Wednesday, January 20, 2021

Class-26 (Excel-Home)


Class - 26


Class-NoTopicsClass MaterialTypingHome Work
Day-211. Clipboard 
2. Font 
3. Alignment 
4. Use of Tab and Enter
5. Merge Cell
6. Autosum
7. Add row/column
8. Delete row/column
9. Make a balance sheet







Microsoft Excel File Open করা:

Microsoft Excel প্রোগ্রাম ব্যবহার করার জন্য অবশ্যই Microsoft Office প্রোগ্রামটি কম্পিউটারে ইন্সটল দেওয়া থাকতে হবে। MS Excel Open করার জন্য প্রথমে Start এ ক্লিক করতে হবে, যদি Start মেনুতে Microsoft Excel থাকে তাহলে সেখানে ক্লিক করলে তা চলে আসবে। আর যদি Start মেনুতে না থাকে তাহলে Start এ ক্লিক তারপর All Program এ ক্লিক করুন। তাহলে ইন্সটল কৃত সব প্রোগ্রাম চলে আসবে, সেখান থেকে Microsoft Office এ ক্লিক তারপর Microsoft Excel এ ক্লিক অথবা সিলেক্ট করে Enter চাপলে তা Open হয়ে যবে।

 



How to Open Microsoft Excel

যদি Shortcut ব্যবহার করে Excel Sheet নিতে চান তাহলে Windows এর ফাঁকা জায়গায় রাইট ক্লিক করুন। একটি অপশন মেনু বক্স আসবে, এবার মেনু বক্স থেকে  New এ তারপর Microsoft Excel Worksheet এ ক্লিক করুন। তাহলে আপনার কাঙ্ক্ষিত Excel Sheet ওপেন হয়ে যাবে।

 



Shortcut Open Microsoft Excel

Microsoft Excel  Save করার নিয়মঃ

আমরা Microsoft word এ দেখিয়েছিলাম কিভাবে ফাইল সেইভ করতে হয় । ঠিক একই ভাবে আপনি Microsoft Excel File Save করতে পারবেন । তো চাইলে আরও একবার দেখে নিন মাইক্রোসফ্ট অফিস ওয়ার্ড এ ফাইল Save করা

Microsoft Excel Close করার নিয়মঃ

আমরা ইতিপূর্বে জেনেছি কিভাবে Microsoft Excel Open করতে হয়। আসুন এবার আমরা জানবো কিভাবে MS Excel Close করতে হয়। Excel প্রোগ্রাম ক্লোজ করার বিষয়টি যদিও সহজ ব্যাপার, তবুও সবার সুবিধার জন্য বিষয়টি জানানো হল।

Excel প্রোগ্রাম ক্লোজ করার জন্য একটি অপশন হল File এ ক্লিক তারপর Close এ ক্লিক করলে ফাইলটি ক্লোজ হয়ে যাবে। কিন্তু মূল প্রোগ্রামটি তখনো খোলা থাকে। যদি  File এ ক্লিক করার পর Exit এ ক্লিক করেন তাহলে সম্পূর্ণ প্রোগ্রামটি ক্লোজ হয়ে যাবে। অথবা MS Excel প্রোগ্রামের টাইটেল বারের ( একেবারে উপরের বারটি ) ডান দিকে একটি লাল ক্রস চিহ্ন আছে, সেখানে ক্লিক করলেও প্রোগ্রামটি ক্লোজ হয়ে যায়।

 



File Close in MS Excel

 



Other Option for Close MS Excel

 

যদি ফাইলটি সেভ করা না থাকে তাহলে একটি ডায়ালগ বক্স আসবে। ফাইলটি সেভ করতে চাইলে Save এ ক্লিক করুন, সেভ করতে না চাইলে Don’t Save এ ক্লিক করুন। আর ফাইলটি ক্লোজ না করতে চাইলে Cancel ক্লিক করুন অথবা লাল ক্রস চিহ্নে ক্লিক করুন।



