Wednesday, January 20, 2021

Class-11 (Chart, Hyperlink, Bookmark, Cross Reference)

 MULTIMEDIA TRAINING ACADEMY
Class - 11




Class-NoTopicsClass MaterialTypingHome Work
Day-111. Chart
2. Hyperlink
3. Bookmark
4. Cross Reference


abcdefghijklmnopqrstuvwxyz
Complete typing from class 1


Set your Finger & Type


1. abcdefghijklmnopqrstuvwxyz
2. zyxwvutsrqponmlkjihgfedcba
3. Android
4. Graphics
5. Digital Marketing
6. Web Design
7. Web Development
8. Complete typing task from class 1

আগামী ক্লাসের জন্য নির্ধারিত নৈবর্ক্তিক প্রশ্নসমূহ - 

২০১। LCD (Liquid Crystal Display) এর জনক কে?

- সুইস পদার্থবিদ মার্টিন সাউট

২০২। বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি?

- পিপীলিকা

২০৩। মোবাইল ফোনে প্রথম কথা বলা হয় কবে?

- ৩ এপ্রিল ১৯৭৩।

২০৪। ২৭ জুন ২০১১ গুগল কোন সামাজিক যোগাযোগ সাইট চালু করেন?

- গুগলপ্লাস।

২০৫। Quick Heal কী?

 - এন্টি-ভাইরাস সফ্টওয়ার ।

২০৬। Twitter কী? 

- সামাজিক নেটওয়ার্কিং সাইট ।

২০৭। ২০১০ সালের ভারত প্রথম বারের মত কি নামে নিজস্ব ওয়েব-ব্রাউজার চালু করেন?

- Epic.

২০৮। Zeus (জিয়ুজ) কী? 

- কম্পিউটার ভাইরাস।

২০৯। ৫ জানুয়ারী ২০১০ গুগল প্রথম কোন মোবাইল ফোন বাজারে নিয়ে আসে? 

- নেক্সাস-১।

২১০। ২০১২ সালের জুলাই মাসে বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কত?

- ২৫ লাখের বেশি।

২১১। ফেসবুকে মনের ভাব প্রকাশকে কী বলে?

- স্ট্যাটাস

২১২। ফেসবুকের স্ট্যাটাস কে টুইটারে কী বুঝানো হয়?

 - টুইট

২১৩। কোন সামাজিক যোগাযোগ সাইটটি সবচেয়ে বেশি জনপ্রিয়? 

- ফেসবুক

২১৪। জুন ২০১২ পর্যন্ত পৃথিবীতে Facebook ব্যবহারকারীদের সংখ্যা কত?

- ৯০ কোটি।

২১৫। গুগলের ছবি Upload করার সাইটের নাম কি?

- Picasa।

২১৬। কোন মেমোরি মুছে ফেলা খুব কঠিন?

- রমের মেমোরি ।

২১৭। কোথায় কম্পিউটার চালু করার নির্দেশনাবলি সংরক্ষিত থাকে? 

- ROM।

২১৮। সর্বপ্রথম কোন কোম্পানি হার্ডডিস্ক তৈরী করেন?

- আইবিএম।

২১৯। ডিজিটাল ক্যামেরা কি ধরনের ডিভাইস?

- ইনপুট ডিভাইস।

২২০। ল্যাপটপের কোন অংশটি মাউসের কাজ করে?

- টাচপ্যাড।

2 comments:

  1. আজকের জন্য নির্ধারিত কাজসমূহ -
    ১. স্মার্ট আর্ট ব্যবহার করে বিশ্বের ধান উৎপাদনের একটি গ্রাফ তৈরী কর।
    ২. বাংলাদেশ সম্পর্কে ২০০ টি শব্দ ‍লিখে সেখানে ৫ টি বুকমার্ক সেট কর।

    ReplyDelete
  2. ১। ইংরেজিতে A থেকে Z পর্যন্ত না দেখে টাইপিং করে দেখাতে হবে।
    ২। আপনার নিজের স্কুল নিয়ে ১টি প্রতিবেদন লিখতে হবে এবং একটি ম্যাগাজিন তৈরির কাজ শুরু করতে হবে।
    ৩। বাংলা ক থেকে ঁ পর্যন্ত টাইপিং করতে হবে।
    ৪। বাংলা অ থেকে ঔ পর্যন্ত টাইপিং করে দেখাতে হবে।
    ৫। যে বিষয়গুলো শেখানো হবে সেগুলো ছাত্র-ছাত্রীগণ শিক্ষক হিসাবে অন্যদের শেখাবেন।
    ৬। রোল নাম্বার সহ নিজের নাম দিয়ে ফোল্ডার তৈরি করতে হবে এবং ফোল্ডারের মধ্যে ১১টি ফাইল সংরক্ষণ করতে হবে।
    ৭। গত ১০ নাম্বার ক্লাসে যে সকল পড়া দেওয়া ছিলো সেগুলো পড়া করে দিতে হবে।

    ReplyDelete