Wednesday, January 20, 2021

Class-07 (Find, Replace, Goto, Select All)

 Multimedia Training Academy

Class - 07 



Class-NoTopicsClass MaterialTypingHome Work
Day-71. Styles
2. Find
3. Replace
4. Go to
5. Review of Home menu

Select All=Ctrl+A
Find=Ctrl+F
Replace=Ctrl+H
Go to=Ctrl+G

asdfghjkl;


লেখা Undo/Redo করার Command:

আমরা অনেক সময় ভুল করে অনেক লেখা Delete বা Paste করি । এ অবস্থা হতে আবার আগের অবস্থানে ফিরে যেতে চাইলে Undo করা হয় । আবার Undo করার পর যদি মনে হয় যে না যা ছিল তাই ঠিক ছিল । তাহলে Redo করে ফিরে যাওয়া যায় । শুধু Delete বা Paste এর ক্ষেত্রেই নয়, লেখাতে যেকোন Format দেবার পর যদি মনে হয় আগের টি ই ভাল ছিল, তবে Redo করে আগের অবস্থানে ফিরে যাবেন ।  Undo আর Redo মাইক্রোসফ্ট এর মোটামুটি সব প্রোগ্রামের ক্ষেত্রেই একই ।

Undo করার Command :
লিখাকে Cut বা Delete করার পর পূনরায় ফিরিয়ে আনার জন্য Undo করা হয় । Quick Access Toolbar এ দেখুন Undo নামে একটি আইকন আছে, সেখানে ক্লিক করে আনডু করতে পারেন । Keyboard Command Ctrl+Z.

Redo করার Command :
Undo করার আগে যে অবস্থায় ছিল সে অবস্থায় ফিরে যেতে Redo করা হয় । Quick Access Toolbar এ দেখুন Redo নামে একটি আইকন আছে, সেখানে ক্লিক করে রিডু করতে পারেন । Keyboard Command Ctrl+Y.

৭.১ উইন্ডোজ চালু করে কোন প্রোগ্রামে যাওয়ার নিয়মঃ

* Start বাটন ক্লিক করতে হবে।

* Programs এ ক্লিক করতে হবে।

* Programs এর অধীনে অবস্থিত অতিরিক্ত প্রোগ্রাম ক্লিক করতে হবে।

৭.২ ফাইল তৈরী করাt 

* ডেস্কটপ স্ক্রিনের ফাঁকা জায়গায় মাউসের ডান বাটন ক্লিক করতে হবে।

* New এর অধীনে Text Document ক্লিক করতে হবে।

* যে কোন নাম টাইপ করে এন্টার চাপলে একটি ফাইল তৈরী হয়ে যাবে।

 ৭.৩ ফোল্ডার তৈরী করাঃ

* ডেস্কটপ স্ক্রিনের ফাঁকা জায়গায় মাউসের ডান বোতাম ক্লিক করতে হবে।

* New  এর অধীনে Folder ক্লিক করতে হবে।

* যে কোন নাম টাইপ করে এন্টার চাপলে একটি ফোল্ডার তৈরী হয়ে যাবে।

৭.৪ মিনিমাইজ, মেক্সিমাইজ ও ক্লোজ বাটনঃ

কোন প্রোগ্রাম রান করার পর উহা ক্লোজ করার প্রয়োজন হয়। তাছাড়াও কাজ করার ক্ষেত্রে প্রোগ্রাম গুলো মিনিমাইজ ও মেক্্িরমাইজ করার প্রয়োজন হতে পারে।
ক্লাজ বাটন ঃ কোন প্রোগ্রাম রান করার পর উহা বন্ধ করতে হলে এই বাটনের মাধ্যমে বন্ধ করা যাবে।
মেক্্িরমাইজ বাটন ঃ এই বাটন ক্লিক করে প্রোগ্রাম উইন্ডো ছোট/বড় করা যায়।
মিনিমাইজ বাটন: এই বাটন ক্লিক করে কোন প্রোগ্রাম টাস্কবারে রাখা যায়। আবার টাস্কবার থেকে প্রোগ্রাম উইন্ডোতে আনা যায়।

৭.৫ ডেস্কটপ স্ক্রিনে আইকন সাজানো t

* ডেস্কটপের ফাঁকা কোন জায়গায় মাউসের ডান বোতাম ক্লিক করতে হবে এবং শর্টকাট মেনু আসবে।