Other Option for Close MS Excel 2

পরবর্তী টিউটোরিয়াল Microsoft Excel এ রো, কলাম ও সেল সিলেক্ট করা
আগের টিউটোরিয়াল Microsoft Excel পরিচিতি

উপরের আলোচনায় আমরা লেখাকে বোল্ট, ইটালিক, আন্ডারলাইন ও ফন্ট সাইজ এর ব্যবহার সম্পর্কে ধারণা দেবার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ

আগামী ক্লাসের জন্য নির্ধারিত নৈবর্ক্তিক প্রশ্নসমূহ -

421। কোন অপারেটিং সিস্টেমে মাউস ক্লিক ও ডাবল ক্লিক অতি প্রয়োজনীয় বিষয়?
উঃ- চিত্র ভিত্তিক।


422
।আই.বি.এম.কম্পিউটারে যখন শুধুমাত্র ডাটাবেস অপারেটিং সিস্টেমে কাজ করা হতো তখন সব রকম নির্দেশ দেয়ার জন্য কী ব্যবহৃত হতো?
উঃ- ফাংশনকী।


423
। অপারেটিং সিস্টেমের বহুল ব্যবহৃত স্প্রেডশীট প্রোগ্রাম কী?
উঃ- লোটাস ১,,৩।


424
। ফোল্ডার প্রকৃতপক্ষে একটি আইকন যার ভিতরে কী থাকে?
উঃ- অতিরিক্ত ফোল্ডার ও ফাইল।


425
। উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সর্বশেষ ভার্সন কী?
উঃ- উইন্ডোজ ৭।


426
। উইন্ডোজ অপারেটিং সিস্টেম কোন কোম্পানির তৈরি?
উঃ- মাইক্রোসফ্ট করপোরেশন।


427
। ডস কমান্ড কত প্রকার?
উঃ- ২ প্রকার।


428। হিসাব সংক্রান্ত সফ্টওয়্যার কোনটি?
উঃ-  এম.এস. এক্সেল

429
।ওয়ার্ড প্রেসেসিং সফ্টওয়্যার কোনটি?
উঃ
- এম. এস. ওয়ার্ড

430।সফ্টওয়্যার কাকে বলে?
উঃ- কম্পিউটারের প্রোগ্রাম বা প্রোগ্রামের সমষ্টি কে 
সফ্টওয়্যার বলে।

431। কম্পিউটারের ভাষা কোনটি?
উঃ- মেশিন ল্যাঙ্গুয়েজ।

432
। অপারেটিং সিস্টেম সফ্টওয়্যার কী করে?
উঃকম্পিউটারের হার্ডওয়্যার ও অ্যাপ্লিকেশন প্রোগ্রামের মধ্যে সেতু রচনা করে।

433
। কর্মবিভাগের ভিত্তিতে অপারেটিং সিস্টেম কে কয় ভাগে ভাগ করা যায়
উঃ- ২ ভাগে।

434
। অপারেটিং সিস্টেমের কেন্দ্রীয় অংশকে কী বলা হয়?
উঃ- কারনেল।

435
। কোন কমান্ডের সাহায্যে অপারেটিং সিস্টেম পরিচালনা করা হয়?
উঃ- বর্ণভিত্তিক বা চিত্রাভিত্তক।

436
। ডাম্ব টার্মিনালে কোন অপারেটিং সিস্টেম থাকে?
উঃ- টাইম শেয়ারিং।

437
। লোটাস১,,৩ কোন অপারেটিং সিস্টেমে ব্যবহৃত হয়?
উঃ- ডস

438
। মেকিনটোশ এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেমে একটি বহুল ব্যবহৃত সেপ্রডশীট প্রোগ্রাম হল কী?
উঃ- এক্সেল।

439
। ম্যাক ও এস কী?
উঃ- এক ধরনের অপারেটিং সিস্টেম।

440
।উইন্ডোজ ৯৫ কত বিটের অপারেটিং সিস্টেম?
উঃ- ৩২ বিটের।


No comments:

Post a Comment