Wednesday, January 20, 2021

Class-12 (Header, Footer, Page Number & Text Box)

 MULTIMEDIA TRAINING ACADEMY
Class - 12


Class-NoTopicsClass MaterialTypingHome Work
Day-121. Header
2. Footer
3. Page Number
4. Text Box


abcdefghijklmnopqrstuvwxyz
Complete typing from class 1


অফিস 2007 টেক্সট বক্স এর ব্যবহার

আজ আমরা জানবো office 2010  Text Box এর ব্যবহার আমরা তো কম বেশি সবাই  এম এস ওয়ার্ড লিখতে পারি তাইনা? কিন্তু যে কোন লেখাকে যদি একটি নির্দিষ্ট কোনায় নিতে হয়? অথবা যদি একে যে কোন যায়গায় বসাতে চান? ঠিক এই সময় গুলোতেই আমাদের প্রয়োজন পড়ে এই text box এর তো চলুন, দেখাযা
প্রথমে একটি নতুন ডকুমেন্ট খুলুন (পুরাতন ওয়ার্ড ফাইলেও সমস্যা না্‌ই) এবং মেইন ট্যাব  থেকে Insert এ ক্লিক করে রিবন (Ribbon) থেকে Text Box এ ক্লিক করুন ।




এখানে Built-In (আগে থেকেই তৈরি) বেশ কিছু লেআউট পাবেন । সেখান থেকে প্রথম টা ই নিন (ইচ্ছে করলে অন্য গুলোও নিতে পারেন) । তারপর দেখুন নিচের মতো আসবে ।


 



 

এবার নীল অংশটিতে আপনি যা লিখতে চান লিখে নিন (ভয় নেই, পরেও লেখা যাবে) । তারপর এর বর্ডারে মাউস পয়েন্টার নিয়ে যান, দেখেন চারদিকে এরো দেখাচ্ছে। এ অবস্থায় ক্লিক করে সরান ( ক্লিক করে মাউস না ছেড়ে সরান ) দেখবেন, লেখা সহ text বক্সটি সরে গেছে। আপনারা খেয়াল করেছেন কিনা জানিনা, কিন্তু দেখেন, যখন text বক্সটি সিলেক্ট থাকছে, তখন টপ মেনুতে Format মেনু টি আসছে এবং ওপেন থাকছে (না থাকলে ক্লিক করুন )। এখানে অনেক টুল আছে যা  Text Box কে ফরমেট করতে সাহায্য করবে।



 




 

 

একটু অন্য প্রসঙ্গে যাই আগের দিনে আমরা যখন কাওকে চিঠি লিখতাম, পাতা শেষ হয়ে গেলে সাইডে (উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে ) ও লিখতাম (আমার এইটা খুব হত এবং মনে হয় আমার মতো অনেকের এই অভিজ্ঞতা আছে)



এবার আবার প্রসঙ্গে ফিরছি… তো যদি এই রকম কথনও লেখার প্রয়োজন পড়ে ওয়ার্ড ডকুমেন্ট এ তাহলে তা আমরা টেক্সট বক্সের সাহায্যে খুব সহজেই করতে পারি। কিভাবে? 

 

 


আমরা একটু আগে যে টেক্সট বক্স টি নিয়েছিলাম, তার মধ্যে কারসর রেখে Drawing Tools এর Format এর ভিতর থেকে Text Direction এ ক্লিক করে নির্বাচন করুন, আপনি লিখাকে কোন ডিরেকসন দেবেন । আমি নিয়েছিলাম Rotate all text 270 আর দেখুন পাশের ছবিটি লিখাটি ২৭০° বেঁকে গেছে । আর যদি ইচ্ছে মতো বাঁক চান তবে বক্স এর উপর যে সবু্জ বৃত্ত টি আছে যেখানে মাউস পয়েন্টার নিয়ে যান। এবার একে যেদিকে খুশি ঘুরিয়ে নিন ।

অনেক সময় বক্সের বর্ডার  টা সরিয়ে ফেলতে হয়, আর এখন আমরা তা ই আলোচনা করবো । Text Box এর বর্ডারে ক্লিক করে Drawing Tools এর Format এর ভিতর থেকে Snape Outline এ ক্লিক করে No Outline এ ক্লিক করুন, দেখুন বর্ডার টি নেই । আবার বর্ডার চাইলে একই যায়গা থেকে যে কোন একটি কালার নিন, দেখুন, সে কালারের বর্ডার এসে গেছে । এখানে আরও অনেক কিছু আছে যা আর আলোচনা করছি না । আশা করি সেগুলো  নিজেরা ই পারবেন। যদি কোন সমস্যা হয়, নিচে কমেন্ট করুন। আমরা সেগুলো নিয়ে আলোচনা করবো 

 




Set your Finger & Type


1. abcdefghijklmnopqrstuvwxyz
2. zyxwvutsrqponmlkjihgfedcba
3. Bangladesh
4. United States of America
5. Carbo-Hydrate
6. Fundamental
7. Refridgarator
8. Complete typing task from class 1

২২১। পেনড্রাইভ প্রথম কখন বাজারে আসে?

