Wednesday, January 20, 2021

Class - 4 (Computer Organisation)

 


Class-NoTopicsClass MaterialTypingHome Work
Day-41. What is Computer Organisation?
2. Basic Block Diagram of Computer System
3. What is input? 
4. What is Output?
5. What is CPU?
6. MS-Word Font( Strikethrough, Subscript, Superscript, Change case, Text Highlight color, Font Color.)
Subscript= Ctrl+=
Superscript= Ctrl+Shift+ +

Write Something about your Village/Town within 200 Words.




কম্পিউটারের সংগঠন


কম্পিউটার এমন একটি মেশিন যা ডেটা গ্রহণ করে এবং বিভিন্ন অংশের সমন্বয়ে ডেটা প্রসেস করে থাকে। ডেটাগুলো প্রসেসের পর ফলাফল আকারে দেখায়।




(A Simplified Representation of Computer)
কম্পিউটারের সাংগঠনিক অংশগুলোর মধ্যে প্রধান তিনটি অংশ হলো-


১। ইনপুট ডিভাইস Keyboard, Mouse, Joy Stick, Light pen, Track Ball, Scanner, Graphic Tablet, MicrophoneMagnetic Ink Card Reader(MICR), Optical Character Reader(OCR), Bar Code Reader, Optical Mark Reader(OMR)


INPUT DEVICE

OUTPUT DEVICE

1. Keyboard

2. Mouse

3. Scanner

 

1. Monitor

2. Sound Box

3. Printer 

 


২। প্রসেসিং ইউনিট


৩। আউটপুট ডিভাইস 

  • LCD Projection Panels
  • Monitor (LED, LCD, CRT etc)
  • Printers (all types)
  • Plotters
  • Microfiche
  • Projector
  • Head Phone
  • Computer Output Microfilm (COM)
  • Speaker(s)
  • Visual Display Unit
  • Film Recorder

Basic Block Diagram of Computer System



 
কম্পিউটারের সংগঠন:


কম্পিউটার এমন একটি মেশিন যা ডেটা গ্রহণ করে এবং বিভিন্ন অংশের সমন্বয়ে ডেটা প্রসেস করে থাকে। ডেটাগুলো প্রসেসের পর ফলাফল আকারে দেখায়।
স্ক্যানার: স্ক্যানার একটি ইনপুট ডিভাইস। ইহার মাধ্যমে ক্যামেরায় তোলা ছবি, মুদ্রিত কোন ছবি বা লেখা হুবুহু কম্পিউটারের ইনপুট করার কাজে ব্যবহৃত হয়ে থাকে। উক্ত ইনপুটকৃত তথ্য কম্পিউটারে সংরক্ষন করে রাখা যায় এবং পরবর্তীতে প্রিন্ট আকারে বের করা যায়।
 

সিষ্টেম ইউনিট/প্রসেস ইউনিট:  

সিষ্টেম ইউনিট কম্পিউটার সেটের কেসিং অংশটিকে বুঝায়। এই কেসিং অংশটির মধ্যে বিভিন্ন ধরনের যন্ত্রাংশ থাকে। কম্পিউটার কোন ডেটা ইনপুট করার পর এই সকল যন্ত্রাংশ দ্বারা ডেটাগুলো প্রসেসিং হতে থাকে। সুতরাং কম্পিউটারের যে অংশে ইনপুটকৃত ডেটা প্রসেস করে তাকে সিষ্টেম ইউনিট বলে।
সিপিইউ এর তিনটি অংশ রয়েছে-

. কন্ট্রোল ইউনিট
. অ্যারিথমেটিক লজিক ইউনিট(ALU)
.মেমরি/রেজিষ্টার ইউনিট(RAM/ROM)

 

কন্ট্রোল ইউনিট: 

এর কাজ হলো প্রতিটি নির্দেশকে সঠিকভাবে পরীক্ষা করে কার্যকর করার জন্য প্রয়োজনীয় সংকেত তৈরী করা। নিয়ন্ত্রন অংশ প্রোগ্রামের নির্দেশসমূহকে একটির পরে একটি সঠিকভাবে অনুধাবনের পর কার্যকর করে।
অ্যারিথমেটিক লজিক ইউনিট: বিভিন্ন প্রকার লজিক সার্কিট এর সমন্বয়ে গাণিতিক যুক্তি অংশ গঠিত। এই অংশে যাবতীয় গাণিতিক (যেমন: যোগ, বিয়োগ,গুন,ভাগ ইত্যাদি) যুক্তিমূলক সমস্যার সমাধান করে। কাজ শেষে ফলাফল প্রধান স্মৃতিতে জমা হয় এবং আউটপুট ডিভাইসে প্রেরিত (মনিটর) হয়।
 

মেমরি/রেজিষ্টার ইউনিট: 

কোন প্রোগ্রাম নির্দ্ধারনের সময় এই অভ্যন্তরীন রেজিষ্টারগুলো স্বল্পক্ষণ ডেটা সংরক্ষণ এবং গাণিতিক যুক্তি অংশে তথ্য প্রক্রিয়াকরনের কাজে রেজিষ্টারগুলো ব্যবহৃত হয়। এই সকল রেজিষ্টারে দ্রুত লিখন পঠন সম্ভব।
 

