যদি আমাদের এই আলোচনা আপনার ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে শিখতে সাহায্য করুন আপনার প্রিয়জনদের আর কমেন্ট করে আপনার মতামত জানান আমাদেরকে। আমরা চেষ্টা করবো আপনার প্রয়োজনীয় তথ্য গুলো আমাদের এই সাইডে দেবার জন্য। কারন জানতে এবং জানাতে আপনার পাশে আছে কিভাবে.কম। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ…



No comments:

Post a Comment