Wednesday, January 20, 2021

Class-06 (Description of Computer Software)


Class-NoTopicsClass MaterialTypingHome Work
Day-61. Description of windows(Folder, File, My Computer, My document, Recycle bin, Start button).
2. What Is Taskbar, Desktop, Window?
3. Use of Mouse. 
4. MS-Word Font( 
Show / Hide, Align Left, Center, Align Right Justify, Line Spacing, Shading)  
1. Show / Hide =  Ctrl+ *
2. Align Left      = Ctrl + L
3. Center           = Ctrl + E
4. Align Right = Ctrl + R
5. Justify         = Ctrl + J
Write Something about The Earth within 200 Words.



৬.১ উইন্ডোজ কীঃ  
Answer: উইন্ডোজ একটি চিত্র ভিত্তিক অপারেটিং সিষ্টেম। এই অপারেটিং সিষ্টেমে আইকন এর উপর ক্লিক করে কাজ করা যায়। যার ফলে এই অপারেটিং সিষ্টেম কম্পিউটার ব্যবহারকারীর নিকট অধিক জনপ্রিয় হয়ে উঠেছে । একজন সাধারণ ইউজারও আইকনের চিত্র দেখে সহজে কাজ করতে পারে।

৬.২ উইন্ডোজ চালু করার নিয়মঃ
Answer: কম্পিউটারের সব কানেকশন ঠিক করে সিষ্টেম ইউনিট এর পাওয়ার সুইচ চাপ দিতে হবে। 
তাহলেই উইন্ডোজ চালু হবে।

৬.৩ উইন্ডোজ অপারেটিং সিষ্টেমে কি কি কাজ করা সম্ভব ?
Answer:
  • উইন্ডোজ ফাইল বা ফোল্ডার তৈরী করা এবং সেগুলো মুছা যায়।
  • উইন্ডোজ স্ক্রিন পরিবর্তন করা যায়।
  • উইন্ডোজে গেমস খেলা, গানশুনা  ও সিডি দেখা যায়।
  • হার্ডডিস্ক বা অন্য কোন ডিস্কের তথ্য মুছা, ফাইল বা ফোল্ডার স্থানান্তরিত করা, হার্ডডিস্ক রিপেয়ার করা, হার্ডডিস্কে রক্ষিত তথ্যগুলো কমান্ডের মাধ্যমে সাজানো ইত্যাদি কাজ করা যায়।
  • উইন্ডোজে ইন্টারনেট ব্রাউজিং এর কাজ করা যায়।
  • উইন্ডোজের মাধ্যমে ইন্টারনেট সংযুক্ত বিশ্বের যেকোন কম্পিউটারে তথ্য প্রেরণ করতে পারি এবং যে কোন স্থান থেকে তথ্য পেতে পারি।

৬.৪ উইন্ডোজের বিভিন্ন অংশের বর্ণনা K‡iv ?

Answer: ফোল্ডার - ফোল্ডারের মধ্যে ফাইল রাখা হয়। তাছাড়াও ফোল্ডারের মধ্যে ফোল্ডারও রাখা যায় একে সাব-ফোল্ডার বলে।
               ফাইল - ফাইলের মধ্যে তথ্য সংরক্ষন করা হয়।
           মাই কম্পিউটার (My Computer)t  মাই কম্পিউটার আইকন ক্লিক করলে কম্পিউটারের রক্ষিত ড্রাইভগুলো প্রদর্শিত হবে। প্রদর্শিত ড্রাইভে ক্লিক করে উহার মধ্যেকার ফাইল ও ফোল্ডারগুলো দেখা যাবে।



মাই ডকুমেন্ট (My Document) এই ফোল্ডারে ক্লিক করলে বিভিন্ন প্রোগ্রামে সেভ করা ফাইলগুলো দেখা যাবে। আমরা সাধারণত কোন প্রোগ্রামে কাজ করার পর সেভ করলে মাই ডকুমেন্টে সেভ হয়ে থাকে।

রিসাইকেল বিন (Recycle Bin) কোন ফাইল বা ফোল্ডার ডিলেট করলে রিসাইকেল বিন এ চলে যায়। আবার প্রয়োজনীয় কোন ফাইল রিসাইকেল বিন হতে রিষ্টোর করে পূর্বের ন্যায় ব্যবহার উপযোগী করা যায়। পরবর্তীতে ফাইল ও ফোল্ডারগুলো স্থায়ীভাবে রিসাইকেল বিন থেকে মুছাও যায়।

স্টার্ট বাটন (Start Button) tএই বাটনের সাহায্যে যে কোন প্রোগ্রামে যাওয়া যায়। 
তাছাড়াও এই বাটনের মাধ্যমে কম্পিউটার বন্ধ করা যায়।