* শর্টকাট মেনুর Arrange Icons এর সাব মেনু হতে By name ক্লিক করতে হবে।

৭.৬ কোন ফোল্ডার ও ফাইলের নাম পরিবর্তন করা t

* ফোল্ডার/ফাইল সিলেক্ট করে মাউসের ডান বোতাম ক্লিক করতে হবে।

* শর্টকাট মেনু হতে Rename অপশনে ক্লিক করতে হবে।

* পরিবর্তিত নাম টাইপ করে এন্টার কী চাপতে হবে।

৭.৭ কোন ফোল্ডার ও ফাইল মুছাt

ফোল্ডার/ফাইল সিলেক্ট করে Delete কী চাপলে ফোল্ডার/ফাইল মুছে যাবে। মুছে যাওয়া ফোল্ডার/ফাইল রিসাইকেল বিন ফোল্ডারে চলে যাবে।

৭.৮ মুছা ফোল্ডার/ফাইল রিসাইকেল বিন হতে ফেরত আনাt

* রিসাইকেল বিন আইকন ডবল ক্লিক করে ওপেন করতে হবে।
* যে ফোল্ডার/ফাইল ফেরত আনা হবে তা সিলেক্ট করতে হবে।
* ফাইল মেনু হতে রিষ্টোর ক্লিক করলে মুছা ফোল্ডার/ফাইল যথাস্থানে চলে যাবে।

৭.৯ ফোল্ডার/ফাইল রিসাইকেল বিন হতে স্থায়ীভাবে মুছাt

* Recycle Bin আইকন ডাবল ক্লিক করে ওপেন করতে হবে।
* File মেনু হতে Empty Recycle Bin ক্লিক করতে হবে।

৭.১০ কোন ফোল্ডার/ফাইলের প্রোপারটিজ দেখাt

* ফোল্ডার/ফাইল সিলেক্ট করে মাউসের ডান বোতাম ক্লিক করতে হবে।
* শর্টকাট মেনু হতে Properties ক্লিক করতে হবে।

৭.১১ হার্ডডিস্কের কোন ফাইল/ফোল্ডার পেন ড্রাইভে কপি করাt 

* হার্ডডিস্কের যে ফোল্ডার/ফাইল কপি করব তা সিলেক্ট  করে Copy কমান্ড দিতে হবে।
* পেন ড্রাইভটি ওপেন করে পেষ্ট কমান্ড দিতে হবে।




 

Set your Finger & Type

1. ASDF JKL;
2. ;lkj fdsa
3. asdfghjkl;
4. ;lkjhgfdsa
5. Dad
6. Sad 
7. Dash 
8. Cash
9. All
10. Salad

১২১। কম্পিউটার প্রধানত কয় প্রকার?

- ৩

১২২। ওয়ার্ড প্রসেসিং প্যাকেজ নয় কোনটি?

- ওয়ার্ড প্রসেসর

১২৩। ৫৩ D কোন ধরনের সংখ্যা?

- হেক্সাডেসিমাল

১২৪। সংখ্যা পদ্ধতি মোট কত প্রকার? 

- ৪ প্রকার

২৫। ফাংশন কি কোন গুলি?

- F1-F12

১২৬। 0-09 পর্যন্ত Key গুলোর নাম কী? 

– Numeric Key

১২৭। কোনটি স্পেশাল Key।

- Space bar

১২৮। একটি Antivirus সফ্টওয়্যারের নাম লিখ?

– Norton

১২৯। MS word-এ Select All এর শর্টকাট কমান্ড কি? 

– Ctrl+A

১৩০। LAN এর পূর্ণনাম লিখ? 

– Local Area Network

১৩১। WWW এর পূর্ণনাম লিখ?

- World Wide Web

১৩২। Save কোন মেনু তে রয়েছে?

- File

১৩৩। মেনুবারে কয়টি মেনু আছে।

– ৯টি

১৩৪। Save এর শর্টকাট কমান্ড লিখ। 

- Ctrl+S

১৩৫। MS word-এ Symbol কোন মেনু তে আছে।

– Insert

১৩৬। File অর্থ কি? 

– নথিপত্র

১৩৭। Data Processing কয় প্রকার?

- ৩

১৩৮। জ্জ্ব কিভাবে লিখতে হয়…

– জ+G+জ+G+ব

১৩৯। IBM PC প্রথম বাজারে আসে…

- ১৯৮১ সালে

১৪০। মাইক্রোসফ্ট উইন্ডোজ 3.1 বাজারে আসে…

– ১৯৯২ সালে

1 comment:

  1. Practical-01: Write a Paragraph on Load Shading and apply the above Tools.

    ReplyDelete