Wednesday, January 20, 2021

Class-9 (Picture & Clip Art )

 Multimedia Training Academy
Class Lecture : 09 





Class-NoTopicsClass MaterialTypingHome Work
Day-91. Picture
2. Clip Art


qwertyuiop


Microsoft Word Clip Art এর ব্যবহার

MS Word অথবা MS Excel এর যে কোন একটি প্রোগ্রামে কোন ডকুমেন্ট তৈরি করার সময় এমনও হতে পারে যে, ডকুমেন্টে কোন ছবি বা গ্রাফিক্স অথবা ক্লিক আর্ট ব্যবহার করে ডকুমেন্টটির সৌন্দর্য বাড়ানো হয়ে থাকে। অথবা যে বিষয়ের উপরে ডকুমেন্টটি তৈরি করা হয় সেই বিষয় সম্পর্কিত কোন ছবি বা ক্লিপআর্ট ব্যবহার করার প্রয়োজন হতে পারে। তাই আজ আমরা আলোচনা করবো কিভাবে Microsoft WordClip Art এর ব্যবহার করতে হয়। চলুন তাহলে জেনে নেই Microsoft Word এ Clip Art এর ব্যবহার করার নিয়ম গুলো কি কি ?


আমরা সহজ ভাবে আলোচনা করে দেখাবো কিভাবে ওয়ার্ডশীটে ক্লিপ আর্ট ব্যবহার করবেন। ওয়ার্ডশীটে ক্লিপ আর্ট ব্যবহার করার জন্য প্রথমে রিবনের Insert ট্যাবে ক্লিক করুন। তারপর Illustrations গ্রুপের Clip Art অপশনে ক্লিক করুন, তাহলে দেখবেন ওয়ার্ডশীটের ডানপাশে একটি ক্লিপ আর্ট ব্যবহার করার জন্য একটি অপশন চলে এসেছে।

উপরের ছবিতে লক্ষ্য করুন, এখানে Insert ট্যাব থেকে Clip Art এ ক্লিক করার পর ওয়ার্ডশীটের ডানপাশে একটি ক্লিপা আর্ট ব্যবহারের অপশন এসেছে।


এবার ক্লিপ আর্ট ব্যবহারের অপশনে Go তে ক্লিক করুন, তাহলে দেখবেন নিচের অংশে বিভিন্ন ধরনের ক্লিপ আর্ট চলে আসবে। সেখানে হুইল ব্যবহার করে সব গুলো ক্লিপআর্ট যাচাই করে দেখতে পারবেন এবং সেখান থেকে আপনার প্রয়োজনীয় ক্লিপ আর্টটি বাছাই করে তার উপরে ক্লিক করলে সেটি ওয়ার্ডশীটে চলে আসবে।



উপরের ছবিতে লক্ষ্য করুন, যেভাবে ওয়ার্ড ডকুমেন্টে ক্লিপ আর্ট ব্যবহার করা হয়েছে।

এভাবে আপনি চাইলে প্রয়োজন মতো যে কোন ক্লিপ আর্ট ব্যবহার করতে পারবেন। আবার বিভিন্নি আইটেমের ক্লিপ আর্ট পেতে চাইলে Clip Art অপশনে সার্চ করে বিভিন্নি আইটেমের ক্লিপ আর্ট খুজে নেয়ার ব্যবস্থা রয়েছে। সে ক্ষেত্রে Clip Art অপশনের Search For অপশন এর ঘরে লিখেও বিভিন্নি আইটেমের ক্লিপ আর্ট খুজে নিতে পারবেন। যেমন ধরুন আপনি কোন ডকুমেন্টে মিটিং সংক্রান্ত ক্লিপ আর্ট ব্যবহার করবেন, সে ক্ষেত্রে সার্চ বক্সে লিখুন Meeting তারপর Go অপশনে ক্লিক করুন। তাহলে ক্লিপ আর্ট লিস্টে মিটিং সংক্রান্ত ক্লিপআর্ট গুলো চলে আসবে।



 



Set your Finger & Type

1. qwer uiop
2. poiu rewq
3. qwertyuiop
4. poiuytrewq
5. top
6. it
7. ok
8. pot
9. your
10. rope


আগামী ক্লাসের জন্য নির্ধারিত নৈবর্ক্তিক প্রশ্নসমূহ - 

১৬১। কি-বোর্ডে কয়টি Alt Key আছে ? 

- ২

১৬২। কি-বোর্ডে Windos Key কয়টি ? 

- ২

১৬৩। কি-বোর্ডে ESC কয়টি? 

- ১

১৬৪। কি-বোর্ডে Home Key কয়টি? 

- ১

১৬৫। কোন কম্পিউটার কে পার্সোনাল কম্পিউটার বলা হয় ? 

- মাইক্রো কম্পিউটার।

১৬৬। অপারেটিং সিষ্টেম কি নিয়ন্ত্রণ করে থাকে ? 

- পুরো কম্পিউটার সিষ্টেম

১৬৭। কোন কোম্পানি প্রথমে পার্সোনাল কম্পিউটার তৈরী করে ? 

- অ্যাপল।

১৬৮। মেইন ফ্রেম কম্পিউটারের ছোট সংস্করণ কোনটি? 

- মিনিফ্রেম

১৬৯। এনিমেশন শব্দের অর্থ কি ? 

- জীবন্ত করা।

১৭০। ই-ফোন কি ?

- ইন্টারনেট ফোন।

১৭১। পৃথিবীর প্রথম স্বয়ক্রিয় গণনাযন্ত্রের নাম কি ?

- MARK-1

১৭২। মার্ক-১ এর দৈর্ঘ্য ছিল–

- ৫১ফুটলম্বা।

১৭৩। রাশিয়ার এ্যাবাকাশ কে কী বলা হয় ?

- স্কোটিয়া

১৭৪। পিডিপি-৮ কোন প্রজন্মের কম্পিউটার ?

- দ্বিতীয়

১৭৫। লাইট পেন হলো এক ধরণের- 

- ইনপুট ডিভাইস।

১৭৬। কোন ডিক্স সরাসরি ফরমেট করা যায়না ?

- ফ্লপিডিক্স।

১৭৭। RAM Cache কিসের অংশ বিশেষ ? 

- RAM

১৭৮। উইন্ডোজ এনটি/২০০০ এর বিটের সংখ্যা হলো- 

- ৩২

১৭৯। কোন প্রজন্মের কম্পিউটারের সঙ্গে মনিটরের প্রচলন শুরু হয় ? 

-তৃতীয় প্রজন্ম।

১৮০। বর্তমান ব্যবহৃত পিসি কোন প্রজন্মে ? 

-চতুর্থ প্রজন্মের।


No comments:

Post a Comment