টাস্কবার Kv‡K e‡j ?
Answer: কোন প্রোগ্রাম/ফাইল/ফোল্ডার ওপেন করলে ঐ প্রোগ্রামের নাম টাস্কবার স্ক্রিনে দেখা যায়। 
এক বা একাধিক প্রোগ্রামে কাজ করলে টাস্কবারে দেখা যাবে। এক্ষেত্রে টাস্কবারে অবস্থিত 
যে কোন প্রোগ্রামে ক্লিক করলে সেই প্রোগ্রাম রান হবে।

ডেস্কটপt  মনিটরের ব্যাকগ্রাউন্ড এরিয়াই হলো ডেস্কটপ স্ক্রিন।
উইন্ডোt উইন্ডো একটি আয়তক্ষেত্র যা স্ক্রীনের উপরে থেকে তথ্য প্রদর্শন করে।

৬.৫ মাউসের ব্যবহার t
Answer: মাউসের সাহায্যে ক্লিক করে কোন প্রোগ্রাম রান করানো যায়। মাউসের ডানে ও বামে মোট দুইটি বাটন থাকে। মাউসের বাম বাটনকে অ্যাকশন বাটন বলা হয়। ইহা কোন ফাইল/ফোল্ডার/ড্রাইভ এ ক্লিক করে রান করানো যায়। মাউসের ডান বাটনকে বিশেষ ধরনের বাটন বা প্রোগ্রাম বাটন বলা হয়। ফাইল/ফ্ল্ডোার/ড্রাইভ এর উপর মাউসের ডান বাটন ক্লিক করলে কতকগুলো প্রোগ্রাম অপশন দেখা যায়। কোন কোন মাউসের মাঝখানে একটি স্ক্রল বাটন রয়েছে। ইহার সাহায্যে স্ক্রীন উঠা নামা করানো যায়।


ক্লিকt  ক্লিক বলতে সাধারণত মাউসের বাটনে হালকাভাবে চাপ দেয়া বুঝায়। ক্লিক করে ফাইল/ফোল্ডার সিলেক্ট করা যায়।
ডাবল ক্লিকt ডাবল ক্লিক করে ফাইল/ফোল্ডার ওপেন করা যায়।
ড্রাগt  কোন ফাইল/ফোল্ডার চেপে ধরে স্থানান্তর করাকে ড্রাগ বলে
ivBU evUb: Gi e¨envi Kiv |
ûBj Gi e¨envi: K‡›Uªvj a‡i ûBj e¨envi Ki‡j - Ryg Bb I Ryg AvDU n‡e| 

কিভাবে Quick Access Toolbar কাস্টমাইজ করবেন:

আপনাদের জানাবো কিভাবে  Quick Access Toolbar কাস্টমাইজ করবেন । তার আগে বলে নেয়া দরকার Quick Access Toolbar কি। Microsoft Word 2010 এর একেবারে উপরের অংশে যে টুলবার টি থাকে (Ribbon এর উপরে ) তাই কুইক একসেস টুলবার ।


পাশের ছবিটি খেয়াল করুন, একেবারে উপরের বাম দিকে কয়েকটি Icon আছে । আর আইকন গুলোর ডান পার্শে একটি ড্রপ ডাউন বাটন আছে । এই বাটনে ক্লিক করলে  Customize Quick Access Toolbar নামে একটি অংশ খুলে যাবে । এবার দেখুন, উপরে যে কয়টি আইকন আছে তার নামের পাশে টিক দেয়া আছে । আপনি যদি আরও আইকন যোগ করতে চান, তো যা যা প্রয়োজন তার পাশে টিক দিন ।  এছাড়াও আপনি More Commands… এ ক্লিক করে আরও অনেক Option যোগ করতে পারেন । এখানে অনেক গুলো বিকল্প বাটন খুজে পাবেন ।

সাধারনত Quick Access Toolbar টি Ribbon এর উপর থাকে, আপনি Ribbon এর নিচে নিতে চাইলে Show Below the Ribbon এ ক্লিক করে নিন 


Alignment এর ব্যবহারঃ


Layout Tab এ Alignment এর ব্যবহার করা হয় সাধারণত টেবিলের ভেতোর Text বা লেখা গুলোকে ডানে, বামে, মাঝখানে, উপরে অথবা নিচের দিকে সাজানোর জন্য। Layout Tab এ Alignment এর (৯) টি অপশন আছে যেমনঃ Align Top Left, Align Top Center, Align Top Right, Align Center Left, Align Center, Align Center Right, Align Bottom Left, Align Bottom Center, Align Bottom Right। টেবিলে Text বা লেখাকে প্রয়োজন আনুসারে সাজাতে লেখাকে বা লেখাগুলকে সিলেক্ট করে নিদৃস্ট Align এ ক্লিক করুন। তাহলে Text বা লেখাগুলো সে আনুসারে সজ্জিত হবে।