আউটপুট ডিভাইস: 

কম্পিউটারের যে অংশের মাধ্যমে প্রসেসকৃত ডেটা আউটপুট হিসাবে দেখতে পাই তাকে আউটপুট ডিভাইস বলে।
 

মনিটর:

কম্পিউটারের যাবতীয় কার্যক্রমকে প্রদর্শনের জন্য যে পর্দা ব্যবহার করা হয় তাকে সহজ ভাষায় মনিটর বলে। পর্দায় যে ছবি প্রদর্শিত হয় তা ক্ষুত্র ক্ষুদ্র ডট এর সমষ্টির প্রতিচ্ছবি। এই ডটগুলোকে পিক্্েরলস বলে। প্রযুক্তির উপর ভিত্তি করে মনিটর প্রকার। যথা- . সিআরটি মনিটর . এলসিডি/এলইডি মনিটর।
 

প্রিন্টার: 

প্রিন্টার একটি আউটপুট ডিভাইস। কম্পিউটারের তথ্য প্রক্রিয়াকরনের ফলাফলকে লিখিত আকারে পাওয়ার জন্য প্রিন্টার ব্যবহার করা হয়।

 


মাউস

মাউস একটি ইনপুট ডিভাইস। ইহার সাহায্যে ডেটা ইনপুট নির্দেশ প্রদান করা হয়। মাউসের সাধারনতঃ ডানে বামে ২টি বাটন থাকে। কোন কোন মাউসের মাঝখানেও একটি স্ক্রল বাটন থাকে। মাউসের বাম পাশের বোতাম চেপেট কমান্ড প্রদান করা হয়। এছাড়াও যে কোন প্রোগ্রামের উপর বাম বাটন চেপে প্রোগ্রাম চালু করা যায়। ডানপাশের বাটনটি বিশেষ ক্ষেত্রে প্রয়োজন হয়ে থাকে। মাঝখানের স্ক্রল বাটনটির সাহায্যে উপরে নিচের লেখাগুলো দেখা যেতে পারে। কোন ফোল্ডার বা ফাইল মাউসের বাম বাটন ক্লিক করে সিলেক্ট করা যায়।


আগামী ক্লাসের জন্য নির্ধারিত নৈবর্ক্তিক প্রশ্নসমূহ - 

৬১। BOL কি?

- Bangladesh Online Limited.

৬২। অপারেটিং সিস্টেম হচ্ছে -

- মানুষের মস্তিষ্কের বুদ্ধি

৬৩। Find কমান্ড কোন মেনুতে থাকে?

- Edit মেনুতে

৬৪। কিসে Close কমান্ড দিলে ডাটাবেজের বিদ্যমান ফাইল বন্ধ হয়ে যায়? 

- File মেনুর Close কমান্ড দিলে

৬৫। নোটপ্যাড এর ব্যবহার নয় কোনটি? 

- ছবি আঁকা

৬৬। উইন্ডোজ - ৯৫ বাজারে এসেছিল- 

- ১৯৯৫ সালের ২৫ সেপ্টেম্বর

৬৭। জন্ম তারিখ হলো একটি - 

- ফিল্ড

৬৮। অক্ষরের আকার আকৃতি পরিবর্তন করতে হয়-

- ফন্ট ডায়ালগ বক্সে

৬৯। মানুষের দেহ কে যদি হার্ডওয়্যার ধরা হয় তাহলে সফটওয়্যার

- প্রাণ

৭০। কম্পিউটারের বুদ্ধি মানুষের চেয়ে - 

- কম

৭১। Binary digit থেকে উৎপত্তি হয় -

 - Bit

৭২। প্রোগ্রামের মূল লক্ষ্য কী?

- সমস্যার সমেত্মাষজনক সমাধান

৭৩। কমপ্লেক্স কম্পিউটারের নক্সা তৈরী করেন -

- ড. স্টিবিজ

৭৪। বিভিন্ন অক্ষর টাইপ করতে কী-বোর্ডের কোথায় চাপ দিতে হয়?

- বোতামে

৭৫। লেখালেখির জন্য তৈরী ব্যবহারিক প্যাকেজ প্রোগ্রাম কোনটি? 

- ওয়ার্ড প্রোসেসিং প্রোগ্রাম

৭৬। যেসব প্রোগ্রাম ব্যবহার করে কম্পিউটার কে ভাইরাস হতে রক্ষা করা হয় তাকে কি বলে?

- এন্টি-ভাইরাস

৭৭। মাইক্রো কম্পিউটারে সব কিছু একত্রে থাকাকে কি বলে? 

- লজিকবোর্ড

৭৮। দুটি কম্পিউটার টেলিফোন লাইনের সাথে সংযুক্ত করে কে?

- মডেম

৭৯। কম্পিউটার গণনার একক কোনটি? 

- বাইট

৮০। এক্সেল কোন ধরনের প্যাকেজ প্রোগ্রাম?

- স্প্রেডশিট

 


No comments:

Post a Comment