- ২০০০ সালে।

২২২। গেমস খেলার জন্য আলাদা পোর্ট থাকে কোথায়?

- গ্রাফিক্স কার্ডে।

২২৩। কতসালে প্রথম হার্ডডিক্স তৈরী হয়?

- ১৯৫৬ সালে।

২২৪। কম্পিউটারের ভাষায় কয়টি অক্ষর আছে? 

- ২ টি।

২২৫। পেনড্রাইভ এর অপর নাম কি? 

- ফ্লাশড্রাইভ।

২২৬। ১৯৮৩ সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষার বাহিনীর ওয়েবসাইটে ঢুকে পড়া হ্যাকারের বয়স কত ছিল?

- ১৯ বছর।

২২৭। বিশ্বের বৃহত্তম মুক্তজ্ঞান ভান্ডার কোনটি? 

- উইকিপিডিয়া

২২৮। কেউ যদি অপরের ওয়েবসাইটে ঢুকে কোন কিছু ক্ষতি না করে ফিরে আসে তাকে কী বলা হয়?

- হোয়াইট হ্যাট হ্যাকার।

২২৯। Melissa ভাইরাস কবে কম্পিউটার ওয়ার্ল্ড কে আক্রমন করে? 

- ১৯৯৯ সালে।

২৩০। Melissa- এর আক্রমনের ভয়ে কোন কোম্পানি তাদের ই-মেইল সার্ভার বন্ধ রাখে? 

- Microsoft.

২৩১। Melissa Virus তৈরী করেন কে? 

- ডেভিড স্মিথ

২৩২। Melissa Virus তৈরীর অপরাধে ডেভিড

স্মিথের কী সাজা হয়েছিল?

- ১০ বছরের জেল।

২৩৩। Mydoom Worm কি? 

- কম্পিউটার ভাইরাস।

২৩৪। ২০০৪ সালে কোন কম্পিউটার ভাইরাসটি সাইবার জগৎ-কে ব্যাপক ক্ষতি সাধন করে?

- Mydoom Worm

২৩৫। Mydoom Worm কম্পিউটার ভাইরাস একসাথে কয়টি কম্পিউটার কে আক্রমন করে?

- ২,৫০,০০০।

২৩৬।কেউ যদি অপরের ওয়েবসাইটে ঢুকে তার ওয়েবসাইট এলোমেলো করে ফেলে তাকে কী বলা হয়?

-ব্লাক হ্যাট হ্যাকার।

২৩৭। অন্যের ওয়েবসাইটের গোপন অংশে অবৈধভাবে ঢুকে পড়াকে কী বলা হয়?

- হ্যাকিং

২৩৮। ইন্টারনেট থেকে কোনো তথ্য কপি করে হুবহু নিজের মতো চালিয়ে দেওয়াকে কী বলা হয়?

- প্ল্যাগিয়ারিজম্।

২৩৯। কম্পিউটার ভাইরাস কি?

- এক ধরণের প্রোগ্রাম।

২৪০। সর্বপ্রথম প্রবর্তিত বাংলা লেখা সফটওয়্যারের নাম কি? 

- শহিদলিপি।


1 comment:

  1. Home Work:
    1. Question from Sheets - 12
    2. Typing Test - A to Z
    3. Keyboard - পরিচিতি
    4. একটি ২ পেজের বায়োডাটা তৈরি করে মেইল করতে হবে - riganjnd@gmail.com
    5. আজকের ক্লাসটি জন্য একটি নিউ ফাইল নিতে হবে যার নাম হবে Class - 12 এবং ফাইলটি নিজ নামের ফোল্ডারে সেভ করে রাখতে হবে। উক্ত নোটে আজকের ক্লাসের যাবতীয় সকল কিছু অন্তর্ভুক্ত থাকতে হবে।

    ReplyDelete