Table Text Direction এর ব্যবহারঃ


Text Direction অপশনটি Layout Tab এর Alignment গ্রুপ এর  একটি অপশন। Text Direction অপশনটি ব্যবহার করা হয় মূলত টেবিলের ভেতর Text বা লেখা গুলোকে বিভিন্ন দিকে সাজানোর জন্য। Text বা লেখা গুলোকে সাজাতে প্রথমে টেবিলের লেখা গুলোকে সিলেক্ট করুন। এরপর Alignment গ্রুপ এর Text Direction অপশন এ ক্লিক করুন তাহলে লেখাগুলো দিক পরিবর্তন করবে। এভাবে যতবার Text Direction এ ক্লিক করবেন ততবার লেখাগুলো দিক পরিবর্তন করবে। এভাবে আপনার প্রয়োজনীয় দিক অনুসারে লেখাগুলকে সাজিয়ে ফাঁকা পেজে ক্লিক করুন। তাহলে আপনার লেখাগুলো বিভিন্ন দিক অনুসারে সজ্জিত হবে।

Table Delete এর করার Command:



আসুন যেনে নেই কিভাবে MS Word এ টেবিল ডিলিট করতে হয়। পেজ থেকে টেবিল ডিলিট করার জন্য (৩) টি অপশন আছে। পেজ থেকে টেবিল ডিলিট করতে চাইলে প্রথম অপশনটি হল Layout Tab এর Rows & Columns গ্রুপ এর Delete অপশন এ ক্লিক করুন। একটি বক্স আসবে সেখানে Delete Table অপশন এ ক্লিক করুন, তাহলে টেবিলটি পেজ থেকে উঠে যাবে। দ্বিতীয় অপশনটি হল টেবিলের বাম দিকে উপরের অংশে একটি অ্যারো চিহ্ন আছে সেখানে ক্লিক করুন। তাহলে সম্পূর্ণ টেবিলটি সিলেক্ট হয়ে যাবে, এবার টেবিলের উপর রাইট ক্লিক করুন। একটি ডায়ালগ বক্স আসবে, এবার সেখানে Delete Table এ ক্লিক করুন। তাহলে টেবিলটি ডিলিট হয়ে যাবে অথবা সিলেক্ট এর পর Backspace বাটন চাপুন তাহলেও টেবিলটি ডিলিট হয়ে যাবে।তো এই ছিল আমাদের আজকের আয়োজন। আমরা চেস্টা করেছি মাইক্রোসফ্ট ওয়ার্ড এ টেবিল এর ব্যবহার যতটা সম্ভব তুলে ধরতে । আগামীতে আলোচনা করা হবে কিভাবে টেবিলের ডাটা সর্ট করা যায় এবং টেবিলের ডাটা নিয়ে কেলকুলেশন করা যায়

 

আগামী ক্লাসের জন্য নির্ধারিত নৈবর্ক্তিক প্রশ্নসমূহ - 

১০১। কম্পিউটারের তথ্য প্রক্রিয়াকরণ কাজে কোন পদ্ধতি ব্যবহার হয়না? 

- দশমিক

১০২। চন্দ্রাবতী হলো- 

- বাংলা ফন্টের নাম

১০৩। কোনটি চিত্রভিত্তিক ডাটাবেজ প্রোগ্রাম?

- এক্সেল

১০৪। ডাটাবেজ অর্থ হল–

- তথ্যবিন্যাস

১০৫। বিজয় কীবোর্ড ব্যবহার করার জন্য কি টাইপ করতে হয়? 

- Ctrl+Alt+B

১০৬। কম্পিউটার মাউস কে তৈরী করেন? 

- উইলিয়াম ইংলিস

১০৭। WWW এর জনক কে?

- টিম বার্নসলি

১০৮। কম্পিউটারের ভাষা কি প্রকৃতির হয়? 

- ডিজিটাল

১০৯। কার্সর (Cursor) কি? 

- আলোক রেখা

১১০। উইন্ডোজ আসলে কিসের মতো?

- খোলা জানালা

১১১।অক্ষর কাটা বা মোছার জন্য কোন কমান্ড ব্যবহার করা হয়? 

- ডিলিট বা ব্যাকস্পেস

১১২। কোন বিজ্ঞানী কম্পিউটার ভাইরাস নামকরণ করেন? 

- ফ্রেড কোহেন

১১৩। ডেটা ফাইল সমুহ আক্রমণ করে কোন ভাইরাস? 

- ম্যাক্রো ভাইরাস

১১৪। মাউসকে ঝুলিয়ে ধরনের কিসের মতো দেখায়? 

- ইদুরের মত

১১৫। ফাইল সেভ করার জন্য কোন মেনুর প্রয়োজন? 

- ফাইল মেনু

১১৬। কম্পিউটার ভুল ফলাফল প্রদর্শন করলে বুঝতে হবে - 

- ডাটা ইনপুট করায় ভুল হয়েছে।

১১৭। ইনপুট ডিভাইস কোনটি? 

- কিবোর্ড

১১৮। আউটপুট ডিভাইস কোনটি? 

- মনিটর

১১৯। সিপিইউ এর অংশ নয় কোনটি? 

- মেমোরি

১২০। কম্পিউটারের স্মৃতি কত প্রকার?

- ২ প্রকার

No comments:

Post a Comment