এক্সেল এ ওভারটাইম সহ সেলারি সীট
আমরা বেশ কয়েকটি ধরন ধরে নিয়ে অভারটাইম সহ সেলারি সীট তৈরি করার চেষ্ঠা করবো । প্রথম ধরনে আমরা দৈনিক হিসাব এ ওভারটাইম বের করে দৈনিক মোট বেতন বের করবো । আবার আর এক উদাহরনে আমরা দেখাবো যে মাসিক হিসাবের মধ্যেই অভারটাইম যোগ করে বেতন কেমন আসে ।
ওভারটাইম সহ সেলারি সীট
তো শুরুতেই আমাদের বেশ কিছু শর্ত ঠিক করা লাগবে । যেমন ধরে নিলাম যে দৈনিক হিসাবে ওভার টাইম সহ সেলারি তৈরি করতে
- ৮ ঘন্টার বেশি কাজ করলে সেগুলো ওভারটাইম হিসেবে ধরা হবে
- রোগুলার প্রতি ঘন্টা ১৫০/= করে দেয়া হবে
- ওভার টাইম ৩ ঘন্টা বা তার কম হলে প্রতি ওভার টাইম ঘন্টা ২০০/= করে দেয়া হবে
- ওভার টাইম ৩ ঘন্টার বেশি হলে ৩ ঘন্টার বেশি প্রতি ওভার টাইম ঘন্টা ৩০০/= করে দেয়া হবে
- ওভারটাইম ৬ ঘন্টার বেশি হবেনা
তো উপরের শর্তের উপর ভিত্তি করে ধরে নিলাম নিচের মতো বেশ কিছু তথ্য দেয়া আছে ।
Excel Salary Sheet with overtime – Data table
উপরের ডাটা টেবিলে দেখতে পাচ্ছি ৭ জনের তথ্য দেয়া আছে যেখানে নাম আর Working Hour দেয়া আছে । এবার সেখান থেকে আমাদের Overtime Hour, Regular Salary, Overtime Salary ও Total Salary বের করা লাগবে ।
তো চলুন আগে ওভার টাইম বের করি । উপরের শর্ত মতে ৮ ঘন্টার বেশি কাজ করলে সেটা হবে ওভার টাইম এবং ওভার টাইম আবার ৬ ঘন্টার বেশি হবেনা্। আর উপরের ডাটা টেবিলের D2 ঘরে আমাদের ওভারটাইম বের করে রাখতে হবে । তো, D2 ঘরে ক্লিক করে আমরা সুত্র লিখবো IF Function ব্যবহার করে নিচের মতো ।
=IF(C2>8,C2-8,0)
কিন্ত সমস্যা হলো আমরা ওভারটাইম ৬ ঘন্টার বেশি কিনা সেটা টেস্ট করিনি । সেটা সহ করলে নিচের মতো হবে
=IF(C2>8,IF(C2-8>6,6,C2-8),0)
এবার Enter চেপে যে রেজাল্ট পেয়েছি, তার কোনায় ক্লিক করে অটোফিল করে বাকি ফলাফল গুলো বের করে নিয়েছি । কারো যদি অটোফিল কিভারে করে জানা না থাকে তো দেখে নিতে পারেন MS Excel এ বর্ণ বা অক্ষর এর ক্রমিক লিস্ট তৈরি করবো কিভাবে এর ২য় ভিডিও টি।
Overtime Hours
Serial 1,4 ও 5 দেখেন, ৮ ঘন্টা বা তার নিচের গুলো 0 আর ৮ + ৬ = ১৪ ঘন্টার উপরের গুলো 6 hour. এবার সময় হলো রেগুলার সেলারী বের করার । রেগুলার সেলারি E2 সেলে বের করবো আমরা এবং ৮ ঘন্টা বা তার কম সময় গুলোর জন্য বের করবো ।
আর সেটি হবে এরকম যে যদি C2 এর ভেলু ৮ এর বেশি হয় তো সেখানে ৮ এর সাথে ১৫০ গুন করবো, আর যদি C2 এর ভেলু ৮ এর কম হয় তো সরাসরি C2 এর ভেলুর সাথে ১৫০ গুন করবো ।
তাহলে এর সূত্রটি হবে নিচের মতো
=IF(C2>8,8*150,C2*150)
তো অটোফিল করে E2 সেলের পরের গুলো করে ফেলুন । নিচের টেবিলে দেখুন, Serial 1 এর ওয়ার্কিং আওয়ার ৮ ঘন্টার কম ছিলো, তাই তার রেগুলার সেলারিও কম হয়েছে ।
Regular Salary
সময় এলো, Overtime Salary বের করার । এটা খুবই সহজ হবে কারন আমাদের ওভারটাইম বের করাই আছে D2 Cell এ । তাহলে F2 সেলে আমরা অভারটাইম সেলারি বের করবো এবং দেখবো যাদের ওভারটাইম ৩ ঘন্টার বেশি তাদের ক্ষেত্রে ৩ ঘন্টার বেশি সময়গুলোর জন্য ৩০০ টাকা করে আর বাকি গুলো ২০০ টাকা করে । উপরের শর্তের ৩ ও ৪ নাম্বার দেখুন । তাহলে সুত্রটি হবে
=IF(D2>3,((D2-3)*300+3*200),D2*200)
দেখুন শর্তমতে ওভারটাইমের সেলারি বের হয়ে গেছে ।
Overtime Salary
এবার সময় এলো সবগুলো যোগ করে টোটাল সেলারি বের করার সময় । আমরা এটি করতে পারি sum function ব্যবহার করে কিংবা শুধু E ও F সেলের যোগ করে । যার সুত্রটি নিচের মতো হবে যা G2 Cell এ বসবে …
=sum(E2:F2)
পেয়ে গেছি এক্সেল এ ওভারটাইম সহ স্যালারি সীট
Excel Overtime Salary Sheet
তো সহজেই পেয়ে গেলাম সেলারি সীট ওভারটাইম সহ । আপনাদের ক্ষেত্রে শর্ত গুলো আলাদা হলে আমাদের জানান নিচে কমেন্টে । আমরা সেগুলোও এড করার চেষ্টা করবো আমাদের কিভাবে.কম এ ।
No comments:
Post a Comment